SujonVlog 69

SujonVlog 69 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SujonVlog 69, Digital creator, Dhaka.
(1)

2️⃣ "হাসির ডোজ নেওয়ার জন্য ফলো করুন! 🤣🎥 | Funny Real Videos"
3️⃣ "মজার কমেডি – একসাথে! 😍🎨 | Watch & Enjoy!
4️⃣ "হাসির জগতে আপনাকে স্বাগতম! 😄🎬 | Funny Clips & entertainnen

ভিডিও ছাড়ার সমায়
👇
সকাল: 8.30
দুপুর: 2.30
সন্ধা: 6.30

@ SujonVlog 69

20/09/2025

ইসলামিক কথা গুলো এ ভাবে বলুন আমরাও শিখনো ইনশাআল্লাহ। #ইসলাম

একদিন পার্কে বসেছিলো ছোট্ট একটি মেয়ে। তার হাতে ছিল রঙিন বেলুন।হঠাৎই এক দরিদ্র ছেলে এসে মৃদু কণ্ঠে বললো,“আপু, বেলুনটা এক...
20/09/2025

একদিন পার্কে বসেছিলো ছোট্ট একটি মেয়ে। তার হাতে ছিল রঙিন বেলুন।
হঠাৎই এক দরিদ্র ছেলে এসে মৃদু কণ্ঠে বললো,
“আপু, বেলুনটা একটু ধরতে পারি?”
মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইলো, তারপর হাসিমুখে বেলুনটা এগিয়ে দিয়ে বললো—
“এই নাও, তবে একটা কথা প্রতিশ্রুতি দিতে হবে… একদিন তুমিও কাউকে খুশি করবে।”
ছেলেটা আনন্দে মাথা নাড়লো।
সেদিন তারা দু’জন বুঝলো— খুশি ভাগ করলে সেটাই সবচেয়ে বড় উপহার। stayel

19/09/2025

বাইক চালোনো কি এতো সোজা।

19/09/2025

এভাবেই একদিন সবাই দলে # দলে ইসলাম গ্রহণ করবেন ইনশাআল্লাহ। #ভাইরাল #ইসলাম

assalamualykum
19/09/2025

assalamualykum

19/09/2025

হাত দিয়ে পাথর ভাঙার নতুন কৌশল।

একবার এক যুবক এক বৃদ্ধ আলেমের কাছে এসে জিজ্ঞাসা করল, "হুজুর, আমি অনেক পাপ করেছি। আমি কি আল্লাহর ক্ষমা পেতে পারি?"​আলেম ক...
19/09/2025

একবার এক যুবক এক বৃদ্ধ আলেমের কাছে এসে জিজ্ঞাসা করল, "হুজুর, আমি অনেক পাপ করেছি। আমি কি আল্লাহর ক্ষমা পেতে পারি?"
​আলেম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর যুবককে বললেন, "তোমার কি মনে হয়, তুমি যে পাপ করেছ, তা কি আল্লাহর দয়ার চেয়েও বড়?"
​যুবক মাথা নিচু করে বলল, "আমার পাপ অনেক, হুজুর। আমি জানি না।"
​আলেম মৃদু হেসে বললেন, "শোনো, আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, 'বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।' (সূরা যুমার, আয়াত ৫৩)
​আল্লাহর রহমত এত বিশাল যে, কোনো পাপই তার চেয়ে বড় নয়। তুমি শুধু অনুতপ্ত হও এবং sincerely আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখবে তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবেন।"
​আলেমের কথা শুনে যুবকটির মনে শান্তি ফিরে এলো। সে তওবা করল এবং ভালো পথে চলার প্রতিজ্ঞা করল।
​এই গল্পটি আমাদের শেখায় যে, আল্লাহর রহমত অপরিসীম এবং তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আমাদের উচিত সবসময় তার কাছে ক্ষমা চাওয়া এবং তাঁর রহমতের উপর ভরসা রাখা ভালো লাগলে সেয়ার করুন। #।lifestayel

