Urmi - সাঈদ

Urmi - সাঈদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Urmi - সাঈদ, Video Creator, Dhaka.

পৃথিবীতে মৃত্যু ছাড়া শেষ বলে কিছু নেই। যতক্ষণ জীবন ততক্ষণ পরিশ্রম, ধৈর্য, চেষ্টা। তবেই মিলবে সোনার হরিণ সফলতা। সবার জন্য শুভকামনা ও দোয়া 🤲

চলুন চেষ্টা করা যাক একসাথে....

23/09/2025

আরও কমলো LPG গ্যাসের দাম, নতুন দাম কত

বিশিষ্ট পাট ব্যবসায়ী মাসুম বিল্লাহ iphone 17 pro max কিনতে বাঘা বাজারে গেলেন।
23/09/2025

বিশিষ্ট পাট ব্যবসায়ী মাসুম বিল্লাহ iphone 17 pro max কিনতে বাঘা বাজারে গেলেন।

নিজেকে লুকিয়ে ফেলতে আর কত দেরি পাঞ্জেরি?
22/09/2025

নিজেকে লুকিয়ে ফেলতে আর কত দেরি পাঞ্জেরি?

এ জীবনে বহুবার হেরেছিঅনেক স্বপ্ন ভেঙেছেনিজেকেই হারিয়ে ফেলেছিকিন্তু আমি থেমে যায়নি। আমি থেমে যাবার মানুষ না। আমাকে চলতে...
22/09/2025

এ জীবনে বহুবার হেরেছি
অনেক স্বপ্ন ভেঙেছে
নিজেকেই হারিয়ে ফেলেছি

কিন্তু আমি থেমে যায়নি।

আমি থেমে যাবার মানুষ না।
আমাকে চলতে হবে

দিগন্তের মরীচিকার দিকে তাকিয়ে আমাকে চলতে হবে। মরীচিকা হোক আর আলেয়ার আলো হোক আমি চলবো, আমি ছুটবো। কিছু না পেলেও চলবে....
সমস্যা নাই

21/09/2025

এটা জরুরী না যে
শুধু ভুল করলেই শাস্তি পেতে হয়
মাঝে মাঝে প্রয়োজন এর চেশে বেশি ভালো হলে শাস্তি পেতে হয়

এই নাকি ১০ টাকার বাদাম
19/09/2025

এই নাকি ১০ টাকার বাদাম

19/09/2025

মাথা ঠিক নাই
যেকোনো সময় বিয়ে করে ফেলতে পারি

সকালে একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।🥺🥺তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খা...
18/09/2025

সকালে একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।🥺🥺

তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খাদ্য-পানের ব্যাপারে প্রশ্ন করলে বাচ্চাদের মা বলেন, বাচ্চারা বাইরে থেকে কিছু খায়নি, কিন্তু ঘুমানোর সময় প্রতিদিনের মত আজও এক গ্লাস করে দুধ দেওয়া হয়।

ফ্রিজে দুধের পাত্র পরিদর্শন করলে পাত্রের নীচে ৩/৪ ইঞ্চি বিষধর সাপের এই বাচ্চাটি মৃত অবস্থায় পাওয়া যায়।
ফ্রিজে গিয়ে দুধের জগেই পড়ল কিভাবে??? পরিবারের কথা মনে পড়ে সব্জি বাজার থেকে শাক এনে শাকের বান্ডিল না খুলে ফ্রিজে রেখেছিল।

সম্ভবত সাপের বাচ্চা শাকের বান্ডিল থেকে বেরিয়ে দুধের জগে পড়েছিল। শিশুদের মৃত্যুর কারণ স্পষ্ট, কিন্তু পরিবারের দুটি সন্তান হারিয়েছে।
তাই ফ্রিজে কিছু রাখার সময় শাক, সবজি ও খাবার অন্যান্য জিনিস থেকে খুব সতর্ক থাকা উচিত।

ফ্রিজ সবসময় পরিষ্কার রাখুন, রান্নাঘরে কোন খাবার খোলা রাখবেন না । *দুর্ঘটনা থেকে শিক্ষা নিন এবং এই বার্তাটি শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে শেয়ার করে মানবতার সেবায় আপনার ক্ষুদ্র অংশটি দান করুন।
CLTD

#সচেতনতা #স্বাস্থ্য

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছ...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।
আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

হে আল্লাহ, পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে যাদের তুমি এভাবে না রাখলেও পারতে। তাছাড়া, এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাইবা আমরা কয়জনে শিখি? আল্লাহ, তুমি তাদেরকে ভালো রেখো।
*CLTD

"মানুষ নাকি তার স্বপ্নের চেয়েও বড়!"ইনশাআল্লাহ্
17/09/2025

"মানুষ নাকি তার স্বপ্নের চেয়েও বড়!"
ইনশাআল্লাহ্

এ শহর ছেড়ে আমি চলে যাব তাও বৃষ্টি যাবে না মনে হচ্ছে
16/09/2025

এ শহর ছেড়ে আমি চলে যাব তাও বৃষ্টি যাবে না মনে হচ্ছে

Mirpur 🚇
15/09/2025

Mirpur 🚇

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmi - সাঈদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share