ব্যাপন - Byapon

ব্যাপন - Byapon Byapon is a National Youth Science Magazine.

১৭৮০ সালে ইতালির এক অধ্যাপক লুইজি গ্যালভানি ব্যাঙের পায়ের পেশীতে ছুরি ছোঁয়াতেই হঠাৎ সেটা লাফিয়ে উঠল। সবাই ভাবল— জাদু! কি...
05/11/2025

১৭৮০ সালে ইতালির এক অধ্যাপক লুইজি গ্যালভানি ব্যাঙের পায়ের পেশীতে ছুরি ছোঁয়াতেই হঠাৎ সেটা লাফিয়ে উঠল। সবাই ভাবল— জাদু! কিন্তু গ্যালভানি বুঝলেন, এটা বিদ্যুতের প্রভাব।
তার এই পরীক্ষাই এক নতুন বিজ্ঞানের জন্ম দেয়— বায়োইলেকট্রিসিটি (Bioelectricity)।
পরে তাঁর ছাত্র অ্যালেসান্দ্রো ভোল্টা এই ধারণা থেকে প্রথম ব্যাটারি বানান, আর তার নামেই আজ আমরা বলি “Volt”।
অর্থাৎ এক ব্যাঙের পা থেকেই আজকের বিদ্যুৎযুগের সূচনা!

শীত এলেই ঠোঁট ফাটে! একটা অতি সাধারণ বিষয়, কিন্তু এর পেছনের ইতিহাস ও বিজ্ঞান অনেক গভীর। প্রাচীন মিশরীয় সভ্যতায় মানুষ ঠোঁট...
04/11/2025

শীত এলেই ঠোঁট ফাটে! একটা অতি সাধারণ বিষয়, কিন্তু এর পেছনের ইতিহাস ও বিজ্ঞান অনেক গভীর।
প্রাচীন মিশরীয় সভ্যতায় মানুষ ঠোঁট ফাটার সমস্যাকে রোধ করতে ব্যবহার করত মৌমাছির মোম ও উদ্ভিজ্জ তেল; এটি ছিল পৃথিবীর প্রথম “লিপবাম”-এর রূপ।
খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে হিপোক্রেটিস তাঁর চিকিৎসা-লেখায় শুষ্ক ঠোঁটকে “বাতাস ও ঠান্ডার প্রভাবে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা হ্রাস” বলে ব্যাখ্যা করেছিলেন। পরে মধ্যযুগে ইউরোপে ঠান্ডা জলবায়ুতে বসবাসরত মানুষরা পশুর চর্বি ব্যবহার করে ঠোঁট আর্দ্র রাখত।

বিজ্ঞানের দিক থেকে ঠোঁট ফাটার কারণ এখন পরিষ্কারভাবে বোঝা গেছে। ঠোঁটে কোনো ঘাম বা তৈলগ্রন্থি নেই, তাই শীতকালের শুষ্ক বাতাসে এখানকার কোষ দ্রুত পানি হারায়। এই প্রক্রিয়াকে আধুনিক বিজ্ঞান বলে “Transepidermal Water Loss”। শীতে বাতাসের আর্দ্রতা কমে গেলে ঠোঁটের পৃষ্ঠে থাকা পাতলা ত্বক ফেটে যেতে থাকে। অনেকে ঠোঁট শুকালে জিহ্বা দিয়ে ভিজিয়ে নেন—এতে সাময়িক আরাম মিললেও আসলে ঠোঁট আরও শুষ্ক হয়, কারণ লালার জলীয় অংশ দ্রুত বাষ্পীভূত হয়ে যায়।

বাংলা লোকসংস্কৃতিতেও ঠোঁট ফাটার চিকিৎসা ছিল ঘরোয়া। দাদী-নানীরা শীতে মধু, সরিষার তেল বা ঘি লাগাতে বলতেন। এখন বিজ্ঞান বলছে, এ উপাদানগুলো সত্যিই আর্দ্রতা ধরে রাখে ও ঠোঁটের ক্ষত সারাতে সহায়ক। আধুনিক যুগে এসে ভিটামিন B-কমপ্লেক্স, আয়রন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডকেও এই সমস্যার প্রতিকার হিসেবে দেখা হয়।

এই ছোট্ট সমস্যার মধ্যেও লুকিয়ে আছে সময়ের গল্প, যেখানে মানুষ প্রাচীন যুগ থেকে ঠোঁট রক্ষার জন্য প্রাকৃতিক উপকরণে ভরসা রেখেছে, আর আধুনিক বিজ্ঞান সেই প্রাকৃতিক জ্ঞানের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে।

