বিএনপি মিডিয়া উইং

বিএনপি মিডিয়া উইং অনলাইনে বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তি? আসুন, দেশকে ভালবাসি। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিন।

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
04/05/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

04/05/2025

We are backed, stay tuned….. ❤️

12/12/2018
25/11/2018

23/02/2018

লিখেছেন নোমানী ভাই.....

শাওন মাহমুদের পরিচয় কি? উনি শহীদ বুদ্ধিজীবী সুরকার আলতাফ মাহমুদের কন্যা। এর বাইরে শাওন মাহমুদের আর কি পরিচয় আছে আমি জানিনা। নিজের কাজ দিয়ে সমাজে আলোচিত হয়ে উঠার মত কোন অর্জন উনার আছে বলেও আমি শুনিনি। বাবার পরিচয়েই উনি পরিচিত। শাওন মাহমুদ কিছুদিন আগে মওদুদ আহমেদের বাড়ি নিয়ে মিথ্যাচার করে ধরা খেয়েছিলেন। তার এই মিথ্যাচার নিয়ে তখন বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল, এরপর কিছুদিন তিনি ফোকাসের বাইরে ছিলেন, গতকালকে বেগম জিয়াকে নিয়ে ফেসবুকে কুৎসিত একটা পোস্ট দিয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন।

বোঝা যাচ্ছে শাওন মাহমুদদের আলোচনায় আসতে হলে মিথ্যাচার অথবা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে নোংরামি করা ছাড়া অন্য কোন পথ নেই।

আরেকজন শহীদ বুদ্দিজীবি হচ্ছেন শহীদুল্লাহ কায়সার। উনার সন্তান হচ্ছেন শমী কায়সার। শমী কায়সার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। একসময়ে আলোচিত অভিনেত্রী, কিছুদিন আগে এফবিআইসির সদস্য নির্বাচিত হয়েছেন। উনি ঠিক কিসের ব্যবসা করেন সেটা অবশ্য জানিনা। রিঙ্গো এবং হালের টকশো বুদ্ধিজীবি আরাফাত ছাড়াও শমীর ভূগোলের আদ্যপান্ত জানা লোকের সংখ্যাটা নিতান্ত কম না।

শহীদ জহির রায়হানের ছেলে হলেন অনল রায়হান। ইনার পরিচয় হল ইনি নাটক ফাটক বানান। নিজেকে নির্মাতা হিসাবে পরিচয় দেন। টিভিতে উনাকে যতবার দেখেছি ঠিক স্বাভাবিক বলে মনে হয়নাই আমার। কেমন যেন গাঁজাখোরদের মত চেহারা।

বুদ্ধিজীবী দিবসে মিডিয়া এদেরকে ডেকে আনে, উনারা তাদের পিতাকে নিয়ে স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণের পাশাপাশি বিএনপি-জামায়াতের সমালোচনার কাজটাও বেশ যত্নসহকারে করেন।

এরা সবাই বিএনপি-জামায়াত বিরোধী এবং এদের সবার সাথে ভারতের গভীর সখ্যতা আছে।
...

২৫ মার্চের কালোরাতে যেসব সাধারণ মানুষ পাকিস্তানী হানাদারদের হাতে মারা পড়েছেন তারা ওই দিন রাতে হামলার বিষয়টা জানতেন না। কিন্তু ১৪ ডিসেম্বর যেসব বুদ্ধিজীবী নিহত হয়েছেন তাদের মৃত্যুটা কেমন যেন রহস্য ঘেরা। পুরো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারা পাকিস্তান সরকারের অধীনে চাকরি করেছেন, অফিসে গিয়েছেন এবং নিয়মিত বেতন নিয়েছেন, সরকারী সূযোগ সুবিধা নিয়েছেন। এবং পুরো যুদ্ধকালীন সময়ে বর্বর পাকিস্তানী হানাদারদের কাছ থেকে নিরাপদ থেকে স্বাধীনতার মাত্র দুইদিন আগে যখন হানাদার আর রাজকাররা দৌড়ের উপর তখন মারা পড়েছেন। ব্যাপারটা রহস্যময় না?...

