কারুবাক

কারুবাক কারুবাক সৃজনশীল বই প্রকাশনা সংস্থা

সদ্য প্রকাশিত ক্যারিয়ার বিষয়ক বই পাওয়া যাচ্ছে রকমারিতেও
24/08/2025

সদ্য প্রকাশিত ক্যারিয়ার বিষয়ক বই
পাওয়া যাচ্ছে রকমারিতেও

আপনি বই প্রকাশের কথা ভাবছেন! নির্ভুল, মানসম্মত, এবং পাঠকপ্রিয় বই প্রকাশের এখনই সময়। আগামী বইমেলায় যারা বই প্রকাশে আগ্রহী...
17/08/2025

আপনি বই প্রকাশের কথা ভাবছেন! নির্ভুল, মানসম্মত, এবং পাঠকপ্রিয় বই প্রকাশের এখনই সময়। আগামী বইমেলায় যারা বই প্রকাশে আগ্রহী- এখনই পাঠিয়ে দিন আপনার পছন্দের পান্ডুলিপিটি ।
স্বপ্ন আপনার আর বাস্তবায়নের দায়িত্ব আমাদের।

বিষয়বস্তু :
১. সৃজনশীল সাহিত্য :
গল্প, কবিতা, উপন্যাস, ছড়া, রম্য, সায়েন্স ফিকশন, নাটক ও কমিক্স।
২. প্রবন্ধ/নিবন্ধ :
মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বাংলা ও বাঙালি সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য, গবেষণাসংক্রান্ত যেকোনো বিষয়।
৩. থ্রিলার :
গোয়েন্দা, রহস্য, ফিকশন, সাসপেন্স, হরর, ও ডিটেকটিভ থ্রিলার।
৪. অনুবাদ
বিদেশি যেকোনো ভাষার বই থেকে বাংলা অনুবাদ: শিশু, কিশোর, কথাসাহিত্য ও আত্মউন্নয়ন ও ইসলামিক যেকোনো বিষয়ের লেখা।
৫. শিশু/কিশোর:
অণুগল্প, ছোটগল্প, গল্প, উপন্যাস, থ্রিলার, রহস্য, ফিকশন, রম্য, নাটক ইত্যাদি।
৬. ইসলামি
অনুবাদ, কুরআন, হাদিস,ইতিহাস,গবেষণাসহ যেকোনো লেখা
৭. বিবিধ :
ফটোগ্রাফি, সাংবাদিকতা, সিনেমা, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, মার্কেটি, স্বাস্থ্য, চিকিৎসা, বিজ্ঞান, প্রকৃতি ও খেলাধুলা।

নিয়মাবলি :
★ বাংলায় মৌলিক ও অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে।
★ যেকোনো বয়সের লেখক এতে অংশ নিতে পারবেন।
★ পাণ্ডুলিপি পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৫
★ পাণ্ডুলিপির সাথে লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি, মোবাইল নম্বর ও মেইল অ্যাড্রেস যুক্ত করতে হবে।
★ পাণ্ডুলিপির প্রথম পাতায় বিষয়বস্তু সম্পর্কে এক পৃষ্ঠায় সারাংশ লিখেতে হবে।
★ লেখা পাঠানোর সময় মেইলের সাবজেক্ট অবশ্যই উল্লেখ করতে হবে।
★ পাণ্ডুলিপি SutonnyMJ অথবা ইউনিকোড ফন্টে কম্পোজ করে সফটকপি মেইলে পাঠাতে হবে।
★ পাণ্ডুলিপি সফটকপি পাঠানোর ঠিকানা :[email protected]

বি.দ্র. সমাজ, রাষ্ট্রদ্রোহী, ধর্ম বিরোধী, নৈতিকতা ও মূল্যবোধহীন পাণ্ডুলিপি একেবারে-ই গ্রহণযোগ্য হবে না।

পুরস্কার :
★ সাত বিভাগ থেকে একটি করে মোট সাতজন এবং বইমেলা-২০২৬ বেস্টসেলার তিনজন মোট দশজনকে দেয়া হবে সম্মাননা পদক ও সনদ।
★ প্রতিযোগিতার সকল বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা হবে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
★ নির্বাচিত লেখকদের সাথে কারুবাক লিখিত প্রকাশনা চুক্তিপত্রে আবদ্ধ হবে। বিজয়ী ও নির্বাচিত সকল পাণ্ডুলিপির গ্রন্থস্বত্ব লেখকের থাকবে।

