FIDA Entertainment

FIDA Entertainment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FIDA Entertainment, Broadcasting & media production company, Shop No-65, Baitus Salat Jame Masque Market, Duaripara, Rupnagar, Mirpur, Dhaka.

ভালোবাসা যদি শুধু মুখে বলা হয়, তবে সেটা কতটা সত্য? আর যদি সেই প্রেমের প্রমাণ হয় আত্মত্যাগ, তাহলে তাকে কী বলব? এই প্রশ্নগ...
19/06/2025

ভালোবাসা যদি শুধু মুখে বলা হয়, তবে সেটা কতটা সত্য? আর যদি সেই প্রেমের প্রমাণ হয় আত্মত্যাগ, তাহলে তাকে কী বলব? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ঈদের নাটক ‘মিথ্যে প্রেমের গল্পে’। যা আজ ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।

শুরুটা হয়েছিল " কেন ভালবাসলাম" ছবি দিয়ে।বিপরীতে ছিল নায়ক ফেরদৌস।ছবিটি ভালো ব্যবসা করে।পরবর্তীতে কাজী হায়াতের "ইতিহাস" ছব...
20/04/2025

শুরুটা হয়েছিল " কেন ভালবাসলাম" ছবি দিয়ে।
বিপরীতে ছিল নায়ক ফেরদৌস।
ছবিটি ভালো ব্যবসা করে।
পরবর্তীতে কাজী হায়াতের "ইতিহাস" ছবি দিয়ে
রাতারাতি জনপ্রিয় মুখ হয়ে উঠেন তিনি।
বয়স খুব বেশি ছিলনা
হালকা পাতলা,মিষ্টি চেহারার নায়িকা সুলভ মেয়েটি অভিনয়ও খারাপ করতো না।
তবে ভুল সময়ে আগমন হয়েছিল তার।
চারদিকে অশ্লীলতার মহামারি।
সুপারস্টার নায়িকা ছাড়া সুস্থ ছবিতে টাকা লগ্নি করতে নারাজ ছিল প্রযোজকেরা।
তাই ক্যারিয়ার খুব দীর্ঘ হয়নি।
কাজও করেছেন খুব কম
অশ্লীলতার সময়ে নিজেকে রক্ষা করার বহু
চেষ্টা চালিয়েছেন।
"ইতিহাস" মরণ নিয়ে খেলা" পড়েনা চোখের পলক" কি জাদু করিলা" মন যেখানে হৃদয় সেখানে" সন্তান আমার অহংকার" টাইম মেশিন " এগুলো তার আলোচিত ছবি।

ব্যক্তিজীবনে স্বামী ও দুই ছেলে নিয়ে সুখে আছেন রত্না।ফিল্মে কাজ করতে খুবই আগ্রহী।

ছবির দুটি গানই ছিল বছরের সবচেয়েআলোচিত ও জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতমও সেরা।অলকা ইয়াগনিক ও উদিত নারায়নের কণ্ঠের সেইস্নিগ...
20/04/2025

ছবির দুটি গানই ছিল বছরের সবচেয়ে
আলোচিত ও জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম
ও সেরা।
অলকা ইয়াগনিক ও উদিত নারায়নের কণ্ঠের সেই
স্নিগ্ধ ও কালজয়ী " টিপ টিপ বরসা পানি"
আর,
উদিত - কবিতার " চিজ বারি হ্যায় মাস্ত মাস্ত"

টিপ টিপ বরসা পানি" গানটাকে অক্ষয় রাভিনার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ও
হিট গান হিসেবে বিবেচিত করা হয়।
গানে হলুদ শাড়িতে বৃষ্টি ভেজা রাভিনা যে উত্তাপ
,উষ্ণতা ছড়িয়েছিল তা আজও মনে রেখেছে
দর্শক।
আনন্দ বকশীর লিরিকে গানটি এতই জনপ্রিয়তা
পেয়েছে যে,
দুই যুগ পর গানটি আবারো রুহিত শেঠীর " সূর্যবংশী" ছবিতে রিমেক করা হয়েছিল।
যদিও সেখানে গানটি আগের শিল্পীরাই গেয়েছিল।

