কুটুবরু

কুটুবরু Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুটুবরু, Digital creator, Dhaka.

good morningIts a fridayhave blast with near and dear ☝️
25/07/2025

good morning
Its a friday
have blast with near and dear ☝️

পুলিশ ক্যাডার কর্মকর্তা বা স্পষ্ট করে যদি বলি পুলিশের সাবেক আইজি মহোদয়ের ফ্লাটে নাকি তার স্ত্রীর মাত্র ৪৯৫ টি শাড়ি পাওয়া...
24/07/2025

পুলিশ ক্যাডার কর্মকর্তা বা স্পষ্ট করে যদি বলি পুলিশের সাবেক আইজি মহোদয়ের ফ্লাটে নাকি তার স্ত্রীর মাত্র ৪৯৫ টি শাড়ি পাওয়া গেছে।
এদিকে আমার আলমারির জন্য কর্তা মহোদয়ের পক্ষ থেকে প্রতি অর্থবছরে একটি জামদানি শাড়ির বরাদ্দ আসে। কিন্তু উক্ত অর্থবছরে পছন্দের তালিকা হিসেবে মোবাইলে যুক্ত হয় অসংখ্য সস। এরপর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ঐ অসংখ্য স্ক্রিনশট থেকে কোনটা কিনবো ভাবতে ভাবতে বরাদ্দ ফেরত চলে যায়। এদিকে ফেসবুকে নাকি এক শাড়ি পরে দুইবার ছবি আপলোড না দেয়ার ট্রেন্ড চলে।
জীবন এতো নিষ্ঠুর কেন???🙃😒

শুভ সকালdont forget to say MashAllah
24/07/2025

শুভ সকাল
dont forget to say MashAllah

বাঙলাদেশে জন্মালে ধ’রে নিতে হবে জন্মের সময়ই মৃত্যু হ’তে পারে; বেঁচে থাকলে অনাহারে থাকতে হ’তে পারে; বাঙলাদেশে জন্মালে রোগ...
23/07/2025

বাঙলাদেশে জন্মালে ধ’রে নিতে হবে জন্মের সময়ই মৃত্যু হ’তে পারে; বেঁচে থাকলে অনাহারে থাকতে হ’তে পারে; বাঙলাদেশে জন্মালে রোগ খুবই হবে, চিকিৎসা হবে না, হ’লেও নামমাত্র হবে; হাসপাতালে গেলে ওষুধ মিলবে না, ওগুলো হাসপাতালের শ্রদ্ধেয় ব্যাক্তিরা গোপনে বিক্রি ক’রে দেবে; বাঙলাদেশে জন্মালে ধ’রে নিতে হবে লেখাপড়া হবে না, পরীক্ষা দিলেও অধিকাংশই পাশ করবে না, পাশ করলেও চাকুরি পাবে না। বাঙলাদেশে জন্মালে, ধ’রে নিতে হবে, জীবনটা কাটবে শক্তিমানদের খামখেয়ালির ওপর। শক্তিমানেরা চাইলে নদী শুকিয়ে ফেলা হবে, না চাইলে পথের ওপর দিয়ে নদী বইবে; শক্তিমানেরা চাইলে অসম্ভব সম্ভব হয়ে উঠবে, না চাইলে সম্ভবপর সব কিছু চিরঅসম্ভব থাকবে। শক্তিমানেরা চাইলে এখানে নিষ্পাপ দন্ডিত হতে পারে; না চাইলে মৃত্যুদন্ডিত মুহূর্তে নিষ্পাপ হয়ে উঠতে পারে। এখানে কোনো নিয়ম নেই, সবই চলে অনিয়মে, ও শক্তিমানদের কামনাবাসনা অনুসারে। বাঙলাদেশে জন্ম নিলে, ধ’রে নিতে হবে, জীবনটা পুরোপুরি অন্যের খেয়ালের ওপর ভর ক’রে থাকবে, পদ্মপাতায় টলমল করবে; যে-কোনো মুহূর্তে ঝরে যাবে। এখানে কোনো অধিকার নেই, কোনো যুক্তি দিয়ে এখানে কাউকে ন্যায়সঙ্গত কিছু বোঝানো যায় না। বাঙলার অধিকাংশ মানুষই যে গুরুত্বপূর্ণ কিছু ক’রে উঠতে পারে না, তার কারণ গুরুত্বহীন বিষয়গুলো নিয়ে তাদের এতোই উদ্বিগ্ন থাকতে হয় যে জীবনে কিছুই ক’রে ওঠা হয় না। অন্যের স্বেচ্ছাচার ভরসা ক’রে যাদের জীবন ধারণ করতে হয়, তাদের জীবন পশুর জীবনের থেকেও করুণ ও অসহায়।

