
02/10/2023
হঠাৎ এদিক ওদিক থেকে বা পথ ভুলে আসা বা যার ঘোরার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা পথ নেই, সেই হচ্ছেন আগুন্তক। আগুন্তকের আরেকটি মানে হচ্ছে অপরিচিত ব্যক্তি। আর এই অপরিচিত ব্যক্তির হঠাৎ এদিক ওদিকে পথহীন ঘুরাঘুরির কথাগুলোই তুলে ধরা হবে এই পেজে।
আগামীকাল সন্ধায় আসছে প্রথম গল্পগাথা: নীলফামারী।
আসলে ঘুরাদ উদ্দেশ্যে তেমন কেউ নীলফামারীর যান না আর তাই ইউওটিউব ফেসবুকে তেমন তথ্যবহুল কন্টেন্ট নেই এই জেলা সম্পর্কে। তবে এই জেলায় দেখা আছে অনেক কিছু, কিছু প্রাকৃতিক আর বাকীটা ঐতিহ্য ও ইতিহাস। খুবই প্রাচীনকাল থেকে এ জেলায় প্রশাসনিক ও ব্যবসা বাণিজ্য উন্নত। জেলার আদ্যোপান্ত জানাবো, ঘুরে দেখবো এই জেলার বিখ্যাত সব জায়গা।
দেখা হচ্ছে আগামীকাল।