Madaripur News protidin

Madaripur News protidin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madaripur News protidin, Media/News Company, Dhaka Madaripur police, Dhaka.

THIS is News page..24 hours update
news upload

মাদারীপুরে সকল সংবাদ পেতে সবার আগে, ফলো দিন

যে কোন তথ্য থাকলে দিতে পারেন আমাদের অফিশিয়াল নাম্বারে ০১৭৭১৭৯৩০৬৩

12/10/2025

মাদারীপুরে প্রবাসীর বউ পরকীয়ায় জড়ালে এলাকাবাসী হাতেনাতে আটক করে

মাদারীপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন পাঠক কান্দি এলাকায় আখি আক্তার (৩২) নামে এক নারী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে...
12/10/2025

মাদারীপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন পাঠক কান্দি এলাকায় আখি আক্তার (৩২) নামে এক নারী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।এঘটনায় মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করেন।পরপ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় মৃতদেহ।তবে তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১:০০ টার দিকে পুরাতন বাস স্ট্যান্ডে ইউসুফ পেট্রোল পাম্পের পিছনে পাঠক কান্দি নামক এলাকার নিজ বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। পরের দিন রবিবার বেলা ১১:০০ টার দিকে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আখি আক্তারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

#মাদারীপুর #মাদারীপুর_নিউজ__প্রতিদিন

11/10/2025

জেলেদের হা ম লায় মৎস্য বিভাগের ২জন আহত, একজন আটক।

11/10/2025

অনিক মাতুব্বরের উপর যারা হা/ম/লা করেছে তারা প্রকাশ্যে ঘুরছে। এখনো হয়নি কেউ গ্রেফতার!!

মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকায় কিশোর গ্যাং*য়ের হা*মলায় অনিক মাতুব্বর (২৫) নামে এক যুবকের পা ভেঙে গেছে। গত বৃহস্পতিবার বিকেলে আমিরাবাদের মন্টু ভূঁইয়া সড়ক সংলগ্ন লাকি ফার্নিচারের সামনে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় অভিযুক্তদের নামে মাদারীপুর সদর থানায় মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। প্রকাশ্যে ঘুরছে মামলার আসামিরা।

হা*মলার ঘটনার সিসিটিভি ফুটে

কালকিনির আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার, প্রশাসন নীরব!মাদারীপুরের কালকিনিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নদীতে ইলিশ শিকার অব্যা...
11/10/2025

কালকিনির আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার, প্রশাসন নীরব!

মাদারীপুরের কালকিনিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নদীতে ইলিশ শিকার অব্যাহত। স্থানীয়রা অভিযোগ করেছেন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

জেলেরা বলছেন, প্রতিদিনই নদীতে অবৈধ জাল ব্যবহার করে ইলিশ ধরা হচ্ছে। এর ফলে প্রজননকালীন ইলিশের ক্ষতি হচ্ছে এবং স্থানীয় মানুষের জীবিকা প্রভাবিত হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা আশা করছেন দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

11/10/2025

মাদারীপুরে এভাবেই টাকা তোলে হি*জ *রা।
কোথাও বাচ্চা হলেই সাধারণ মানুষকে জিম্মি করে চাদাবাজী করে এরা

#মাদারীপুর_নিউজ__প্রতিদিন #ভাইরালভিডিওシ

সবুজ বাংলাদেশ ফাউন্ডেশনের মাদারীপুর জেলার   সহ-সভাপতি  হলেন সাংবাদিক ইসমাইল খান হৃদয়।
11/10/2025

সবুজ বাংলাদেশ ফাউন্ডেশনের মাদারীপুর জেলার সহ-সভাপতি হলেন সাংবাদিক ইসমাইল খান হৃদয়।

মাদারীপুরে দুটি বাস-কাভার্ডভ্যানের সংঘ র্ষে একজন নিহ ত হয়েছেন।তাছাড়া এ ঘটনার আহ ত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার ভোররাতে ঢাক...
11/10/2025

মাদারীপুরে দুটি বাস-কাভার্ডভ্যানের সংঘ র্ষে একজন নিহ ত হয়েছেন।
তাছাড়া এ ঘটনার আহ ত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুরে এ ঘটনা ঘটে।

রাজধানী থেকে বরিশাল যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। কুতুবপুর এলাকায় আসলে যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধা ক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি ছিট কে সড়কের অপরপাশে চলে যায়। এ সময় ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে আরেকটি বাস সজোরে ধা ক্কা দেয়। ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালকের মৃ ত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুরে ২০পিচ ই য়াবাসহ হাসান সেরনিয়াবাত (৩৩) নামে এক যুবককে আটক করছে পুলিশ। শুক্রবার ভোরে ডাসার উপজেলার গোপালপুর ইউনি...
10/10/2025

মাদারীপুরে ২০পিচ ই য়াবাসহ হাসান সেরনিয়াবাত (৩৩) নামে এক যুবককে আটক করছে পুলিশ। শুক্রবার ভোরে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
#মাদারীপুর #মাদারীপুর_নিউজ__প্রতিদিন

জমজমাট ইলিশ******************নিষেধাজ্ঞা অমান্য করে মাদারিপুর জেলার শিবচরের কা‌জিরসূরা, মাদবরচর, চরজানাজাতের চরাঞ্চ‌লে অব...
10/10/2025

জমজমাট ইলিশ
******************
নিষেধাজ্ঞা অমান্য করে মাদারিপুর জেলার শিবচরের কা‌জিরসূরা, মাদবরচর, চরজানাজাতের চরাঞ্চ‌লে অবাধে ইলিশ শিকার ও জমজমাট অস্থায়ী হাট ব‌সে‌ছে।

10/10/2025

মাদারীপুরের রাজৈর বাজিতপুর ইউনিয়নে বিশাল ভেলা বাইচ

09/10/2025

মাদারীপুরের ডাসারে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার

মেহেদী হাসান কে প্রায় ১ বছর ধরে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানান পরিবার। মেহেদী হাসান এর মা ও বাবা যা বলেন....

অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার-(৪২), তার সহযোগী অহিদ হাওলাদার-(৩০) ও সোহেল মাতুব্বরকে (৩২) গ্রেফতার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ।

Address

Dhaka Madaripur Police
Dhaka

Telephone

01771793063

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madaripur News protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madaripur News protidin:

Share