সুনীল - রাভিনা- অক্ষয়
এই ত্রয়ীর সুপারহিট ছবি ছিল মোহরা।
১৯৯৪ সালের সবচেয়ে সেরা ব্যবসা করা ছবি গুলোর মধ্যে মোহরা একটি।
ছবিটি অক্ষয় ও রাভিনার ক্যারিয়ার আরো
মজবুত করেছিল।
রাভিনা ভেসেছিল প্রশংসার জোয়ারে।

23/03/2025

অফিসের কম্পিউটারে কাজ করতে গিয়ে বসের কাছে বকা খেলো ইমরান।

'কেয়ামত থেকে কেয়ামত'-এর সাইনিং মানি আমরা নিয়েছিলাম। পরে জানলাম রিমেক ছবি। আমরা তখন একটা ছবি করছিলাম যেটার সাথে এ ছবির গল...
16/03/2025

'কেয়ামত থেকে কেয়ামত'-এর সাইনিং মানি আমরা নিয়েছিলাম। পরে জানলাম রিমেক ছবি। আমরা তখন একটা ছবি করছিলাম যেটার সাথে এ ছবির গল্পের কিছুটা মিল আছে। তখন আমরা ভাবলাম দুইটা ছবি একরকম হলে দর্শক কমপেয়ার করা শুরু করবে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম ছবিটা করব না। সোহান ভাইকে আমরা 'সরি' জানিয়ে দিলাম। পরে সালমান শাহ-মৌসুমীর মহরতে আমরা তাদেরকে ওয়েলকাম করতেও গিয়েছিলাম। ইন্ডাস্ট্রির সব ছবি তো আর আমরা করব না তাই তাদেরকে আমরা ওয়েলকাম করেছি। ছবিটিও অত্যন্ত সফল হয়েছিল।

ঢাকার বাইরে আউটডোরে গেলে নাঈম লোক পাঠিয়ে খবর নিত। কোনো সমস্যা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা। চিঠিও পাঠাত। বড় বড় সব চিঠির উত্তর আমি দিতাম দুই তিন লাইনে। ওর চিঠি লেখার হাত ভালো ছিল কিন্তু আমার ছিল না তাই দুই তিন লাইনে দিতাম। যে চিঠি পৌঁছে দিত সে আবার দেখত পৃষ্ঠার মধ্যে অনেক জায়গা বাকি তখন সে আবার ক্রস চিহ্ন দিত। এরকম মজার স্মৃতি অনেক আছে।

সালমান শাহ খুবই ভালো অভিনেতা ছিল,চঞ্চল থাকলেও কাজের প্রতি ডেডিকেশন অনেক ছিল। অকালে চলে যাওয়াটা ভীষণ খারাপ লাগে এখনো।

-নায়িকা শাবনাজ

ছবিতে শাকিল খান-পপি ও রিয়াজ-শাবনূর জুটি'র সঙ্গেনির্মাতা মনোয়ার খোকন। 💙
18/02/2025

ছবিতে শাকিল খান-পপি ও রিয়াজ-শাবনূর জুটি'র সঙ্গে
নির্মাতা মনোয়ার খোকন। 💙

মারা গেলেন অভিনেতা শাহবাজ সানি।
17/02/2025

মারা গেলেন অভিনেতা শাহবাজ সানি।

আব্দুল কাদের, বাংলাদেশের অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র, ১৯৫১ সালে মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামে জন্...
01/01/2025

