26/12/2025
হাদি একজন গিনিপিগ? যেহেতু কোলিজায় হাত দিলেন, সেহেতু মুখ খুলতে হয়।
তারেক রহমানকে রিসিভ করতে আজ যে গণসংযোগ দেখছেন, সবগুলো বেইমান। আই রিপিট, সবগুলো বেইমান, ভাড়াটে বললেও ভুল হবে না। দুঃখ নেবেন না, যাস্ট একটা একটা প্রশ্নের উত্তর দিয়েন।
৩০০ ফিট কানায় কানায় ভরে গেছে। পা ফালানোর জায়গা নাই। বেগম জিয়ার বাসার সামনে থেকে ট্রাক সরাতে কজন এসেছিলেন? আজ নেতাকর্মীর অভাব নাই, কিন্তু ১৭ বছরে সতেরোটা জনসভা করা বুকের পাটা দেখানোর সাহস হয় নাই।
বেইমান বলাতে দুঃখ পেলেন? পাওয়াটা স্বাভাবিক। যাদের বিনিময়ে জুলাই পেলেন, মুক্ত হলেন, গলা উচু করা কথা বলার সাহস পেলেন, রাজনৈতিক মঞ্চ থেকে ময়দান ফিরে পেলেন, তাঁদের মধ্যে হাদি ছিলেন সামনের কাতারের একজন। এমন একজন ইনসাফের নায়ক এখন গিনিপিগ?
আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমার ভাইয়ের বিচার তো অবশ্যই চাই, একই সাথে আপনাদের করুন পরিণতি দেখার অপেক্ষায় রইলাম। সেদিন যদি কেউ গিনিপিগ বলে, দুঃখ পাবেন না।
প্রকৃতি তার হিসেব বাকি রাখে না।
আল্লাহ তা'আলা উত্তম বিচারক। তার বিচারে কোনপ্রকার পক্ষপাতিত্ব নেই।
- সংগ্রহ