13/11/2025
আম্মুকে দেখতাম রোদ বৃষ্টি মেঘ যা আসুক না কেনো হাতের কাজ শেষ করে ঘুমাতো। তখন আমরা বকতাম যে এগুলা পরে করলেও তো পারো!!
তখন আম্মু বলতো - পরে করলেও আমার করতে হবে এখন করলেও আমার আর কাজ না গুছায়া ঘুমাতে গেলে আমার ঘুম আসবেনা।
আমার সারাবছর ই সর্দি থাকে। কিন্তু গতকাল থেকে অতিরিক্ত নাক থেকে পানি পরতেছে আর পরতেছে। জ্বর তো আছেই..
এই থালাবাসন গুলো জমেছে গতকাল থেকে,
এগুলা ধোয়ার আগ পর্যন্ত যতবার দেখেছি রান্না ঘরে এসে ততবার আমার মাথা টা ব্যথা শুরু করছিলো।এতঘন্টা জিনিসগুলো ফেলে রাখলাম আর ধুয়ে ফেললাম সর্বোচ্চ ১০/১৫ মিনিটে। এরপর রান্নাঘরে চোখ রাখলেই মাথা টা হালকা হালকা লাগছে।
আমরা মেয়েরা দিনশেষে আম্মুর মতই হয়ে যাই তাইনা!!