আব্দুল কাদের, বাংলাদেশের অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র, ১৯৫১ সালে মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবদুল জলিল এবং মা আনোয়ারা খাতুন। শৈশব-কৈশোর কেটেছে সোনারং হাইস্কুল ও বন্দর হাইস্কুলে। পরবর্তী সময়ে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পড়াশোনার পর তাঁর কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। সিংগাইর ডিগ্রি কলেজ এবং লোহাজং কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন। এরপর বিটপী বিজ্ঞাপনী সংস্থায় এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন এবং শেষমেশ বহুজাতিক প্রতিষ্ঠান ‘বাটা’তে উচ্চপদস্থ পদে যোগ দেন। তবে পেশাগত জীবনের সাফল্যের পাশাপাশি তাঁর হৃদয়ের গভীরে অভিনয়ের প্রতি ছিল অদম্য ভালোবাসা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকের অমল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মঞ্চে প্রথম পা রাখেন। এরপর ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল নাট্য প্রতিযোগিতায় সেলিম আল দীন রচিত ও নাসিরউদ্দিন ইউসুফ নির্দেশিত ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটকে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন। মঞ্চের এই সাফল্য তাঁকে টেলিভিশন এবং রেডিওর পথ দেখায়। ১৯৮২ সালে তিনি টেলিভিশন নাটকে এবং ১৯৮৩ সালে রেডিও নাটকে অভিনয় শুরু করেন।
টেলিভিশনে তিনি প্রায় দুই হাজারের বেশি নাটকে অভিনয় করলেও তাঁকে সবচেয়ে বেশি স্মরণ করা হয় হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটক ‘কোথাও কেউ নেই’-এর ‘বদি’ চরিত্রের জন্য। এছাড়াও ‘ইত্যাদি’ অনুষ্ঠানে তাঁর ‘মামা’ চরিত্র তাঁকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যায়। তাঁর অভিনয়ের সহজাত দক্ষতা এবং চরিত্রকে জীবন্ত করে তোলার অসাধারণ ক্ষমতা তাঁকে জনমানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে দিয়েছে।এছাড়াও তাঁর উল্লেখযোগ্য কিছু টেলিভিশন নাটক ‘কোথাও কেউ নেই’, ‘মাটির কোলে’, ‘নক্ষত্রের রাত’, ‘শীর্ষবিন্দু’, ‘সবুজ সাথী’, ‘তিন টেক্কা’, ‘যুবরাজ’, ‘আগুন লাগা সন্ধ্যা’, ‘প্যাকেজ সংবাদ’, ‘সবুজ ছায়া’, ‘কুসুম কুসুম ভালোবাসা’, ‘নীতু তোমাকে ভালোবাসি’, ‘আমাদের ছোট নদী’, ‘দুলাভাই’, ‘অজ্ঞান পার্টি’, ‘মোবারকের ঈদ’, ‘বহুরূপী’, ‘এই মেকআপ’, ‘ঢুলিবাড়ি’, ‘সাত গোয়েন্দা’, ‘এক জনমে’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘খান বাহাদুরের তিন ছেলে’ ইত্যাদি।
অভিনয় জীবনে তিনি প্রায় ৩০টি মঞ্চ নাটকে এবং ১,০০০-এর বেশি প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য মঞ্চনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘এখনও ক্রীতদাস’, ‘তোমরাই’, ‘স্পর্ধা’, ‘দুই বোন’,‘মেরাজ ফকিরের মা’। ১৯৮২ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্য উৎসবে বাংলাদেশের নাটক থিয়েটারের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-এ অভিনয় করেন। টেলিভিশনে তাঁর অভিনীত নাটকের সংখ্যা দুই হাজারেরও বেশি। বিজ্ঞাপনচিত্রেও তিনি নিজের দক্ষতার ছাপ রেখেছেন। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে তিনি টেনাশিনাস পুরস্কার, মহানগরী সংস্কৃতি গোষ্ঠী পুরস্কার, জাদুকর পিসি সরকার পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেন।
২০২০ সালের ২৬ ডিসেম্বর, সকাল ৮টা ২০ মিনিটে, ঢাকার এভারকেয়ার হাসপাতালে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আব্দুল কাদের চিরবিদায় নেন। তাঁর মৃত্যুতে বাংলা নাট্যাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তাঁর অসাধারণ কাজ এবং অবদান আজও আমাদের মাঝে বেঁচে আছে। "বাংলার প্রাঙ্গণ" তাঁর স্মৃতির প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা।

'রং নাম্বার' ছবিতে শ্রাবন্তীর বান্ধবীদের চরিত্রে যে মেয়েগুলো অভিনয় করেছিল তাদের অভিনয় বন্ধুত্বের মজাটাকে পরিপূর্ণ করে তু...
30/12/2024