- হুমায়ুন আজাদ

শুভ সকাল
ভালো থাকবেন সবাই

সকালে মা মেয়ের দেখা হয়না বললেই চলে কারন মা যখন অফিসে যায় মেয়েটি তখন ঘুমে থাকে। আজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সুবাদে দেখা হলো...
22/07/2025

সকালে মা মেয়ের দেখা হয়না বললেই চলে কারন মা যখন অফিসে যায় মেয়েটি তখন ঘুমে থাকে। আজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সুবাদে দেখা হলো। ঘুম থেকে উঠে পরিপাটি সাজে মা কে দেখে মেয়েটি খুশিতে আত্মহারা প্রায়।
এদিকে মায়ের ঘড়িতে সময় গড়াচ্ছে যেকোনো অজুহাতে শুধু বেরিয়ে পরার তাড়া। মেয়েকে পাঠানো হলো মায়ের খোঁপার জন্য ফুল নিতে। ফুল নিয়ে এসে আর মা কে পাওয়া গেলো না, মেয়েটি অপেক্ষায় রইলো ঘড়ির কাটার, ফের সন্ধ্যা হবার।

আমাদের অনুগল্প

জন্ম থেকে মৃত্যু—এই সময়ের মধ্যেই জীবনের সব গল্প, কিন্তু যখন সন্তানের জীবন গল্প অসমাপ্ত থেকে যায়, তখন সেই দুঃখ এক অনন্ত ক...
22/07/2025

জন্ম থেকে মৃত্যু—এই সময়ের মধ্যেই জীবনের সব গল্প, কিন্তু যখন সন্তানের জীবন গল্প অসমাপ্ত থেকে যায়, তখন সেই দুঃখ এক অনন্ত কষ্ট হয়ে থাকে।

মা যে কল্পনা করেছিল তার হাত ধরে হাঁটবে ছেলে,
বাবা যে ভেবেছিল কবে সন্তান তার বোঝা বহনের সঙ্গী হবে,
সব স্বপ্ন মুহূর্তে যেন ভেঙে পড়ে!

রাত্রি দীর্ঘ হয়ে যায়, প্রতিটি নিঃশ্বাস ভারী মনে হয়।
সন্তানের না বলা কথাগুলো, শেষ হাসি, ছোট্ট পায়ের ছাপ—সব যেন হৃদয়ে অমোচনীয় ছাপ ফেলে যায়।

তবুও জীবন চলে,
এই শূন্যতাকে বুকে নিয়ে, চোখে জল নিয়ে হয়তো সামনে তাকাতে হয়।
কখনো মনে হয়, সে আজো কোথাও আছে,
হয়তো অন্য কোনো আলোতে, অন্য কোনো জগতে শান্তিতে আছে। কোথাও না কোথাও তার অস্তিত্ব খুঁজে ফেরা বাবা মা আর যাই হোক জীবনে আর কোনদিন শান্তি স্বস্তি খুজে পায়না।

মাইলস্টোন দুর্ঘটনায় সন্তানহারা বাবা মায়েদের জন্য দু হাত তুলে দোয়া করা ছাড়া কিছুই করার নেই আমাদের। ওদের কথা ভাবলে কেন যেন নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। আল্লাহতায়ালা ওদের জান্নাতের ফুল হিসেবে গ্রহন করে নিন।

শুভ সকালসুন্দর কাটুক সবার দিনপাপ ও পুণ্যকে আলাদা করে হালাল রিজিকের মাধ্যমে আমাদের দিনটি যেন বরকতময় হয়।আমিন।
22/07/2025

শুভ সকাল
সুন্দর কাটুক সবার দিন
পাপ ও পুণ্যকে আলাদা করে
হালাল রিজিকের মাধ্যমে
আমাদের দিনটি যেন বরকতময় হয়।
আমিন।