ধন্যবাদান্তে
প্রকাশক, কারুবাক
সেলফোন :01711263692, হোয়াটসআপ :01988579448

আপনি বই প্রকাশের কথা ভাবছেন! নির্ভুল, মানসম্মত, নান্দনিক এবং পাঠকপ্রিয় বই প্রকাশের এখনই সময়। আগামী বইমেলায় যারা বই প্রকা...
24/06/2025

আপনি বই প্রকাশের কথা ভাবছেন! নির্ভুল, মানসম্মত, নান্দনিক এবং পাঠকপ্রিয় বই প্রকাশের এখনই সময়। আগামী বইমেলায় যারা বই প্রকাশে আগ্রহী তাদের জন্য আমরা আয়োজন করেছ পান্ডুলিপি পুরস্কার ২০২৬। আপনি ও হতে পারেন বিজয়ীদের একজন। তাই দেরি না করে আপনার পান্ডুলিটি আজই পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।স্বপ্ন আপনার আর বাস্তবায়নের দায়িত্ব আমাদের।

বিষয়বস্তু :

১. সৃজনশীল সাহিত্য :
গল্প, কবিতা, উপন্যাস, ছড়া, রম্য, সায়েন্স ফিকশন, নাটক ও কমিক্স।

২. প্রবন্ধ/নিবন্ধ :
মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বাংলা ও বাঙালি সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য, গবেষণাসংক্রান্ত যেকোনো বিষয়।

৩. থ্রিলার :
গোয়েন্দা, রহস্য, ফিকশন, সাসপেন্স, হরর, ও ডিটেকটিভ থ্রিলার।

৪. অনুবাদ
বিদেশি যেকোনো ভাষার বই থেকে বাংলা অনুবাদ: শিশু, কিশোর, কথাসাহিত্য ও আত্মউন্নয়ন ও ইসলামিক যেকোনো বিষয়ের লেখা।

৫. শিশু/কিশোর:
অণুগল্প, ছোটগল্প, গল্প, উপন্যাস, থ্রিলার, রহস্য, ফিকশন, রম্য, নাটক ইত্যাদি।

৬. ইসলামি
অনুবাদ, কুরআন, হাদিস,ইতিহাস,গবেষণাসহ যেকোনো লেখা

৭. বিবিধ :
ফটোগ্রাফি, সাংবাদিকতা, সিনেমা, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, মার্কেটি, স্বাস্থ্য, চিকিৎসা, বিজ্ঞান, প্রকৃতি ও খেলাধুলা।

নিয়মাবলি :

★ বাংলায় মৌলিক ও অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে।
★ যেকোনো বয়সের লেখক এতে অংশ নিতে পারবেন।
★ পাণ্ডুলিপি পাঠানোর শেষ সময় ২০ আগস্ট ২০২৫
★ একজন লেখক যেকোনো ৩টি বিষয়ে পাণ্ডুলিপি পাঠাতে পারবেন।
★ টি বিভাগে একটি করে শ্রেষ্ঠ পাঁচটি পাণ্ডুলিপি কারুবাক পাবলিকেশন নিজ দায়িত্বে বইমেলা ২০২৬-এ প্রকাশ করবে।
★ পাণ্ডুলিপির সাথে লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি, মোবাইল নম্বর ও মেইল অ্যাড্রেস যুক্ত করতে হবে।
★ পাণ্ডুলিপির প্রথম পাতায় বিষয়বস্তু সম্পর্কে এক পৃষ্ঠায় সারাংশ লিখেতে হবে।
★ পাণ্ডুলিপির ফন্ট সাইজ ১২ থেকে ১৩ ফন্টে রাখতে হবে।
★ লেখা পাঠানোর সময় মেইলের সাবজেক্ট অবশ্যই উল্লেখ করতে হবে।
★ পাণ্ডুলিপি SutonnyMJ অথবা ইউনিকোড ফন্টে কম্পোজ করে সফটকপি মেইলে পাঠাতে হবে।
★ পাণ্ডুলিপি সফটকপি পাঠানোর ঠিকানা :[email protected]

