21/10/2025
গাজীপুরের শিশুটির বিচার এখনো নিশ্চিত হয়নি! এদিকে ঘটে গেলো আরেক ঘটনা!হায়রে আমাদের সমাজ,হায়রে বাংলাদেশের আইন!গত পরশু রবিবার সিরাজগঞ্জের কামারখন্দে এ ঘটনা ঘটে।মেয়েটি আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।বয়স,১৪! রবিবার দিন মাদ্রাসায় যাচ্ছিলো। রাস্তা থেকে বখাটে যুবকেরা মেয়েটিকে ধরে একটি রেস্তোরাঁয় নিয়ে যায়। সেখানে ৫-৬ জন একের পর এক মেয়েটিকে ধ*র্ষণ করে!মেয়েটির চিৎকার যেন বাহিরে না যায় সেজন্য ধর্ষকেরা উচ্চশব্দে সাউন্ডবক্স ছেড়ে রেখেছিলো!ভাবা যায়?কি নির্মম নির্যাতন চালিয়েছে মেয়েটির উপর!
সোমবার সন্ধ্যায় মেয়েটির পরিবার এ ব্যাপারে ছয়জনের (নাইম,আকাশ,আতিক,নাছিম,ইমরান,নাজমুল)ব্যাপারে একটি মামলা করেন!বিচার কি আদৌ হবে? সিরাজগঞ্জ কামারখন্দের ভাইয়েরা মেয়েটির পাশে দাঁড়ান,তার পরিবারকে বিচার পেতে সহযোগিতা করুন!
এইসব ঘটনার সমাধান না হবার একমাত্র কারণ বাংলাদেশের আইন! ধর্ষক আটক করে জেলে রেখে দেয়া হয়। দিনশেষে বিচার বলতে কিছুই হয় না। তাহলে এরা ভয় পাবে কেন?
মানুষ এখন সামান্য কারণে খু *ন করে ফেলে।যৌ*ন চাহিদা জাগলেই ধ*র্ষণ করে ফেলে! ইচ্ছা হলেই স্বাধীনতা ভেবে অন্য ধর্মকে অবমাননা করে ফেলে।
এগুলার শাস্তি কি বাংলাদেশের আইনে হয়?হয়না।কয়েকটা খু *নীকে ফাঁ*সি দেয়া হোক,কয়েকটা ধর্ষ*ককে ফাঁ*সি দেয়া হোক।কয়েকটা ধর্ম অবমাননাকারীকে ফাঁ*সি দেয়া হোক!দেখেন এসব কমে কিনা! কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র এটা করবে না!
খু ন, ধ*র্ষণ,অন্য ধর্ম অবমাননা—এসবের সমাধান শরীয়াহ আইন! মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি,যা নিশ্চিত করতে হবে।
আমি বরাবরের ন্যায় এবারও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি!আর কত দাবি জানালে এসব শেষ হবে, আল্লাহ মালুম!তবে আমি হাল ছাড়বো না..
ঘটনা ভাইরাল না হলে বিচার আশা করা ঘুমিয়ে কল্পনা দেখার মতোই!তাই অনলাইনে আওয়াজ তুলুন,ঘটনা ছড়িয়ে দিন।
-মাযহারুল ইসলাম