GreenRoof

GreenRoof বাগান করি স্বপ্ন গড়ি Gardening to Cherish Dreams

15/07/2025

সবজি চাষে ভালো ফলনের জন্য মাটি শোধন (Soil sterilization বা soil disinfection) খুবই গুরুত্বপূর্ণ। এতে মাটিতে থাকা রোগজীবাণু, পোকামাকড়ের ডিম, আগাছার বীজ এবং ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়। নিচে সবজি চাষের জন্য গুরুত্বপূর্ণ কিছু মাটি শোধন পদ্ধতি তুলে ধরা হলো:



✅ ১. সূর্যালোক দিয়ে মাটি শোধন (Solarization)
• পদ্ধতি:
• জমি ভালোভাবে চাষ দিয়ে সমান করুন।
• জমি সেচ দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিন।
• পুরো জমি কালো বা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে দিন।
• এভাবে ৪–৬ সপ্তাহ রেখে দিন (গ্রীষ্মকালে)।
• উপকারিতা:
• মাটির তাপমাত্রা বেড়ে গিয়ে ব্যাকটেরিয়া, ছত্রাক, আগাছার বীজ মারা যায়।



✅ ২. রাসায়নিক পদার্থ দিয়ে শোধন
• ফরমালিন:
• ১ লিটার ফরমালিন ৪০ লিটার পানিতে মিশিয়ে প্রতি বর্গমিটারে ৪–৫ লিটার হারে প্রয়োগ করুন।
• প্রয়োগের পর পলিথিন দিয়ে ২–৩ দিন ঢেকে রাখুন।
• তারপর জমি খোলা রেখে ১০–১৫ দিন বাতাসে শুকাতে দিন।
• লেবাসটা (Bleaching Powder):
• ১০০–১৫০ গ্রাম প্রতি বর্গমিটারে ব্যবহার করা যায়।

⚠️ সতর্কতা: রাসায়নিক ব্যবহারে অবশ্যই সুরক্ষা উপকরণ ব্যবহার করুন এবং নির্ধারিত সময় পার না হওয়া পর্যন্ত চাষাবাদ করবেন না।



✅ ৩. জৈব পদ্ধতিতে শোধন
• গোবর সার ও ট্রাইকোডার্মা:
• প্রতি শতকে ৪০–৫০ কেজি পচা গোবর সার এবং ২০০ গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে ৭–১০ দিন রেখে দিন।
• এটি প্রাকৃতিকভাবে ক্ষতিকর জীবাণু নিয়ন্ত্রণ করে।
• নিম খৈল:
• প্রতি শতকে ২–৩ কেজি নিম খৈল প্রয়োগ করুন।
• এটি পোকার ডিম ও ছত্রাকনাশক হিসেবে কাজ করে।



✅ ৪. গরম পানি দিয়ে শোধন (বীজতলার জন্য)
• বীজতলার মাটি গরম পানিতে (৬০–৭০ ডিগ্রি সেলসিয়াস) ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন।
• এরপরে ঠান্ডা করে বীজ বপন করুন।

মোঃআক্তার হোসেন
উপসহকারী কৃষি কর্মকর্তা
কোম্পানীগঞ্জ ,সিলেট।

17/06/2025
08/06/2025

Address

House No#15/2,Road No#2, North Nondipara(Rasulbag) Bashaboo,Khilgaon)
Dhaka
1920

Telephone

01552415244

Website

Alerts

Be the first to know and let us send you an email when GreenRoof posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GreenRoof:

Share