বি.দ্র.সমাজ, রাষ্ট্রদ্রোহী, ধর্ম বিরোধী, নৈতিকতা ও মূল্যবোধহীন পাণ্ডুলিপি একেবারে-ই গ্রহণযোগ্য হবে না।

পুরস্কার :

★ সাত বিভাগ থেকে একটি করে মোট সাতজন লেখকের পাণ্ডুলিপি প্রকাশনা নিজ দায়িত্বে প্রকাশ করবে। বইমেলা-২০২৬ শেষে বিজয়ী লেখকদের সাতজন ও বেস্টসেলার তিনজন মোট দশজনকে দেয়া হবে সম্মাননা পদক ও সনদ।
★ প্রতিযোগিতার সকল বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা হবে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
★ নির্বাচিত লেখকদের সাথে কারুবাক লিখিত প্রকাশনা চুক্তিপত্রে আবদ্ধ হবে। বিজয়ী ও নির্বাচিত সকল পাণ্ডুলিপির গ্রন্থস্বত্ব লেখকের থাকবে।

এছাড়া যেকোনো লেখক প্রেসের খরচে বইমেলা-২৬ এ নিজের একক গ্রন্থ প্রকাশ করতে পারবেন।

ধন্যবাদান্তে
প্রকাশক
কারুবাক

ড. আনোয়ারুল করীমের সর্বশেষ গ্রন্থ ও কিছু কথাবিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিধ, ড. আনোয়ারুল করীম স্যার আর নেই এটা সহজেই মেনে...
04/06/2025

ড. আনোয়ারুল করীমের সর্বশেষ গ্রন্থ ও কিছু কথা

বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিধ, ড. আনোয়ারুল করীম স্যার আর নেই এটা সহজেই মেনে নিতে কষ্ট হচ্ছে। স্যারের সঙ্গে আমার ৫-৬ বছর আগে থেকে পরিচয়। হঠাৎ একদিন আমার কারুবাক শোরুমে এসে পরিচিত হলেন। আমার বাড়ি খুলনা শুনে উনি আমাকে জড়িয়ে ধরে ওনার খুলনায় থাকাকালীন স্মৃতিচারণ করলেন। একটা বইয়ের পান্ডুলিপি ও আমাকে দিলেন, আমার প্রকাশনা থেকে প্রকাশের জন্য। ‘বাউল গানের শিল্পতত্ব’ বইটি আমি প্রকাশ করি। বইটি দেখে স্যার ভীষণ খুশি হলেন। তারপর আরও একটি বইয়ের পান্ডুলিটি দিলেন ‘A Gift or themagai to the West’। বইটিতে রবীন্দ্রনাথের হাতের লেখা একটি চ্যাপ্টার জুয়ে ছিল। যা দেখ বইটি আমি আরও যত্ন করে প্রকাশ করি। সেই থেকে স্যারের সঙ্গে আমার সম্পর্কের সূত্র।

এরপর স্যারের আরও ৫টি বই আমি প্রকাশ করেছি। প্রতিটি বই আমার কাছে মহামূল্যবান মনে হয়েছে। ওনার মতো একজন জ্ঞানী মানুষের বই প্রকাশ করে নিজেকে ধন্য মনে করি। আরও অনেক পান্ডুলিপি আমাকে দিয়েছেন কিন্তু ডিজাইন করার পরে হয়তো ওনার মত পাল্টে গেছে...। এমনও হয়েছে একটা বই ছয়বার মেকাপ করেছি। তাই স্যারের বই করতে না চাইলে কাছে এসে জড়িয়ে ধরে বলতেন, ‘তুমি আমার ছেলের মতো, কিচ্ছু মনে করা যাবে না; আমার বয়স হয়েছে’। সব ভুলে আবারও কাজ শুরু করতাম নতুন পান্ডুলিপি নিয়ে...।

ভীষণ খোলামেলা প্রাণবন্ত শিশুর মতো মানুষ ছিলেন। আমার কষ্ট হলেও টু শব্দটি করিনি। জানতাম এ বয়সে তো উনি শিশুই। ভরাট কণ্ঠের অধিকারী ছিলেন। কারুবাকে ঢোকার আগেই দূর থেকে বলতেন ‘কফি খাব’। যতোক্ষণ থাকতেন কারুবাক মাতিয়ে রাখতেন। মানুষকে খাওতেও বেশ পছন্দ করতেন। নতুন বই প্রকাশ হলে স্যার খুশিতে আত্মহারা হয়ে যেতেন। যাকেই সামনে পেতেন তাকেই খাওয়াতেন।

