Urmi - সাঈদ

Urmi - সাঈদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Urmi - সাঈদ, Video Creator, Dhaka.

পৃথিবীতে মৃত্যু ছাড়া শেষ বলে কিছু নেই। যতক্ষণ জীবন ততক্ষণ পরিশ্রম, ধৈর্য, চেষ্টা। তবেই মিলবে সোনার হরিণ সফলতা। সবার জন্য শুভকামনা ও দোয়া 🤲

চলুন চেষ্টা করা যাক একসাথে....

এখন বুঝি মা কেন ভুল, ত্রুটি, দোষ অন্যের থাকলেও আমাকে কেন পিটাইতো!হ্যাঁ, সত্যিই সুশিক্ষা আর কুশিক্ষা বলে একটা ব্যাপার রয়ে...
30/06/2025

এখন বুঝি মা কেন ভুল, ত্রুটি, দোষ অন্যের থাকলেও আমাকে কেন পিটাইতো!
হ্যাঁ, সত্যিই সুশিক্ষা আর কুশিক্ষা বলে একটা ব্যাপার রয়েছে।

শিক্ষা মূলত মা এর কোল থেকেই মানুষ শিখে এবং সেই শিক্ষার প্যাক্টিস চলতে থাকে আজীবন।

আমার জীবনের কোন শিক্ষাই ভুল ছিলোনা।

আল্লাহ চাইছেন জন্য সব কিছু হয়েছে।

আর উসিলা করে ছিলেন আমার মা এবং বড় ভাইকে। যাদের দেখেই, যাদের শেখানো তে আমার শেখা! আজকাল দারুণ লাগে যখন মনে হয় ভুল জায়গায় আমার জন্ম হয়নাই।

আলহামদুলিল্লাহ
আল্লাহতালার দরবারে লাখো কোটি শুকরিয়া আমি এমন একটা পরিবারে জন্ম নিতে পেরেছি।

28/06/2025

আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই?

15/06/2025
🦅সে চাইলে তার ডানা মেলে দিতে পারত, পালিয়ে যেতে পারত, নিজেকে বাঁচাতে পারত।কিন্তু সে তা করেনি। এমনকি সে নিজেকে রক্ষা করার...
09/06/2025

🦅সে চাইলে তার ডানা মেলে দিতে পারত, পালিয়ে যেতে পারত, নিজেকে বাঁচাতে পারত।

কিন্তু সে তা করেনি। এমনকি সে নিজেকে রক্ষা করার চেষ্টাটাও করেনি। নিশ্চিত মৃত্যু জেনেও সে ঠিক সেখানটাতেই থেকে গিয়েছিল — তার সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর পাশে!

পাখিদের মধ্যে এই প্রবৃত্তি তাদের Gene এর গভীরে প্রোথিত। ইনকিউবেশন বিহেভিয়ার (ডিমে তা দেওয়ার সময় মা পাখির আচরণ) এর জন্য দায়ী প্রোল্যাকটিন হরমোন প্রজনন ঋতুতে মা পাখির মস্তিষ্কে প্রবেশ করে। এই পদার্থটি কেবল তাদের বাসা তৈরি করতে এবং ডিম গরম করতেই চালিত করে না, আসন্ন বিপদের মুখে বাচ্চাদের রক্ষা করতেও ভূমিকা রাখে।

আমরা মানুষেরা যেমনটা বুঝি, তারা তেমন ভালোবাসা অনুভব করে না, বরং তারা জরুরি পরিস্থিতি, কর্তব্য এবং আরও গভীর কিছু অনুভব করে। সেভাবেই তাদের জেনেটিক প্রোগ্রামিং করা। তাদের প্রজাতির ভবিষ্যৎ রক্ষা করার জন্য তারা সবকিছু করতে পারে, এমনকি যদি এর জন্য মৃত্যুর মুখোমুখি হতে হয়, তা-ও।

ছাইয়ের মধ্যে থাকা ওই ছোট্ট শরীরটি কেবল একটি পাখির নয়, এটি একটি মায়ের।

সে প্রকৃতির একজন বেনামি নায়িকা, যে একমাত্র কাজটিই করেছিল যা সে জানত, আর তা হলো তার সবচাইতে মূল্যবান জিনিসগুলোর যত্ন নেওয়া।

একজন মা তার সন্তানকে পৃথিবীর সামনে তুলে ধরতে এবং চারপাশের বিপদ থেকে রক্ষা করতে ঠিক কি পরিস্থিতির মধ্য দিয়ে যায় তা আমরা বুঝতে পারি না — বোঝা সম্ভবও না! সেই সকল মায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা যারা তাদের সন্তানের কথা ভেবে নিজেকে বিসর্জন দিতেও দ্বিধা করেনি।

ঝড় হয়ে দেবো সব ধ্বংস করে 🥀
09/06/2025

ঝড় হয়ে দেবো সব ধ্বংস করে 🥀

26/05/2025
দেখুন 60 দিনে সফল চ্যালেঞ্জ কিন্তু  নিয়ে নিয়েছি ...
26/05/2025

দেখুন 60 দিনে সফল চ্যালেঞ্জ কিন্তু নিয়ে নিয়েছি ...

