Pinky's Daily

Pinky's Daily Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pinky's Daily, Digital creator, Dhaka.
(5)

হ্যালো বন্ধুরা.. আমি একজন সাধারণ মানুষ.. আমার এই সাধারণ জীবনের ঘুরাঘুরি, খাবার-দাবার, রান্না-বান্না, ব্লগ সবকিছু তোমাদের সাথে শেয়ার করি🥰❤️ সবাইকে আমার ভালোবাসা জানালাম 😍🥰

আহা! এ যে তিন রমণীর তিন প্রকার উপাখ্যান! কেহ বা নিভৃতে, কেহ বা জনসমক্ষে, আর কেহ বা কলহের তুলাদণ্ডে নিজ জীবন মাপিছেন।​প্র...
09/11/2025

আহা! এ যে তিন রমণীর তিন প্রকার উপাখ্যান! কেহ বা নিভৃতে, কেহ বা জনসমক্ষে, আর কেহ বা কলহের তুলাদণ্ডে নিজ জীবন মাপিছেন।

​প্রথমে ধরুন নওশীন-কে। স্বামী বেচারা ছয়-সাত বৎসর পূর্বে পটল তুলিয়াছেন, তাও আবার আ//ত্ম//হ//ত্যা করিয়া! শাশ্বত প্রেম-ভক্তি দেখিলে মন জুড়াইয়া যায়!

অথচ, নওশীন এখনও একাকিনী। ইচ্ছা করিলেই তো আবার সাত পাকে বাঁধা পড়িয়া নবরূপে ঘর-সংসার পাতিবার অধিকার ছিলো।
কিন্তু না! বিধবা-জীবনের ত্যাগের মহিমা প্রচার করিয়া যেন তিনি সমাজের এক নীরব আদর্শ স্থাপন করিয়াছেন।

​তাহার পর শাহনাজ শিমুল আপু! ইঁহাকে চেনে না এমন লোক বিরল। রনি-ভাই সাত-আট বৎসর হইল স্বর্গে গমন করিয়াছেন। আপু কিন্তু এখনও ‘মুভ অন’ বা অগ্রসর হন নাই। তাঁহাকে যত দেখি, তত বিস্ময়ে হতবাক হই! কী দুর্জয় ব্যক্তিত্বের অধিকারিণী!
সেই সুদূর ২০১৮ সন হইতে তাঁহার গতিবিধি লক্ষ্য করিতেছি, একবারও কোনও কুৎসিত জন-কোন্দলে তাঁহাকে জড়াইতে দেখি নাই। এ যেন এক নিষ্কলুষ চরিত্র, সমাজের জন্য এক নির্মল দৃষ্টান্ত!

​শেষে আসিতে হয়, বাংলাদেশের সেই নামকরা নারী-উদ্যোক্তা রুবাইত ফাতেমা তনি-র প্রসঙ্গে।
ইঁহাকে লইয়া তো প্রতি মাসেই সামাজিক মাধ্যমে এক-একটি নতুন কেলেঙ্কারি মাথা চাড়া দিয়া ওঠে।

বিশেষ করিয়া তাঁহার অনলাইন-সরাসরি কথোপকথনে (লাইভে) দর্শকের মন্তব্যের প্রতি অদ্ভুত ও কদর্য উত্তর প্রদান করিয়াই ইনি অধিক খ্যাতি ও প্রচার লাভ করিয়াছেন।
​ইনি প্রথম স্বামীকে ডিভোর্স বা তালাক প্রদানপূর্বক পিতার বয়স্ক এক ব্যক্তিকে বিবাহ করিয়াছিলেন। মাশাল্লাহ! বেশ তো! তাহাতেও আপত্তি নাই।
আবার সেই দ্বিতীয় স্বামী পরলোকে গমন করিলে ইনি গলা চিরিয়া সকলকে জানাইয়াছিলেন যে, তিনি তাঁহার সেই দ্বিতীয় স্বামীর স্ত্রী পরিচয়েই আমৃত্যু বাঁচিয়া থাকিতে চান। প্রেমের কী গভীরতা!

অথচ, কী আশ্চর্য! দ্বিতীয় স্বামীর মৃত্যু-বার্ষিকী পূর্ণ হইতে না হইতেই তিনি তৃতীয় বারের মতো বিবাহ-পিঁড়িতে বসিলেন। আলহামদুলিল্লাহ! অতি উত্তম কর্ম করিয়াছেন! কারণ বয়স তো আর ফুরায় নাই! আর নারী যতই স্বাবলম্বী হোন না কেন, এই পুরুষ-শাসিত সমাজে পুরুষের ছত্রছায়া ছাড়া চলিতে পারা তো এক প্রকার অসম্ভব ব্যাপার!