'রং নাম্বার' ছবিতে শ্রাবন্তীর বান্ধবীদের চরিত্রে যে মেয়েগুলো অভিনয় করেছিল তাদের অভিনয় বন্ধুত্বের মজাটাকে পরিপূর্ণ করে তুলেছিল। রং নাম্বারে কল দেয়া আর হৈ হুল্লোড় করার সময় সবাই ছিল স্বতঃস্ফূর্ত। ফোন ছিনতাই হবার পর শ্রাবন্তী যখন জানায় রিয়াজের নাম্বার মনে রাখেনি তখন বান্ধবীদের একজন বলে ওঠে-'তাহলে দোস্ত এবার শুরু হলো বিচ্ছেদের পালা।' বিয়ের পর শ্রাবন্তী যখন আপসেট ছিল বান্ধবীদের একজন তাকে বলে-'জীবনে কিছু কিছু বাস্তবতা চাইলেও ওভারলুক করা যায় না।' জীবনমুখী পরামর্শ ছিল। এভাবে তারা বন্ধুত্বকে পরিপূর্ণ করে তুলেছে ছবিতে।

ইতিহাস সৃষ্টিকারী সিনেমা কেয়ামত থেকে কেয়ামত এর "বাবা বলে ছেলে নাম করবে" এই গানের স্যুটিং দেখতে আসেন এক সময়কার জনপ্রিয় চি...
28/12/2024

ইতিহাস সৃষ্টিকারী সিনেমা কেয়ামত থেকে কেয়ামত এর "বাবা বলে ছেলে নাম করবে" এই গানের স্যুটিং দেখতে আসেন এক সময়কার জনপ্রিয় চিএনায়িকা চম্পা।
স্যুটিং এর এক ফাঁকে সালমান শাহের সাথে তিনি ক্যামেরাবন্দী হন।

মৌসুমী-ওমর সানী জুটির ছবিগুলোর মধ্যে তাদের অন স্ক্রিন রোমান্স সবসময় ছিল দুর্দান্ত। 'প্রথম প্রেম' ছবিতেও তাই। তাদের দুজনে...
28/12/2024

মৌসুমী-ওমর সানী জুটির ছবিগুলোর মধ্যে তাদের অন স্ক্রিন রোমান্স সবসময় ছিল দুর্দান্ত। 'প্রথম প্রেম' ছবিতেও তাই। তাদের দুজনের মধ্যে দেখাটা হয় ভিন্নভাবে। মৌসুমীর স্টাডি ট্যুরের দলটিকে গাড়ি করে পৌঁছে দেয় পথে সমস্যা হওয়াতে। গাড়ি থেকে নামার পর গাড়ির ভাড়া হিশাবে সানী মৌসুমীর মুখের একটা মিষ্টি হাসি দাবি করে। মৌসুমী সানীকে 'পাগল' বলে চলে যায় হোটেলের ভিতর। সানী গাড়িতেই অপেক্ষা করে। তারপর রাতে ছাদে বের হলে মৌসুমী সানীকে দেখে অবাক হয়। তখন মিষ্টি হাসি দেয় এবং সানী খুশিতে চলে যায়। মাউথ অর্গানের সুরে একদৃষ্টিতে মৌসুমী শুধু তাকিয়ে থাকে সানীর দিকে। এরকম সুন্দর রোমান্টিক দৃশ্যে দুজনের জুড়ি মেলা ভার। তাদেরও জীবনে প্রথম প্রেম আসে এবং সেটা আসাদ-রেহানা জলির মতো বিচছেদে গড়ায়নি। দুই জুটির দুই বাস্তবতায় মিলন ও বিচ্ছেদে ছবিতে প্রথম প্রেমকে দেখানো হয়েছে।