শুভ সকাল
25/05/2025

শুভ সকাল

একজন সহজ-সরল মানুষ।যার জীবনের গল্পটা শহরের কোলাহলে কখনো শোনা যায় না।এই মানুষটি হয়তো কোনোদিন আপনার নিউজফিডে আসার কথা ছি...
24/05/2025

একজন সহজ-সরল মানুষ।
যার জীবনের গল্পটা শহরের কোলাহলে কখনো শোনা যায় না।

এই মানুষটি হয়তো কোনোদিন আপনার নিউজফিডে আসার কথা ছিল না।
কিন্তু এদের হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো কষ্ট, না বলা গল্প।

সে কোনো দিন অফিসে কাজ করেনি,
কোনো এয়ারকন্ডিশন রুমে বসেনি,
তবুও প্রতিদিন পরিশ্রম করে গেছে—শুধু পরিবারের মুখে একটুখানি হাসি ফোটাতে।

আসল নায়ক কখনো ক্যামেরার সামনে থাকে না,
তারা থাকে মাটির গন্ধে, ঘামে ভেজা সার্টে, নিঃশব্দ ভালোবাসায়।

আপনি যদি এই বাস্তব নায়কদের সম্মান করেন, তাহলে এই পোস্টটা শেয়ার করে ছড়িয়ে দিন—
কারণ, ভালোবাসা ছড়ালে তবেই তো পৃথিবীটা একটু সুন্দর হবে!

#সহজমানুষ
#গ্রামেরগর্ব
#পরিশ্রমীরসম্মান

#ভালোবাসারমানুষ

#ভাইরাল_হোক_মানবতা

জেনে নিন!আজ থেকেই ইনকাম শুরু করুন ৫টি অজানা কিন্তু রিয়েল মোবাইল ইনকামের উপায় (New & Unique)১. Phone Farming – Passive ইন...
24/05/2025

জেনে নিন!
আজ থেকেই ইনকাম শুরু করুন
৫টি অজানা কিন্তু রিয়েল মোবাইল ইনকামের উপায় (New & Unique)

১. Phone Farming – Passive ইনকামের গোপন রহস্য!

কাজ: মোবাইলে অটো ভিডিও/অ্যাড চলিয়ে পয়েন্ট জমান

অ্যাপ: CashMagnet, Mode Earn App

ইনকাম: ফোন বসিয়ে রাখলেই টাকা জমবে!

টিপস: পুরনো ফোন থাকলে কাজে লাগান, একসাথে ২–৩টা ফোন চালালে ইনকাম বাড়ে!

২. AI Voice Recording Job – নিজের কণ্ঠে আয় করুন

কাজ: মোবাইলে কিছু শব্দ বা বাক্য রেকর্ড করা

সাইট: Lionbridge, Telus International, Appen

ইনকাম: প্রতি প্রজেক্টে ২০–৫০ ডলার পর্যন্ত

টিপস: Clear voice আর মোবাইলের Mic হলেই যথেষ্ট!

৩. Screenshot Tasking – স্ক্রিনশট নিয়ে টাকা আয়!

কাজ: মোবাইল অ্যাপের স্ক্রিনশট নিয়ে নির্দিষ্টভাবে সাবমিট করা

অ্যাপ/সাইট: uTest, Testbirds

ইনকাম: প্রতি টাস্কে ১–৫ ডলার

টিপস: মোবাইল ইউজ করতে পারলেই পারবেন!

৪. Audiobook Narration (বাংলা বা ইংরেজিতে)

কাজ: গল্প বা বই পড়ে রেকর্ড করে অডিও বানানো

সাইট: ACX.com, Fiverr, Upwork

ইনকাম: প্রতি ঘন্টায় ৩০–১০০ ডলার

টিপস: যারা গল্প বলতে পারেন, তাদের জন্য একদম পারফেক্ট!

৫. Custom Keyboard Making (চ্যাট প্রেমিদের জন্য)

কাজ: Own মোবাইল কীবোর্ড বানিয়ে Play Store বা বিক্রি করা

অ্যাপ: Keyboard Designer, Kika Studio

ইনকাম: Ads + Custom Buy

টিপস: ভালো ডিজাইন হলে viral keyboard app বানিয়ে ইনকাম করতে পারবেন।

Mode Earn App দিয়ে গান শুনেও ইনকাম করা যায়!
একইসাথে Step Counter দিয়ে হাঁটলেও টাকা দেয়।



পোস্টটি শেয়ার করুন — আপনার বন্ধুদেরও জানাতে ভুলবেন না!

সে আমাদের গ্রামের একজন নিরব যোদ্ধা।না, তার কাছে আধুনিক প্রযুক্তি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, বড় কোন স্বপ্নও নেই—আছে শুধু...
24/05/2025

সে আমাদের গ্রামের একজন নিরব যোদ্ধা।

না, তার কাছে আধুনিক প্রযুক্তি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, বড় কোন স্বপ্নও নেই—আছে শুধু শ্রম, পরিশ্রম আর পরিবারের মুখে হাসি ফোটানোর এক অদম্য ইচ্ছা।

গরমে, রোদে, বৃষ্টিতে—কখনও ক্লান্ত হয় না সে। কারণ, তার ক্লান্তি মানেই পরিবারের অভুক্ত থাকা।
এই মানুষগুলোর ঘামেই তো গড়ে ওঠে আমাদের শহর, সভ্যতা আর সমৃদ্ধি।

একবার তো ভাবি, ওরা কেমন আছে? কেউ খোঁজ নেই না!
তবুও মুখে হাসি, বুকে সাহস—এই মানুষগুলোর কারণেই তো এখনও মানবতা বেঁচে আছে।

শ্রদ্ধা এই সব মানুষের প্রতি। আপনি যদি সম্মান করেন, একটা হৃদয় থেকে রিয়্যাক্ট দিন।

#গ্রামেরমানুষ
#শ্রমিক_সম্মান_চাই
#মানবতারচিত্র
#ভালোবাসারমানুষ



#ভাইরাল_হোক_ভালোবাসা

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmi - সাঈদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share