​এই তিন রমণী ভিন্ন ভিন্ন পেশায় নিযুক্ত, প্রত্যেকের গল্পই ভিন্ন সুরের। কেহ নিত্যদিন সামাজিক মাধ্যমের ধিক্কার বা বিতর্কে ডুব দিয়া থাকেন, আবার কাহারও নাম শুনিলেই হৃদয়ে এক স্নিগ্ধ শ্রদ্ধার ভাব জাগিয়া ওঠে।

​এই সকলই নির্ভর করে, কে কীভাবে অন্য মানুষের সহিত কথা বলিতেছেন, তাহার উপর। কথায় তো আছে— "ব্যবহারেই বংশের পরিচয়।" আপনি সারাদিন ঢোল পিটাইয়া নিজের গুণগান করিলেই কি লোকে আপনাকে সাধু বলিবে? ব্যবহার যদি অরুচিকর হয়, তবে সেই গুণ কী কাজে আসিবে?🙂

©️

09/11/2025

বিয়ে করতে গিয়েছিল খালি 😑

মুদ্রার এপিঠ আর ওপিঠ।🙂নগর বাউল জেমস তার আগের ঘরের সন্তানদের খোঁজ অবদি রাখে না অথচ সাম্প্রতিক সময়ে তৃতীয় স্ত্রীর কোল জুড়ে...
09/11/2025

মুদ্রার এপিঠ আর ওপিঠ।🙂
নগর বাউল জেমস তার আগের ঘরের সন্তানদের
খোঁজ অবদি রাখে না অথচ সাম্প্রতিক সময়ে তৃতীয় স্ত্রীর
কোল জুড়ে পুত্র সন্তার এলে বাবা হওয়ার অনুভূতি নিয়ে
জেমস বলেন, "বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন"। 😐

"সংসারের কারণে সিনেমা ছাড়লাম, সংসারটাই টিকল না": নগর বাউল জেমসের প্রথম স্ত্রী রথি💔

‘আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী’ নির্বাচিত হওয়ার পর ব্যান্ড তারকা জেমসের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রথির। ‘অবুঝ দুটি মন’ মুক্তির বছর দুয়েক আগে, ১৯৯১ সালের ১৭ নভেম্বর তাঁরা বিয়ে করেন। ইস্কাটনে কিছুদিন থাকার পর, বড় ছেলে দানিশের জন্মের পর, ১৯৯৫ সালে উত্তরায় বসবাস শুরু করেন।

‘অবুঝ দুটি মন’ সে সময়ের বেশ আলোচিত সিনেমা। যত দূর জানি, আপনাকে নিয়ে অনেক পরিচালক ছবি বানাতে চেয়েছিলেন। তারপরও করেননি? নিজেকে একদম আড়াল করে নিয়েছিলেন। কী সেই কারণ ছিল? এমন প্রশ্নের জবাবে রথি বলেন, ‘পুরোপুরি নায়িকা হিসেবে যাত্রা বিয়ের পর। জেমস সরাসরি জানিয়ে দেয়, কোনোভাবেই সিনেমায় অভিনয় করা যাবে না। আমিও ভাবলাম, সংসারে অশান্তি করে সিনেমায় অভিনয় করার কোনো অর্থ হয় না। সংসারটাই করি। জেমস চাইল, আমি যেন মাঝপথে শুটিং বন্ধ করে দিই। এ নিয়ে সংসারে খুব অশান্তি শুরু হলো। এসব নিয়ে প্রায় দিনই শুটিংয়ে যেতে হতো। কোনোভাবেই পারছিলাম না।’

‘অবুঝ দুটি মন’ ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনও হয়েছিল। সেখানেও ছিলেন না রথি। বললেন, ‘আমাকে যেতে দেওয়া হয়নি। কোনোমতে ছবির ডাবিং শেষ করে বাসায় ঢুকে গেছি। এরপর আমি আর কারও সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। চলচ্চিত্রের কেউ আমার কোনো খোঁজ পায়নি। কিন্তু যেই আমি সংসারের কারণে সিনেমা ছাড়লাম, ২০০৩ সালে সংসারটাও ভেঙে যায়। জেমস বেনজীরকে বিয়ে করে। আমাকে এক কাপড়ে উত্তরার বাসা থেকে বাবার বাড়িতে চলে যেতে হয়।’

সংসার ভেঙে যাওয়ার পর দুই সন্তানকে নিজের কাছে রেখে বড় করতে লাগলেন। বাবার ভূমিকা কেমন ছিল? রথি দাবি করেন, ‘একদম ছিল না। হঠাৎ হঠাৎ মন চাইলে ফোন করত, এরপর আর কোনো যোগাযোগ নেই। অনেক আগে হাই–হ্যালো হতো, এখন তো তাও নেই। ঈদের মতো উৎসবে যেমন খবর নিত না, তেমনি ছেলেমেয়েদের জন্মদিন শুভেচ্ছা পর্যন্ত জানাত না। অথচ আমি শুনেছি, ও সব জায়গায় বলে বেড়ায় সন্তানদের সবকিছু চালায়। এই করোনায় সন্তানদের একটিবার খোঁজ নেয়নি। মেয়েটা কিছুদিন আগে এসএসসি পাস করেছে, ফলাফল বাবাকে হোয়াটসঅ্যাপে জানায়, এসএমএস দেখেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। একটা উইশ পর্যন্ত করেনি,’ বললেন রথি।

