In Bangladesh

In Bangladesh "In Bangladesh" one frame – stories, places & people. "In Bangladesh" ~ চোখে, বাংলাদেশকে দেখুন, জানুন ও ভালোবাসুন।💝

Welcome to "In Bangladesh" – Discover the Heart of a Nation!
এই চ্যানেলের উদেশ্য বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিকতা, মানুষের গল্প, ঐতিহ্যবাহী খাবার, শহর ও গ্রামের জীবনধারা তুলে ধরা।
"In Bangladesh " একটি ব্যতিক্রমী চ্যানেল।

29/07/2025

রংপুর তাজহাট রাজবাড়ি বা জমিদার বাড়ি।
=========
বাংলাদেশের বৃহত্তর রংপুর শহরের খুব কাছাকাছি তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ বা রাজবাড়ি যা বর্তমান জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় ও দর্শনীয় স্থান। রাজবাড়িটি রংপুর শহর থেকে দক্ষিণ ও পূর্ব দিকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত।

রংপুরের প্রাচীন ইতিহাস থেকে জানা যায়, মান্না লাল রায়ের তাজ বিক্রির হাট থেকে তাজহাটের নামকরণ করা হয়। আর সেই থেকেই জমিদার বাড়িটি পরিচিতি পায় তাজহাট জমিদার বাড়ি বা রাজবাড়ি হিসেবে। এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন মান্না লাল রায়ের বংশধর রাজা গোবিন্দ লালের পুত্র গোপাল লাল রায় (জি এল রায়)। যিনি পরাক্রমশালী শাসক হিসেবে উনবিংশ শতাব্দীতে বৃহত্তর রংপুর অঞ্চলে শাসন করেন। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে।

১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রীম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে।১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশ সরকার এই স্থাপস্ত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবনে করতঃ ২০০৫ সালে রংপুর জাদুঘরকে সরিয়ে এই প্রসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে।

সম্মুখে সাদা মার্বেল পাথরে তৈরি ১৫.২৪ মিটার প্রশস্ত কেন্দ্রীয় সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম এবং একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। তার মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরাঙ্গজেবের সময়ের কুরআন সহ মহাভারত এবং রামায়ণ। এছাড়াও হাতের লেখা প্রথম সাপ্তাহিক পত্রিকা রঙ্গপুর দর্পন। পিছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কাল পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে।

প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর। জাদুঘরে নির্দিষ্ট প্রবেশ মূল্য পরিশোধ করে প্রবেশ করা যায়। প্রাসাদ চত্ত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ীর জন্যও নির্দিষ্ট ফি দিতে হবে।

প্রাসাদটি প্রায় ২১০ ফুটের মত প্রশস্ত এবং চার তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ এবং দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অবয়ব থেকে।

তবে রাজবাড়ী যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হল এর সিঁড়িগুলো। সর্বমোট ৩১ টি সিড়ি আছে যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরি। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে তৈরি। রাজবাড়ির পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোন একটি সুড়ংগের সাথে যুক্ত যা সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিঁড়ি টা এখন নিরাপত্তা জনিত কারণে বন্ধ করে দেয়া হয়েছে।

প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেতশুভ্র মার্বেল এবং তার সবুজাভ নকশা কিছুটা মলিন হলেও এখনো এর জৌলুষ বুঝা যায়। কথিত আছে রাণীর জন্যেই বিশেষ করে এটি নির্মাণ করা হয়েছিল।

কিভাবে যাওয়া যায়?

ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য সবচেয়ে ভালো পরিবহন হলো গ্রীন লাইন এবং টি আর ট্রাভেলস। এছাড়া এ রুটে আগমনী পরিবহন, এস আর, শ্যামলী, হানিফ, এনা,কেয়া ইত্যাদি পরিবহনের বাস চলাচল করে। ঢাকার মহাখালী, উত্তরা,আব্দুল্লাহপুর, কল্যাণপুর ও গাবতলী থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়ে এসব বাস। রংপুরে ভালো হোটেলের মধ্যে রয়েছে হোটেল শাহ আমানত (জাহাজ কোম্পানীর মোড়), হোটেল গোল্ডেন টাওয়ার (জাহাজ কোম্পানীর মোড়), হোটেল দি পার্ক (জাহাজ কোম্পানীর মোড়), হোটেল তিলোত্তমা (থানা রোড), হোটেল বিজয় (জেল রোড), আরডিআরএস (জেল রোড)।

শেখ ইকরামুল হক

মাইলস্টোন স্কুলের সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরী ৮০ শতাংশ দগ্ধ শরীর নিয়েও নিজের সন্তানের মতো শিক্ষার্থীদের ছেড়ে যাননি তিনি...
21/07/2025

মাইলস্টোন স্কুলের সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরী ৮০ শতাংশ দগ্ধ শরীর নিয়েও নিজের সন্তানের মতো শিক্ষার্থীদের ছেড়ে যাননি তিনি। বরং ২০ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচানোর উছিলা হয়ে উঠেছিলেন, নিজেও লড়াই করেছেন লাইফ সাপোর্টে।

এজন্য বলা শিক্ষক-শিক্ষিকা, পিতা-মাতার সমতুল্য। ইতিহাসে আপনাদের নাম থাকা দরকার, যাতে পরবর্তী প্রজন্ম আপনাদের আত্মত্যাগ জানতে পারে।

আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন।

উত্তরা মাইলস্টোন-এ বিমান দুর্ঘটনায় প্রচুর পরিমাণে ব্লাড ডোনার লাগতে পারে। ডোনাররা প্লিজ আগায় আসবেন। আল্লাহ সহায় হোক। ...
21/07/2025

উত্তরা মাইলস্টোন-এ বিমান দুর্ঘটনায় প্রচুর পরিমাণে ব্লাড ডোনার লাগতে পারে। ডোনাররা প্লিজ আগায় আসবেন। আল্লাহ সহায় হোক।
💢ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
💢কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
💢উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
💢কুয়েত মৈত্রী হাসপাতাল
💢উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
💢মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে নিজ দায়িত্বে চলে আসুন, প্রচুর রক্তের প্রয়োজন হতে পারে।

আমার ফেসবুকে উত্তরার আশেপাশের বন্ধুদের পোস্টটি শেয়ার করার অনুরোধ করছি। কোমলপ্রাণ শিশুটি বাবা-মার কাছে পৌঁছাতে সহযোগিতা ক...
21/07/2025

আমার ফেসবুকে উত্তরার আশেপাশের বন্ধুদের পোস্টটি শেয়ার করার অনুরোধ করছি।
কোমলপ্রাণ শিশুটি বাবা-মার কাছে পৌঁছাতে সহযোগিতা করুণ।

21/07/2025

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে একটি ট্রেনিং বিমান ভয়া‘বহভাবে বিধ্ব‘স্ত হয়েছে।

হে আরশের মালিক, তুমি তাদের হেফাজত করো।🤲

21/07/2025

রাজধানী ঢাকার উত্তরায়, বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। হতাহতদের উদ্ধার কাজ চলছে। ভিডিওটি সংগৃহীত।

21/07/2025

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে না কোনো কোটা: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

21/07/2025
21/07/2025

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে যে ঝুঁকি, সেটা নতুন নয়। তবে পাঁচই অগাস্টের পর পরিস্থিতির পরিবর্তন ঘটবে এমন আশা করা হলেও বাস্তবে সেটা হয়নি বলেই মত পাওয়া যাচ্ছে।

16/07/2025

গোপালগঞ্জবাসীর হা'মলায়, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপি নেতারা।

15/07/2025

মব সহিংসতা ঠেকাতে মোবাইল অপারেটরদের কাছে আগাম সহযোগিতা চেয়েছে সরকার।
এইভাবেও দেশ চলে?

Address

Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when In Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share