Md. Aynul Islam

Md. Aynul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Aynul Islam, Digital creator, Dhaka.

21/05/2025
26/11/2024
02/10/2024

"পৃথিবী বদলে গেছে
বদলে গিয়েছো তুমি
বদলাইনি
বদলাইনি
শুধু আমি "

© জেমস

চমৎকার নতুন পাঁচটি প্রযুক্তি সময়ের আবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী। প্রযুক্তির এই যুগে পৃথিবীকে এগিয়ে নিতে ও মানুষের কাজকে সহ...
31/07/2024

চমৎকার নতুন পাঁচটি প্রযুক্তি

সময়ের আবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী। প্রযুক্তির এই যুগে পৃথিবীকে এগিয়ে নিতে ও মানুষের কাজকে সহজ করতে প্রতিনিয়ত বাজারে আসছে নতুন নতুন প্রযুক্তি। আজকের এই প্রতিবেদনে চমৎকার পাঁচটি নতুন প্রযুক্তি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।

১. চশমায় স্মার্টফোন

গুগল একটি পণ্য নিয়ে এসেছে যার নাম গুগল গ্লাস। এটি আসলে চশমার আদলে স্মার্ট ফোন। চশমার কাচে ফোনের যাবতীয় ডিসপ্লে দেখা যায় ও মুখে বলার সাথে সাথে ফোন তার কাজ করতে পারে। হাতের ব্যবহার ছাড়াই স্মার্টফোন ব্যবহারের সর্বোচ্চ সুবিধা রয়েছে এতে। এই চশমা ব্যবহারের মাধ্যমে একই সাথে দেখা, যোগাযোগ ও নির্দেশনার কাজ করা যায়।

২.পোষা কুকুরের মন জানার ডিভাইস

বর্তমান যুগে অসংখ্য মানুষ কুকুর পুষতে পছন্দ করে৷ মানুষ ভাষার মাধ্যমে মনের কথা প্রকাশ করতে পারলেও সেটি কুকুর পারে না। কুকুরের মনের কথা বুঝতে "No More Wolf" কোম্পানি তৈরি করেছে একটি ডিভাইস এটি প্রাণীদের ভাবনাকে ইংরেজিতে অনুবাদ করতে সক্ষম। এর মাধ্যমে জানতে পারবেন আপনার কুকুরটি ক্ষুধার্ত, ক্লান্ত না উত্তেজিত।

৩. ডিজিটাল ট্রান্সলেটর

ভক্সটেক কোম্পানির আবিষ্কৃত ফ্রেজলেটর পি-২ এক লাখেরও বেশি ইংরেজি শব্দ ৭০টি ভিন্ন ভাষায় অনুবাদ করতে সক্ষম। এটি পর্যটক বা ভ্রমণকারীদের সুবিধা দিতে সক্ষম। একইসঙ্গে বিভিন্ন পেশাসহ জরুরি মেডিসিন সরবরাহ, সেনাবাহিনী, আইন প্রয়োগকারীদের জন্যেও ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমানে এটির বাজারমূল্য প্রায় ১০৫০ ডলার।
তবে বর্তমানে গুগলের অনুবাদক এপস সহ আরো অনেক উন্নত ডিভাইস বাজারে এসেছে।

৪. হেডফোন বুঝে মন

নিউরো ওয়্যার তৈরি করেছে মাইকো হেডফোন। এতে রয়েছে একটি সেন্সর যা কিনা শ্রোতার মানসিক অবস্থা বুঝতে পারে। এই হেডফোন তিন ধরনের মুড বুঝতে পারে—বিষণ্ণতা, ক্লান্তি ও দুশ্চিন্তা। শ্রোতার মানসিক অবস্থার ধরন বুঝে নিজেই উপযোগী গানটি প্লে করতে সক্ষম এই হেডফোন।

৫.সয়ংক্রিয়ভাবে চালিত গাড়ি

বর্তমানে অনেক কোম্পানিই স্বয়ংক্রিয়ভাবে চলতে পারা গাড়ি তৈরি করছে। আমেরিকান অটোমোটিভ অ্যান্ড এনার্জি স্টোরেজ কোম্পানি টেসলা মোটরস সম্প্রতি একটি গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে যাতে ব্যবহৃত হয়েছে মডেল এস সফটয়্যারের নতুন সংস্করণ। এই সফটয়্যারটি সংকীর্ণ রাস্তায় গাড়ি চলাচল, গতি নিয়ন্ত্রণ ও আশেপাশের গাড়ি থেকে দূরত্ব বজায় রাখতে সাহায্য করবে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট

08/02/2024

বর্তমান ঘুগের মেয়েরা ফেইসবুকের ফ্রেন্ড রিকুয়েষ্ট কে প্রেমের প্রস্তাব ভাবে।

📌 Stand Up Comedy





Address

Dhaka

Telephone

01788519536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Aynul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share