24/10/2025
চতুর্থ শ্রেণির বাংলা বইয়ের ”কাজলা দিদি” কবিতা সুন্দর এনিমেশনসহ Digital Content এ অর্ন্তভুক্ত করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত প্রাথমিক শিক্ষাক্রমের প্রথম-পঞ্চম শ্রেণির মোট ১৭টি বই ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল কন্টেন্টে রুপান্তর করা হয়েছে।
Music- Sunny Side Up by AlumoMusic
Note: Don't Use it commercially without our permission.
Copyright © 2025 BD Kids TV, ALL RIGHTS RESERVED
কাজলা দিদি
যতীন্দ্র মোহন বাগচী
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই-
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?