#শীতে_ঠোঁট_ফাটা #ঘরোয়া_প্রতিকার

হৃদরোগ আজকের বিশ্বে সবচেয়ে বেশি মানুষকে প্রভাবিত করছে। বহু মানুষের উচ্চ রক্তচাপ, হার্টফেল বা ক্রনিক হৃদরোগের সমস্যা থাকে...
03/11/2025

হৃদরোগ আজকের বিশ্বে সবচেয়ে বেশি মানুষকে প্রভাবিত করছে। বহু মানুষের উচ্চ রক্তচাপ, হার্টফেল বা ক্রনিক হৃদরোগের সমস্যা থাকে। এই গবেষণার মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান একসাথে এসেছে, যা হৃদরোগের ঝুঁকি ও চিকিৎসা পুরোপুরি বদলে দিতে পারে।

নতুন ওষুধ – Baxdrostat:
* এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে “গেম‑চেঞ্জার” হিসেবে বিবেচিত হচ্ছে।
* অন্যান্য ওষুধে যে সীমা থাকত, সেই সীমা পার করে এটি রক্তচাপ প্রায় ৯‑১০ মিমি মেরুকায় কমাতে পারে।
* অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সাধারণ ওষুধে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদের জন্য এটি নতুন আশা।

ডায়েট – পটাসিয়াম‑সমৃদ্ধ খাবার:
* কলা, অ্যাভোকাডো, পালং শাক ইত্যাদি নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি প্রায় ২৪% কমে যেতে পারে।
* ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করাও খুব গুরুত্বপূর্ণ।

এআই‑চালিত ডিভাইস:
* এখন এমন এআই স্টেথোস্কোপ তৈরি হয়েছে, যা মাত্র ১৫ সেকেন্ডে হার্টের তিন ধরনের সমস্যার সনাক্তকরণ করতে সক্ষম।
* অর্থাৎ ডাক্তার না থাকলেও, প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে হার্টের সমস্যা ধরতে পারা যাবে।

রেফারেন্স: The Guardian: Drugs, diet and AI – gamechanger research on heart conditions

#বাংলাদেশে_বিজ্ঞান #ফেসবুকট্রেন্ড

তুমি কি জানো, আমরা যেভাবে পৃথিবী দেখি — সেটাই পুরো বাস্তব নয়?বিজ্ঞানীরা এবার প্রমাণ করেছেন, বস্তুর ভেতর দিয়ে বস্তুর “গমন...
02/11/2025

তুমি কি জানো, আমরা যেভাবে পৃথিবী দেখি — সেটাই পুরো বাস্তব নয়?
বিজ্ঞানীরা এবার প্রমাণ করেছেন, বস্তুর ভেতর দিয়ে বস্তুর “গমন” সম্ভব, যদিও সেটা অসম্ভব মনে হয়! এই রহস্যই হলো “Quantum Tunneling” যেখানে কোনো কণা দেয়ালের ভেতর দিয়েও চলে যেতে পারে!

এই তত্ত্বকে প্রমাণযোগ্য করে তুলেছেন তিনজন মার্কিন গবেষক, আর এর ফলেই তাঁরা পেয়েছেন ২০২৫ সালের নোবেল পুরস্কার (Physics)।
এই আবিষ্কারের কারণে ভবিষ্যতে তৈরি হবে এমন কোয়ান্টাম কম্পিউটার, যেগুলো আমাদের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারকেও ছাপিয়ে যাবে
শুধু তাই নয় — মেডিকেল সেন্সর, পারমাণবিক শক্তি, এমনকি মহাবিশ্বের গঠন বোঝার ক্ষেত্রেও এই তত্ত্ব নতুন দিগন্ত খুলে দিয়েছে

ref: Associated Press (AP News) – Three scientists at US universities win Nobel Prize in Physics for advancing quantum technology

#বিজ্ঞানেরঅদ্ভুতদুনিয়া ”

একদল গবেষক Oregon Health & Science University-তে মানব চামড়ার কোষ থেকে সেই কোষগুলোকে রূপান্তর করেছে যাতে সেগুলো পরবর্তীতে...
31/10/2025

একদল গবেষক Oregon Health & Science University-তে মানব চামড়ার কোষ থেকে সেই কোষগুলোকে রূপান্তর করেছে যাতে সেগুলো পরবর্তীতে মূলে “ডিম্বাণু” হতে পারে — অর্থাৎ যেসব নারী ডিম্বাণু দিতে পারবেন না (বয়স, রেডিয়েশন বা অন্য কারণবশত) তাদের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। গবেষণায় দেখা গেছে, যদিও এখনও ক্লিনিকে ব্যবহারযোগ্য পর্যায়ে নেই, তবে এটা “সিদ্ধান্তমূলক ধারণা” রূপে ধরা হয়েছে।

ref: The Guardian

Problem Solved!
30/10/2025

Problem Solved!