মিউজিক্যাল ছবি 'প্রথম প্রেম।' সবগুলো গানই অসাধারণ। নাগরিক ব্যস্ততা থেকে দূরে কোথাও বেড়াতে গেলে কার না ভালো লাগে! স্টাডি ট্যুরের দিনগুলোতে সমুদ্র সৈকতে নিজেকে নতুন করে ফিরে পায় মৌসুমী তার বন্ধুদের সাথে। তার প্রকাশটা ছিল এ গানে -
'শহরের কোলাহল ছেড়ে
এসেছি আজ বহুদূরে
নেই কোনো চিন্তা নেই ভাবনা
জীবনের প্রাণ খুঁজে পাই রে'
আঁখি আলমগীরের কণ্ঠে দারুণ গান। গানের কথাগুলো ভালো লাগে নাগরিক জীবন থেকে প্রকৃতিতে একটুখানি মুক্তির জন্য। 'তুমি আমার প্রথম প্রেম' টাইটেল ট্র্যাকটি জনপ্রিয়। এছাড়া মৌসুমী-ওমর সানীর অন্যতম জনপ্রিয় এ গানটিও অসাধারণ -
'প্রেমনগরের জংশনে দেখা হলো দুজনে
দুটি মনে সবুজ বাতি জ্বলল
ঝিকিঝিকি ঝিকিঝিকি প্রেমের গাড়ি চললো।'
রেডিওর দিনগুলোতে খুব বাজানো হত।
জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতকে দিয়ে প্যারোডি গান করা হয়েছিল এ ছবিতে। গানটি ছিল 'তু তু তু তু তু তারা/মর্জিনার বাপ মার্কামারা।' একটা হিন্দি সিনেমা থেকে সুর নিয়ে আলাদা কথায় হয়েছিল গানটি। গানে স্টেজ পারফর্ম করেছিল তখনকার ব্যস্ত খলনায়ক সজীব তাহের।

আসাদের বাণিজ্যিক ছবি যতগুলো আছে গানের মধ্যে অন্যতম সেরা ছবি 'প্রথম প্রেম।' এ ছবির একটা গান তার লিপে বহুল জনপ্রিয়। এ গানটির কথা আলাদাভাবে বলতে হয়। ছবির সেরা গান। গানটিতে আধ্যাত্মিক কথা আছে -
'মনে প্রেমের বাত্তি জ্বলে
বাত্তির নিচে অনকার
এই জীবনে চাইলাম যারে
হইল না সে আমার'
প্রথম প্রেমকে হারানোর মানসিক যন্ত্রণায় গানটির সূত্রপাত। দ্বিতীয় অন্তরা-র কথাগুলো সব প্রেমিকযুগলের জন্য মেসেজ -
'প্রেমে স্বর্গ প্রেমে নরক
প্রেমে বাঁচা মরা
প্রেম কইরো না দেহের সনে
আত্মার সনে ছাড়া'
অসাধারণ কথা। সৈয়দ আব্দুল হাদীর দরদী কণ্ঠ এবং আসাদের টাচি লুক ও অভিনয়ে গানটি অমর হয়ে থাকবে।

সজীব তাহের..খলনায়ক। এফডিসি-র 'নতুন মুখের সন্ধানে'-র মাধ্যমে এসেছিল। নব্বই দশকের তরুণ খলনায়কদের মধ্যে অন্যতম ছিল। অনেক ছব...
28/12/2024

সজীব তাহের..

খলনায়ক। এফডিসি-র 'নতুন মুখের সন্ধানে'-র মাধ্যমে এসেছিল। নব্বই দশকের তরুণ খলনায়কদের মধ্যে অন্যতম ছিল। অনেক ছবিতে অভিনয় করেছে। তার অভিনয় এবং ভয়েস দুটোই ভালো ছিল। ঝাঁকড়া চুলের স্টাইলে দেখতে ভালোই লাগত। স্ট্রং কোনো চরিত্র করেনি, মূল খলনায়কের সহকারী হয়ে থাকত। তার লুকের সাথে মিল ছিল 'মৌসুমী' ছবির নায়ক নাদিম হায়দারের। 'প্রথম প্রেম' ছবিতে তার লিপে হানিফ সংকেতের কণ্ঠে 'মর্জিনার বাপ মার্কামারা' গানটি ছিল।

উল্লেখযোগ্য ছবি - মৌসুমী, আত্ম অহংকার, তুমি আমার, শেষ সংগ্রাম, ঘাত-প্রতিঘাত, হিংসা, হারানো প্রেম, মীরজাফর, প্রেম দিওয়ানা, শেষ রক্ষা ইত্যাদি।

Address

Shop No-65, Baitus Salat Jame Masque Market, Duaripara, Rupnagar, Mirpur
Dhaka
1216

Telephone

+8801827528125

Website

Alerts

Be the first to know and let us send you an email when FIDA Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share