সন্তানের সাথে ভালো ব্যবহার করা শুধু একটি দায়িত্ব নয়, এটি তার মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, ও ভবিষ্যতের আচরণগত গঠনের জন্য অ...
22/07/2025

সন্তানের সাথে ভালো ব্যবহার করা শুধু একটি দায়িত্ব নয়, এটি তার মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, ও ভবিষ্যতের আচরণগত গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সন্তানের জীবনের প্রথম শিক্ষক ও রোল মডেল। আপনার ভালো আচরণ তার চরিত্র গঠনের মেরুদণ্ড।

নিচে সন্তানের সাথে ভালো ব্যবহার করার কিছু উপায় তুলে ধরা হলো:

💖১. ভালোবাসা ও মনোযোগ দিন
সন্তানের প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করুন।
চোখে চোখ রেখে কথা বলুন, কথা শুনুন।
তাকে সময় দিন—খেলাধুলা, গল্প বা খাবারের সময় একসাথে কাটান।
💗২. সদাচরণ ও নম্র ভাষা ব্যবহার করুন
শিশু যেমন দেখে, তেমন শেখে। আপনি যদি নম্রতা ও সহানুভূতি দেখান, তার মধ্যেও তা গড়ে উঠবে।
তার ভুল হলে রেগে না গিয়ে ধৈর্যের সাথে বোঝান।
💕৩. তার আগ্রহ ও অনুভূতিকে গুরুত্ব দিন
সে কি নিয়ে আগ্রহী, তা জানুন।
তার দুঃখ, রাগ, বা আনন্দ—সব অনুভূতিকে গুরুত্ব দিন এবং বোঝার চেষ্টা করুন।
💓৪. প্রশংসা ও উৎসাহ দিন
ভালো কিছু করলে প্রশংসা করুন, যেমন: "তুমি খুব সুন্দর আঁকতে পারো।"
ভুল হলে শুধরাতে সহায়তা করুন, কিন্তু দোষারোপ করবেন না।
💝৫. সহানুভূতি শেখান
অন্যের প্রতি কেমন আচরণ করা উচিত তা বোঝান নিজের আচরণ দিয়ে।
গল্প বা খেলায়ও শিশুকে শেখানো যায় কীভাবে সহানুভূতিশীল হতে হয়।
💘৬. নিয়ম-কানুন শেখান ভালোভাবে
শাস্তি নয়, যুক্তির মাধ্যমে তাকে শিখান কেন একটি কাজ ভুল।
সীমাবদ্ধতা থাকুক, কিন্তু ভালোবাসা দিয়ে।
💕৭. শ্রদ্ধা করুন ও মতামত শুনুন
শিশুকে "ছোট" ভেবে অবহেলা করবেন না।
তার কথা শুনুন, মতামত দিন, এবং যৌক্তিক হলে গ্রহণ করুন।

শুভ রাত্রি🖤
21/07/2025

শুভ রাত্রি🖤

শুভ সকালসন্তানকে সুন্দর সময় দিনভালো শৈশব ও স্মৃতি দিন💞
21/07/2025

শুভ সকাল
সন্তানকে সুন্দর সময় দিন
ভালো শৈশব ও স্মৃতি দিন💞

প্রশ্নটা খুবই সাধারণ, অথচ এর উত্তরটা অনেক কষ্টের।"আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে?" এই প্রশ্নের জবাবে অধিকাংশ পুরুষ বল...
20/07/2025

প্রশ্নটা খুবই সাধারণ, অথচ এর উত্তরটা অনেক কষ্টের।

"আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে?" এই প্রশ্নের জবাবে অধিকাংশ পুরুষ বলে মা, মেয়ে, বোন, কিংবা নানী।

অথচ একবারও কেউ বলে না "আমার স্ত্রী"।

স্ত্রী কেন প্রিয় নারী হতে পারে না?

তার কি ভালোবাসা কম? না কি ত্যাগের কোনো ঘাটতি আছে?

নাকি সে এমন কোনো অপরাধ করেছে যার কারণে তাকে প্রিয় বলাটা অপরাধের মতো মনে হয়?