অন্ধ শক্তি (Dark Energy) — এই রহস্যময় শক্তিকেই বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মনে করেছেন মহাবিশ্বের সম্প্রসারণের মূল চালিকা।কিন...
29/10/2025

অন্ধ শক্তি (Dark Energy) — এই রহস্যময় শক্তিকেই বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মনে করেছেন মহাবিশ্বের সম্প্রসারণের মূল চালিকা।
কিন্তু, সর্বশেষ গবেষণায় দেখা যাচ্ছে, এই শক্তি হয়তো সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ছে!

২০২৫ সালের মার্চে যুক্তরাজ্যের বিখ্যাত The Guardian-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল James Webb Space Telescope এবং Dark Energy Spectroscopic Instrument (DESI)-এর তথ্য বিশ্লেষণ করে দেখেছে যে —
-মহাবিশ্বের সম্প্রসারণের গতি আগের তুলনায় সামান্য কমে যাচ্ছে,
-অর্থাৎ Dark Energy হয়তো ধীরে ধীরে নিজ শক্তি হারাচ্ছে,
- এর মানে হতে পারে ভবিষ্যতে মহাবিশ্বের প্রসারণ থেমে গিয়ে আবার সংকোচনের (Big Crunch) পথে যেতে পারে!

Reference:
“Dark energy: mysterious cosmic force appears to be weakening, say scientists” — The Guardian, March 19, 2025

ভাবুন, আপনি একটা বেলুন ফুলাচ্ছেন - যত বাতাস ঢোকাচ্ছেন, তত বড় হচ্ছে। এখন যদি হঠাৎ বাতাস কমতে শুরু করে, বেলুনটা ধীরে ধীরে থেমে যাবে।
ঠিক তেমনভাবেই, মহাবিশ্বও একটা বিশাল “বেলুন” — আর অন্ধ শক্তি ছিল সেই “বাতাস”। এখন যদি তা কমে যায়, তাহলে একদিন হয়তো এই বিস্তৃতি থেমে যাবে, এমনকি উল্টো দিকেও যেতে পারে!

📢 #বিজ্ঞান

সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা স্টেম সেল (Stem Cell) ব্যবহার করে মানুষের মেরুদণ্ডের মূল কাঠামো “নটোকর্ড” (Notochord) ল্যা...
27/10/2025

সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা স্টেম সেল (Stem Cell) ব্যবহার করে মানুষের মেরুদণ্ডের মূল কাঠামো “নটোকর্ড” (Notochord) ল্যাবে সফলভাবে তৈরি করতে পেরেছেন।
এই নটোকর্ড আসলে মানুষের মেরুদণ্ড বা স্পাইনাল কলামের ভিত্তি, যেটি ভ্রূণের বিকাশে “রোডম্যাপ” হিসেবে কাজ করে। পরে এটি পরিণত হয়ে মেরুদণ্ডের ইন্টারভার্টিব্রাল ডিস্ক (intervertebral disc) অংশ গঠনে সাহায্য করে।

এই গবেষণায় বিজ্ঞানীরা মানব ভ্রূণ থেকে সংগৃহীত induced pluripotent stem cells (iPSC)-কে বিশেষ রাসায়নিক সিগন্যালের মাধ্যমে নটোকর্ড-সদৃশ কাঠামোতে রূপান্তর করেছেন। এটি মানবদেহে মেরুদণ্ড-সংক্রান্ত রোগ যেমন ডিস্ক ডিজেনারেশন, স্কোলিওসিস, ও স্পাইনাল ইনজুরি নিরাময়ের সম্ভাবনা জাগাচ্ছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব সূত্র একত্রে সাজানো সহায়ক পুস্তিকা।🔹 গণিত ও পদার্থবিজ্ঞানের সূত্...
26/10/2025

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব সূত্র একত্রে সাজানো সহায়ক পুস্তিকা।

🔹 গণিত ও পদার্থবিজ্ঞানের সূত্র সহজে মনে রাখতে ও প্রয়োগে দক্ষতা বাড়াতে
🔹 পরীক্ষার আগে দ্রুত পুনরাবৃত্তি করার জন্য
🔹 শিক্ষার্থীদের ধারণা ও অনুশীলন শক্তিশালী করতে

বৈশিষ্ট্যসমূহ:
✅ গুরুত্বপূর্ণ সূত্রসমূহ এক নজরে সাজানো
✅ সহজবোধ্য বিন্যাস ও রঙিন উপস্থাপন
✅ দ্রুত রিভিশনের জন্য পারফেক্ট গাইড
✅ পরীক্ষার প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক

মূল্য: মাত্র ১৩০ টাকা
প্রকাশক: ব্যাপন (Byapon)