জীবেনের শেষ দিনটি পর্যন্ত কাজের প্রতি ছিল প্রবল আকর্ষণ। এ বয়সে এসেও উনি স্বপ্ন দেখতেন ফোক নিয়ে কাজ করার। অফিস করবেন, সেখানে থাকবো সব ফোকলোর জিনিসপত্র। আমি বিস্ময় হয়ে মুনতাম আর ভরসা দিতাম এই দেখছি আপানার জন্য একটা রুম, যেখানে আপপি লেকচার দিবেন, বা ম্যাগাজিন প্রকাশ করবেন ইত্যাদি এত্যাদি। আমিও শুধু সায় দিয়ে গেছি।
স্যারের শেষ বই ‘Lalon Shah: The Great Sufi Baul of the eat’ বেশ কিছুদিন ধরে কাজ করছি। বইটি গত মেলায় আনতে চেয়েছিলাম। মেকাপ করে যখন স্যারকে দেখাই নতুন করে আরও কিছু সংযোগ করে দেয়, তারপর আবাও নতুন করে মেকান করে স্যারকে দেখালাম। এবারও রীতিমতো পরিবর্তন হলো। এভাবেই চলছিল বইয়ের কাজ। স্যার যখন কোন বইয়ের কাজ করতেন তখন সেটা নিয়ের ছিল তার স্বপ্ন, ধ্যান জ্ঞান। বার বার ফোন দিতেন। আমি খুব ইনজয় করতাম। কথাগুলো বলতে পেরে হযতো খুব খুশিও হতেন। পান্ডুলিপি দিয়েই স্যার অস্থির হয়ে পড়তেন, বই দেখার জন্য। সৃষ্টির প্রতি ছিল তার অঘাত দরদ। শেষ বইটা দেখার জন্যও ভীষণ অীস্থর হয়ে পড়েছেন বই দেখার জন্য। বললেন, আমার শরীরটা ভালো যাচ্ছে না। আমি বইটার একটা কপি বাঁধাই করে স্যারকে পাঠালাম। স্যার বইটা দেখে এতোই খুশি হয়েছেন যে, ফোনে কথা শেষ হচ্ছিল না। দীর্ঘক্ষণ আলাপ করলেন বইটি নিয়ে। তারপর রীতিমতো বইয়ের উপর প্রুফ দেখা শুরু করলেন। নিজ এলকায় গিয়েও বইটি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। তারপর বইটি নিয়ে আমার কারুবাকে হাজির।

এটাই ছিল কারুবাকে স্যারের শেষ পদধুলি। একদিন পর স্যারের ছেলের ফোন, আব্বু ভীষণ অসুস্থ হাসপাতালে। আমি সকালে স্যারের পিএসকে ফোন দিয়ে জানতে পারি- ‘স্যার এখন একটু ভালো, দেখা করতে এলো ১২টা অথবা সন্ধ্যা ৭টা পরে। সকালে আমি রেডি হই। হঠাৎ বৃষ্টি আর যাওয়া হলো না। ভাবলাম সন্ধ্যায় যাব। দুপুরের দিকে জানতে পারলাম স্যার আর নেই...

স্যারে নেই। ভীষণ শুণ্যতা অনুভব করছি। শিশুকালে বাবা হারানো ছেলেটিকে আর বলবে না, ‘আমি তোমার বাবার মতো, আমার ওপর রাগ করা চলবে না’। তখন হয়তো সত্যিই ভুলে যেতাম বাবা হারানো কষ্টটা।
আর কখনো এভাবে পাবো না আনোয়ারুল করীম স্যারের ভালোবাসা। তবে শান্ত্বনা এটু যে স্যারের শেষ বইটাও নিজে চোখে দেখে যেতে পারলেন। তা না হলে এ কষ্টাটা আমাকে বয়ে বেড়াতে হতো সারাজীবন।
স্যার যেখানে থাকুন ভালো থাকুন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক প্রো ভাইস চেন্সেলর ও বর্তমানে- ডীন প্রায় অর্ধশত বইয়ের লেখক, প্রফেসর Anwarul Karim স...
31/05/2025