18/09/2025

সালাম দেয়ার সঠিক নিয়ম অনেকের অজানা। #ভাইরাল #সালাম

18/09/2025

শিহ্মানীয় ভিডিও শিখে রাখুন কাজে দিবে। video

🌸 "স্মৃতি নয়, আজকের মুহূর্তটাই হোক সেরা।"🔥 "আমি যেমন, ঠিক তেমনটাই ভালো আছি।"🌼 "জীবনটা ছোট, তাই হাসি দিয়েই কাটাই।"💫 "নিজে...
18/09/2025

🌸 "স্মৃতি নয়, আজকের মুহূর্তটাই হোক সেরা।"
🔥 "আমি যেমন, ঠিক তেমনটাই ভালো আছি।"
🌼 "জীবনটা ছোট, তাই হাসি দিয়েই কাটাই।"
💫 "নিজের স্টাইল, নিজের ভায়ব।
゚viralシ "

☁️ সূর্য ওঠার সাথে সাথে আসে আশা 🌅যেমন রাতের অন্ধকারের পরেই আলো আসে,তেমনি জীবনের সব কষ্টের পরেও আসে সুখ।👉 তাই প্রতিদিন সক...
18/09/2025

☁️ সূর্য ওঠার সাথে সাথে আসে আশা 🌅
যেমন রাতের অন্ধকারের পরেই আলো আসে,
তেমনি জীবনের সব কষ্টের পরেও আসে সুখ।
👉 তাই প্রতিদিন সকালে হাসিমুখে বলো—
“শুভ সকাল 🌸 আজকের দিনটা আমার জন্য সেরা হবে।” 🌟

একজন নামকরা লেখক রাশেদ সাহেব একদিন এক দোকানে গেলেন। কাউন্টারে দাঁড়িয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করলেন—👉 "ভাই, ডায়মন্ড বলপেন আছে?"...
17/09/2025

একজন নামকরা লেখক রাশেদ সাহেব একদিন এক দোকানে গেলেন। কাউন্টারে দাঁড়িয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করলেন—
👉 "ভাই, ডায়মন্ড বলপেন আছে?"
সেলসম্যান খুবই সোজাসাপ্টা উত্তর দিল,
👉 "না, নেই।"
রাশেদ সাহেব মুখ গোমড়া করে বেরিয়ে যাচ্ছিলেন, হঠাৎ আবার ফিরে এসে বললেন—
👉 "আচ্ছা, অন্য কোনো বলপেন আছে নাকি?"
সেলসম্যান এবার উত্তর দিল—
👉 "হ্যাঁ আছে, পাওয়ার, সুলেখা, ব্রাইট—অনেক রকমই আছে।"
তখন রাশেদ সাহেব একটু হেসে বললেন—
👉 "দেখো ভাই, এটাকেই বলে সেলসম্যানশীপ। যখন আমি বললাম ডায়মন্ড নেই, তখনই তোমার উচিত ছিল বলা— 'না স্যার, ডায়মন্ড নেই, তবে পাওয়ার, সুলেখা, ব্রাইট আছে।'
গ্রাহককে না বলার চেয়ে বিকল্প দেখানোই আসল কৌশল।"
সেলসম্যানরা লজ্জায় মাথা নিচু করলো, তবে বিষয়টা ভালোভাবে শিখে নিলো।
কিছুক্ষণ পরেই আরেকজন লেখক, সুবীর বাবু, দোকানে ঢুকলেন। তিনি সরাসরি কাউন্টার ঘেঁষে জিজ্ঞেস করলেন—
👉 "টয়লেট পেপার আছে?"
এবার সেলসম্যান হেসে, নতুন শেখা কৌশল কাজে লাগিয়ে বললো—
👉 "টয়লেট পেপার একটু আগে শেষ হয়ে গেছে স্যার… তবে শিরিষকাগজ আছে! দেবো?"
দোকানের ভেতর তখন একেবারে খিলখিল হাসির রোল পড়ে গেল।
゚viralシ

Address

Dhaka

Telephone

+8801710983068

Website

Alerts

Be the first to know and let us send you an email when SujonVlog 69 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SujonVlog 69:

Share