সংগ্রহ করতে inbox us

বিজ্ঞানীরা একটি বিশেষ কনট্যাক্ট লেন্স তৈরি করেছেন, যা ইনফ্রারেড (অদৃশ্য) আলো ধরতে পারে। অর্থাৎ সাধারণ চোখে যা দেখা যায় ন...
25/10/2025

বিজ্ঞানীরা একটি বিশেষ কনট্যাক্ট লেন্স তৈরি করেছেন, যা ইনফ্রারেড (অদৃশ্য) আলো ধরতে পারে। অর্থাৎ সাধারণ চোখে যা দেখা যায় না, সেই আলোও এই লেন্স দিয়ে ধরা সম্ভব। এটি মূলত ন্যানো‑উপকরণযুক্ত লেন্স, যা আলোকে বিশেষভাবে সংবেদনশীল করে।

সাধারণ নাইট ভিশন গগলসের পরিবর্তে এটি সরাসরি চোখে ব্যবহার করা যাবে।
সামরিক, নিরাপত্তা এবং অনুসন্ধান কাজে এই লেন্স বিপ্লব আনতে পারে।
দৈনন্দিন জীবনে এমন লেন্স ব্যবহার করা যায় যেমন রাতের অন্ধকারে নিরাপদে চলাচল করা বা রাত্রিকালীন গবেষণায় সুবিধা পাওয়া।

লেন্সের মাইক্রো এবং ন্যানো স্তর ইনফ্রারেড রশ্মিকে ধরা এবং তা মানব চোখের জন্য দৃশ্যমান রূপে রূপান্তর করতে পারে।
এটি একটি ধরনের “অদৃশ্য পর্দা” তৈরি করে, যা চোখকে অতৃপ্ত আলো দেখার ক্ষমতা দেয়।

Google সম্প্রতি ঘোষণা দিয়েছে তাদের নতুন কোয়ান্টাম অ্যালগরিদম “Quantum Echoes” রেকর্ড গড়ে ফেলেছে , এটি সাধারণ সুপারকম্পিউ...
24/10/2025

Google সম্প্রতি ঘোষণা দিয়েছে তাদের নতুন কোয়ান্টাম অ্যালগরিদম “Quantum Echoes” রেকর্ড গড়ে ফেলেছে , এটি সাধারণ সুপারকম্পিউটারের তুলনায় প্রায় ১৩,০০০ গুণ দ্রুত কোনো রাসায়নিক বা মলিকিউলার বিক্রিয়া সিমুলেট করতে পারে! এই প্রযুক্তি এমন সব অণু-অণুর আচরণ মুহূর্তেই বিশ্লেষণ করতে পারে, যা আগে বিজ্ঞানীদের সপ্তাহের পর সপ্তাহ লাগত বুঝতে। ফলে ওষুধ তৈরি, ক্যানসার চিকিৎসা, এমনকি নতুন শক্তি-উপকরণ উদ্ভাবনে এই কোয়ান্টাম কম্পিউটিং খুলে দিতে পারে এক নতুন দরজা। সহজ ভাষায় — যেসব কাজ আগে “অসম্ভব” মনে হতো, সেগুলো এখন “মুহূর্তের” ব্যাপার হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, আগামী দশকে এই প্রযুক্তি চিকিৎসা ও প্রযুক্তি দুই দিকেই মানুষের জীবন পাল্টে দেবে।

#বিজ্ঞানের_নতুন_যুগ #বিজ্ঞানের_খবর #বিজ্ঞান_চিন্তা

বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে থেকে মাত্র ১০ জন তরুণী গবেষক এই ফেলোশিপ পেয়েছেন, তাদের মধ্যে মারজানা বাংলাদেশের প্রথম নারী গবে...
23/10/2025

বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে থেকে মাত্র ১০ জন তরুণী গবেষক এই ফেলোশিপ পেয়েছেন, তাদের মধ্যে মারজানা বাংলাদেশের প্রথম নারী গবেষক হিসেবে স্থান পেয়েছেন।

এই ফেলোশিপের আয়োজন করা হচ্ছে জীববৈজ্ঞানিক অস্ত্রবিরোধী চুক্তির (Biological Weapons Convention) ৫০ বছর পূর্তি উপলক্ষে। এর মূল লক্ষ্য হলো জীববিজ্ঞানের জ্ঞান ও গবেষণাকে মানবকল্যাণে ব্যবহার এবং বায়োসিকিউরিটি বিষয়ে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করা।

মারজানা সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের পোলট্রিতে চিকেন ইনফেকশাস অ্যানিমিয়া ভাইরাস (CIAV), যেখানে তিনি দেশের প্রথম জেনোটাইপ ৩বি স্ট্রেইন শনাক্ত করেন।

Address

37/2, Fayenaz Tower (4/C), Box Culvert Road, Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ব্যাপন - Byapon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যাপন - Byapon:

Share

Category