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক প্রো ভাইস চেন্সেলর ও বর্তমানে- ডীন প্রায় অর্ধশত বইয়ের লেখক, প্রফেসর Anwarul Karim স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন। দোয়া করি, আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুন

কবিতা সর্বত্রগামী। কবিতা মানে জীবনের কথকতা। কবিতারও রয়েছে বহুমাত্রিক শিল্পরূপ। রয়েছে সামাজিক দায়বদ্ধতা। ঝর্না রহমানের ‘ন...
25/05/2025

কবিতা সর্বত্রগামী। কবিতা মানে জীবনের কথকতা। কবিতারও রয়েছে বহুমাত্রিক শিল্পরূপ। রয়েছে সামাজিক দায়বদ্ধতা। ঝর্না রহমানের ‘না-ঘুমোনো চোখের মতো শব্দগুলো’ কাব্যগ্রন্থের কবিতাগুলো মূলত উৎসারিত হয়েছে ওই সামাজিক দায়বদ্ধতা থেকে। কখনো কখনো কোনো কবিতা সোসালিস্ট রিয়ালিজমের প্রচ্ছায়ায় রচিত হওয়া সত্ত্বেও কবির কাব্যবোধ ও নন্দনতাত্ত্বিক শিল্পরুচির ফলে তা শিল্পরসোত্তীর্ণ হয়েছে। এ গ্রন্থের কবিতাগুলোকে দেখতে হবে মাল্টিফোকাল আলোকসম্পাতে। তা হলেই বোঝা যাবে এখানে অন্তঃস্রোতে বয়ে চলেছে বহুমাত্রিক শিল্পের সুষমা। ঝর্নার ক্যানভাসটিরও কোনো সীমান্ত নেই। বিশাল বর্ণাঢ্য এই ক্যানভাসে একাধারে ধরা পড়েছে মহাসাগরের বিশালতা, ঝর্নাধারার ক্ষীণকায় স্রোত, উত্তুঙ্গ পাহাড় আর দিগন্তজোড়া সবুজ প্রান্তর। যেমন বিষয়বৈচিত্র্যে, শব্দযোজনার প্রকৌশলে, তেমনি উপমা-উৎপ্রেক্ষার নান্দনিকতায় কাব্যগ্রন্থটি অভিনবত্বের দাবি করতে পারে।
নূহ-উল-আলম লেনিন

24/05/2025
26/03/2025

Gen-Z দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব এবং সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ কথা

আগামী বইমেলায় আমরা সায়েন্স ফিকশন, অনুবাদ, মোটিভেশনাল, হরর, থ্রিলার, রুপকথা, গল্প-উপন্যাস, কবিতাসহ বেশকিছু পাঠকপ্রিয়  বই ...
23/03/2025

আগামী বইমেলায় আমরা সায়েন্স ফিকশন, অনুবাদ, মোটিভেশনাল, হরর, থ্রিলার, রুপকথা, গল্প-উপন্যাস, কবিতাসহ বেশকিছু পাঠকপ্রিয় বই প্রকাশ করতে চাই। যৌথ অথবা একক বই প্রকাশে আগ্রহী হলে আপনিও ন্ডুলিপি পাঠিয়ে দিন। আগামী বইমেলা সামনে রেখে এখনই আমরা শুরু করতে চাই । তবেই সম্ভব একটি নিভুল, প্রিমিয়াম কোয়ালিটির পাঠকপ্রিয় বই প্রকাশ করা। আপনিও আপনার বই প্রকাশের চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে পারেন আমাদের সঙ্গে।
স্বপ্ন আপনার আর বাস্তবায়নের দায়িত্ব আমাদের।
যোগাযোগ-
২৮ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স
২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা-১২০৩
মোবইল : 01711263692, হোয়াটসঅ্যাপ : 01988579448
ই-মেইল : [email protected]

Address

Showroom No-28, Concord Emporium Shopping Complex, (Basement) 253-254, Drive Kudrat-E-Khuda Road, Kataban
Dhaka
1205

Opening Hours

Monday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when কারুবাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category