বাঙালি পুরুষদের একটা মানসিক বাধা আছে স্ত্রীকে 'ভালোবাসি' বললে বুঝি মান-সম্মান চলে যাবে, বন্ধুরা তাকে 'বউ পাগল' বলবে, বা হয়তো স্ত্রীর কাছে নিজেকে ছোট মনে হবে, যেন স্ত্রীকে সম্মান দিলে নিজের 'হেডম' কমে যাবে।

কিন্তু বাস্তবতা হলো এই 'না বলা ভালোবাসার' নারীটাই একসময় নিজের ঘর ছেড়ে আসে, একজন প্রায় অপরিচিত ছেলেকে জীবনসঙ্গী মানে, অভিজাত বাবার বাড়ি থেকে স্বল্প আয়ের ছেলেটার ছোট ভাড়াবাড়িতে এসে জীবন গড়ে তোলে
একসময় এই নারীটাই ঘরের সব দায়িত্ব কাঁধে নেয়, অর্থনৈতিক টানাপোড়েনের দিনেও স্বপ্ন দেখে সংসারটা রাঙানোর। অসহ্য ঝাল তরকারি খেয়েও মুখে হাসি রেখে শ্বশুর বাড়িকে নিজের করে তোলে। অভিযোগ করে না, কাঁদে না, শুধু সহ্য করে কারণ সে জানে, এটা তার নতুন সংসার।

হয়তো সেই নারীই একদিন রাতভর জেগে থেকেছে তোমার জ্বরের পাশে, তোমার মায়ের মতো সেবা করেছে, হাসপাতালের করিডোরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেছে, বাচ্চার প্রসব যন্ত্রণা ভুলে গিয়েছে শুধুমাত্র তোমার একটা 'ধন্যবাদ' পাওয়ার আশায়।

স্ত্রীরা মানুষ। তাদেরও ভুল হয়। তারা রেগে যায়, ক্লান্ত হয়, কষ্ট পায়। তারা মায়ের মতো নিঃস্বার্থ না কিন্তু তারা প্রতিদিন চেষ্টা করে নিঃস্বার্থ হওয়ার।,তবুও, তাদের প্রিয় নারী বলা হয় না। কারণ এই সমাজ শিখিয়েছে স্ত্রীকে প্রশংসা করলে তুমি দুর্বল, তুমি পরাধীন, তুমি ছোট। এই সমাজ এখনও বোঝেনি ভালোবাসা দেখানো দুর্বলতা নয়, বরং সাহস।

আজও একটা ছেলে তার স্ত্রীর নাম করে কাঁদে না, বন্ধুদের সামনে বলে না "ও না থাকলে আমি কিছুই হতাম না।”

আসলে প্রিয় হওয়ার জন্য মা হওয়া লাগে না, মেয়ের মতো নিষ্পাপ হওয়া লাগে না, বোনের মতো নির্ভরশীল হওয়া লাগে না প্রিয় হতে হলে শুধু চাই সম্মান আর স্বীকৃতি।

তুমি যদি সত্যিই মানুষ হতে চাও তোমার জীবনের সঙ্গীটিকে প্রিয় বলার সাহস দেখাও। তোমার স্ত্রীর ত্যাগ, ভালোবাসা, সহানুভূতি সবই প্রিয় হওয়ার জন্য যথেষ্ট।

তবে হ্যাঁ, প্রিয় স্ত্রী খোঁজার আগে তাকে প্রিয় ভাবার মানসিকতা গড়ে তোলো। কারণ যে নারী তার সব ফেলে তোমার কাছে এসেছে, সে কেবল স্ত্রী নয়

সে তোমার জীবনের শ্রেষ্ঠ সহযাত্রী।
©️ ゚

এক কাপ চায়ের চুমুকে শুরু হয় রবিবারক্যাফেইনে ডুবে ভুলে যাই যাবতীয় পিছুটানএখানে ব্যস্ততাই যেন কাম্যসূর্য তার গতিতে জানিয়ে ...
20/07/2025

এক কাপ চায়ের চুমুকে শুরু হয় রবিবার
ক্যাফেইনে ডুবে ভুলে যাই যাবতীয় পিছুটান
এখানে ব্যস্ততাই যেন কাম্য
সূর্য তার গতিতে জানিয়ে দিবে
নীড়ে ফেরার এখন হয়েছে সময়।

কুটুবরু

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুটুবরু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share