এই 'রহস্যময় শহীদ' বুদ্ধীজীবীদের সন্তানেরা সরকারের বেশ আনুকূল্য পান। মিডিয়ায় হাইলাইটস হন।

আর পাকিস্তানী হানাদারদের সাথে সম্মুখ সমরে শহীদ হওয়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে কাঁধে করে হাড়ি পাতিল ফেরি করে বেড়ায়।

এটাই আমার বাংলাদেশ।

আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার...  বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার...
23/02/2018

আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার...
বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার...

13/02/2018

আমি মনে করি এই অঞ্চলে ভারত বিদ্বেষ ই হচ্ছে একমাত্র মুক্তির চাবিকাঠি.... ভারত বিদ্বেষ যত দ্রুত চড়িয়ে পড়বে সারা বাংলাদেশে ততই মুক্তির পথ সুগম হবে.....

বাংলাদেশের ১০ টাকার শেয়ার চিনা স্টোক এক্সচেঞ্জ ২২ টাকা দরে কিনতে চায় কিন্তু একই শেয়ার ভারত ১৫ টাকা বললে ঢাকা স্টোক এক্সচেঞ্জ চিনের কাছে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়, এতেই ক্ষেপে যায় ভারত, তাদের স্টোক এডমিন তাৎক্ষণিক ঢাকায় এসে উঠে ওয়েষ্টিন হোটেলে, সেখানেই ডেকে পাঠায় ডিএসই এডমিন কে, কিন্তু ডিএসসি এডমিন সেখানে যেতে অপারগতা দেখালে পরদিন তার অফিসে ভারতীয় স্টোক এডমিন অকথ্য ভাষায় গালিগালাজ হুমকি ধমকি শুরু করে,, কিন্তু সেটা এদেশীয় কোন দালাল টেলিভিশন প্রচার করেনি...... বর্তমানে আমাদের আর কোন শত্রু নেই, একমাত্র ভারতই আমাদের এগিয়ে যাওয়ার বাধা,, ভারতকে ঘৃনা করতে শিখুন মুক্তি আসবেই.......

এই পোস্ট এর সর্বাত্মক শেয়ার চাই,,  রাজনৈতিক শিষ্টাচার কাকে বলে সেটা বেগম জিয়া দেখিয়েছেন অতীতে.....
11/02/2018

এই পোস্ট এর সর্বাত্মক শেয়ার চাই,, রাজনৈতিক শিষ্টাচার কাকে বলে সেটা বেগম জিয়া দেখিয়েছেন অতীতে.....

পিণ্ডীর জিঞ্জীর ছিন্ন করেছি দিল্লীর গোলামী করতে নয়....  https://www.rbn24.co.uk/?p=23018
10/02/2018

পিণ্ডীর জিঞ্জীর ছিন্ন করেছি দিল্লীর গোলামী করতে নয়.... https://www.rbn24.co.uk/?p=23018

নির্বাচিত কলামসাম্প্রতিকবন্দী শিবিরে একজন February 10, 2018 0 2 Share on Facebook Tweet on Twitter বন্দী শিবিরে একজন – মাহমুদুর রহমান প্রায় বছরখা....

গর্জে উঠো বিএনপি.যুবদল.ছাত্রদল ।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ও দেশ নায়ক তারেক রহমানের মিথ্যা বানোয়াট সাজার...
10/02/2018

গর্জে উঠো বিএনপি.যুবদল.ছাত্রদল ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ও দেশ নায়ক তারেক রহমানের মিথ্যা বানোয়াট সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর বিএনপি.যুবদল.ছাত্রদল ।
স্পেশালি ধন্যবাদ দেশনেত্রীর উপদেষ্ঠা প্রিয় জয়নাল আবেদীন ফারুক ভাইকে । এই বয়সে ঢাকার রাজপথে আপনার স্লোগানে স্লোগানে প্রকম্পিত করর দৃশ্য ও দুর্দান্ত স্পিরিট সত্যি আপনার প্রতি শ্রদ্ধা.ভালোবাসা অনেক গুণ বাড়িয়ে দিল ।

পুলিশ লীগের ব্যাপক বাঁধা ধরপাকড় উপেক্ষা করে রাজধানীতে বিএনপির বিশাল বিক্ষোভ
09/02/2018

পুলিশ লীগের ব্যাপক বাঁধা ধরপাকড় উপেক্ষা করে রাজধানীতে বিএনপির বিশাল বিক্ষোভ

08/02/2018

আদালতে প্রবেশ করলেন আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ।
ঢাকা আজ জনতার দখলে ।

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিএনপি মিডিয়া উইং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share