মামা বাড়ির আবদার Mamabarirabdar

মামা বাড়ির আবদার Mamabarirabdar An Experience That Changed My Life Essay | Life Changing Experiences, Long and Short Essays on Life

সকালে ছিল বাবা মায়ের সোনা-মানিক, বিকালবেলা হয়ে গেলো বেওয়া'রিশ লা'শ।💔😭
21/07/2025

সকালে ছিল বাবা মায়ের সোনা-মানিক, বিকালবেলা হয়ে গেলো বেওয়া'রিশ লা'শ।💔😭

08/07/2025
🟥🟩 এই ছবিটি বড় ম্যাসেজ দিয়ে যায় আমাদের।মর্গে শুয়ে থাকা দুই ইঞ্জিনিয়ারের সাথে আজিজ / সোনালী বিড়ি খোর অথবা ডার্বি সিগারেট ...
02/07/2025

🟥🟩 এই ছবিটি বড় ম্যাসেজ দিয়ে যায় আমাদের।

মর্গে শুয়ে থাকা দুই ইঞ্জিনিয়ারের সাথে আজিজ / সোনালী বিড়ি খোর অথবা ডার্বি সিগারেট খাওয়া শ্রমিকটিও শুয়ে আছে৷ সবার আগে বড় স্যারের আসন পাওয়ার কথা থাকলেও- মূল আসনে শুয়ে আছেন শ্রমিক আর সাইট ইঞ্জিনিয়ার।
বড় স্যারের জায়গাই হয়নি, তাকে স্ট্রেচারেই শুইয়ে রাখা হয়েছে।
অথচ কেউ জেষ্ঠ্যতার পালাক্রমের জন্য / সম্মানের জন্য হানাহানি চিৎকার কিছুই করছে না৷ সব অহংকার এখানেই শেষ! কেউ বলতেও আসছেনা ❝‘স্যারকে সিটটা ছেড়ে দে- তোর কত্ত বড় সাহস! সালা ডার্বি খোর লেবার! স্যারের সিটে শুয়ে আছিস!?❞ কেউ সাইট ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে বলছে না ❝তুমি কেমন পড়াশোনা করেছো- দু কলম পড়ালেখা শিখে বড্ড অহংকার হয়েছে তোমার! সিনিয়রদের সম্মান দিতে ভুলে গেছো? ❞

নিজেকে নিয়ে আমার বড্ড মায়া হয় আহারে 😭 জানিনা অজ্ঞতাবশত কত মানুষের সাথে অহংকার করে ফেলেছি৷ বিশাল আকাশের মালিকের কাছে ক্ষমা চাই৷ ক্ষমা চাই অহংকারের চাদরের মালিকের কাছে 🤲

🖼 ছবি : যশোরের সার্কিট হাউজপাড়ায় বহুতল ভবন থেকে পড়ে দুই ইঞ্জিনিয়ার ও এক শ্রমিক নি’হ’ত ।

রাজুতে এসে কতো ছেসড়া নেতা হয়ে গেছে দেশ পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে। কিন্তু রাজুর ময়লা কেউ পরিস্কার করে না। এইতো গত...
29/06/2025

রাজুতে এসে কতো ছেসড়া নেতা হয়ে গেছে দেশ পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে। কিন্তু রাজুর ময়লা কেউ পরিস্কার করে না।

এইতো গতবছরের কথা রাজু তো মামা বাড়ির মতো ছিলো দিন নাই রাত নাই রাজুতে সবার ডাক পড়তো ।

এখন আর কেউ আদর করে বলেনা এই রাজু তে আয়।

#রাজুভাস্কর্য_টিএসসি

মহল্লার চায়ের দোকান এই টা তো আর ও টা আবদারের যায়গা।মামার অভিযোগ চা সিগারেট খুব চাহিদা কিন্তু টাকা দিতে চাই না। নগদে বা...
16/10/2024

মহল্লার চায়ের দোকান এই টা তো আর ও টা আবদারের যায়গা।

মামার অভিযোগ চা সিগারেট খুব চাহিদা কিন্তু টাকা দিতে চাই না।

নগদে বাকি খেয়ে আগামীকালের কথা বলে চলে যায় সবাই।

16/09/2024

বন্যার তোদের জন্য টাকা উঠিয়ে ।

নিজের একাউন্টে রেখে দিয়েছেন বাংলাদেশের মোড়োল রা ।😃

14/09/2024

i phone 16 মেয়েরা বেশি কিনতে পারবে না একথা বলার কারণ কি কারণটা হচ্ছে iphone ১৫ যখন আসছিলা তখনই দেশে অনেক সুগার ড্যাডি ছিলো। 🤔🤔🤔

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে টেলিফোন সুবিধা চালু হয় ১৪ই ফ্রেব্রুয়ারি ২০২০ সালে!শাহজালাল আন্তর্জাতিক বিম...
01/09/2024

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে টেলিফোন সুবিধা চালু হয় ১৪ই ফ্রেব্রুয়ারি ২০২০ সালে!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রী ইন্টারনেট সুবিধা চালু হয় ১৯ই সেপ্টেম্বরে ২০২৩ সালে!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বৃদ্ধি করে যাত্রীদের আগেই লাগেজ বেল্টে দ্রুত আসার ব্যাবস্থা চালু হয় ৩রা অক্টোবর ২০২২ সালে!

আর এক দল বলছে গতকালকে এ সকল কিছু তারা প্ৰথম চালু করেছে ...

মামা বাড়ির আবদার

27/08/2024

আসলেই জীবনটা মাটির চুলার মতন! বাঁশ একটা শেষ না হতেই আরেকটা রেডি।

শাহবাগ যেনো মামা বাড়ি।
27/08/2024

শাহবাগ যেনো মামা বাড়ি।

27/08/2024

মামার বাড়িতে আবদার জানানোর জন্য এখন চৌকিদার রাও মামার কাছে আবদার করতিছে ।

রাতে চৌকিদার 🤔 নাকি চৌকিদার লীগ ??

শাহবাগে একদিকে স্লোগান দেয় তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি ! আর একদিকে থেকে স্লোগান দেয় তুমি কে আমি কে প্যাটেল প্যাটে...
27/08/2024

শাহবাগে একদিকে স্লোগান দেয় তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি ! আর একদিকে থেকে স্লোগান দেয় তুমি কে আমি কে প্যাটেল প্যাটেল 🤔🤔

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মামা বাড়ির আবদার Mamabarirabdar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share