রথি বললেন, ‘ওই মানুষটাকে বিয়ে করাটাই ছিল আমার জীবনের ভুল সিদ্ধান্ত। ভুল মানুষকে পছন্দ করেছিলাম বলে আমার সন্তানদের এভাবে বাঁচতে হচ্ছে। একটা সুন্দর সংসারের আশায় সম্ভাবনাময় চলচ্চিত্রজগৎও ছেড়ে দিতে পিছপা হইনি। অথচ সেই মানুষটা আমাকে না জানিয়েই ২০০২ সালে আরেকটা বিয়ে করে। আমি এত বছর দুই সন্তান নিয়ে কষ্ট করেছি। জীবনের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। একবারের জন্যও কোনো দিন ওকে ফোন করে বলিনি, ছেলেমেয়ের এটা-ওটা দরকার। আমার পরিবারই আমার পাশে ছিল, তারা যদি পাশে না থাকত, আমাকে রাস্তায় নামতে হতো।’©️

08/11/2025

আপুর বাসায় দুপুরের খাবার ❤️

চোখের নিচে এমন মা'স্ক লাগিয়ে, সামনে অরেঞ্জ জুস রেখে, দুপুর ১টায় ব্রেকফাস্ট করা ড্রিম।🙂
08/11/2025

চোখের নিচে এমন মা'স্ক লাগিয়ে, সামনে অরেঞ্জ জুস রেখে, দুপুর ১টায় ব্রেকফাস্ট করা ড্রিম।🙂

My husband after marrying me:
08/11/2025

My husband after marrying me:

দুপুরের লাঞ্চ 🤤
08/11/2025

দুপুরের লাঞ্চ 🤤

এক নারীতে আ/স/ক্ত পুরুষ টাও পরীমনিকে জ/ড়িয়ে ধরে 🤣 ব্যা/ডা মানুষ বলে কথা ভাই 🥴 আর জে নিরবের তার বউয়ের প্রতি ভালোবাসা দ...
08/11/2025

এক নারীতে আ/স/ক্ত পুরুষ টাও পরীমনিকে জ/ড়িয়ে ধরে 🤣 ব্যা/ডা মানুষ বলে কথা ভাই 🥴

আর জে নিরবের তার বউয়ের প্রতি ভালোবাসা দেখলে অসম্ভব ভালো লাগে 🥰

এবার পরিমনির বার্থডে পার্টিতে অনেককে দেখলাম যাদের ভিডিও আমরা সব সময় দেখি,, বিশ্বাস হচ্ছে না এমন কিছু মানুষও পরিমনির বার্থডে পার্টিতে গেছে 😒

পরীমনির কাছে গেলে বাঘ ও বিড়াল হয়ে যায় 🐅🐯😽😸... 🤣

এই তোমার সেই মৃত্যুদিন — হৃদয়টা আজ ভারী হয়ে আছে, 💔যেদিন তুমি চলে গেলে, সব আলো নিভে গিয়েছিল আমার জীবনে।আজও সেই দিনের কথ...
08/11/2025

এই তোমার সেই মৃত্যুদিন — হৃদয়টা আজ ভারী হয়ে আছে, 💔
যেদিন তুমি চলে গেলে, সব আলো নিভে গিয়েছিল আমার জীবনে।
আজও সেই দিনের কথা মনে পড়লে বুকটা হুহু করে ওঠে।
তোমার হাসি, তোমার কথা — সব যেন হাওয়ায় মিশে গেছে।
কেন এমন বিদায় দিতে হলে প্রিয়, না বলেই চলে গেলে দূরে?
তোমার ছবি এখনো তাকিয়ে থাকে, যেন কিছু বলতে চায়।
রাতের নীরবতায় তোমার নামটা আজও প্রতিধ্বনি তোলে।
চোখের জল থামে না, মনে শুধু তোমার স্মৃতি।
যদি ফিরে আসতে পারতে একবার, শুধু এক মুহূর্তের জন্য!😭😭😭

Never come to my house unannounced😣
08/11/2025

Never come to my house unannounced😣

এদের মত বিরক্তিকর বাপ মার ক্যারেকটার মনে হয় কম ই দেখছি😑😑সব কিছু তেই তাদের সমস্যা, তাদের এসব কাজ এর জন্য সবাই চলে গেল, তা...
07/11/2025

এদের মত বিরক্তিকর বাপ মার ক্যারেকটার মনে হয় কম ই দেখছি😑😑
সব কিছু তেই তাদের সমস্যা, তাদের এসব কাজ এর জন্য সবাই চলে গেল, তাদের ফ্যামিলি টা শেষ তাও তাদের কোনো আপসোস ত নাই উল্টা যাও এক ছেলে তাদের আনল সেখানে ও তারা এসব ঝামেলা করতেছে 😒
এদের জন্য লায়লা র মা ই ঠিকাছে একদম মুখের উপর উচিত কথা শুনায় দেয় এটাই পারফেক্ট এদের জন্য 😒

শুক্রবার বলে কথা ❤️ শুভ দুপুর
07/11/2025

শুক্রবার বলে কথা ❤️ শুভ দুপুর

Address

Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Pinky's Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share