আর এইচ রকি

আর এইচ রকি Please Like, Comments, Share.

27/07/2025

একটা সময় এসে দেখবেন মানুষ নাহ, আপনি নিজেই সবচেয়ে বেশি অবিচার করেছেন নিজেরই সাথে.!😥💔

🛑আপনার সন্তান আপনারই প্রতিচ্ছবি...🛑আপনি অন্যদের সঙ্গে যেমন আচরণ করেন, আপনার সন্তানও তেমনই আচরণ করবে।আপনি তাদের সঙ্গে যেম...
18/07/2025

🛑আপনার সন্তান আপনারই প্রতিচ্ছবি...🛑
আপনি অন্যদের সঙ্গে যেমন আচরণ করেন, আপনার সন্তানও তেমনই আচরণ করবে।

আপনি তাদের সঙ্গে যেমন কথা বলেন, তারাও আপনার সঙ্গে তেমনই কথা বলবে।

আপনি তাদের সম্পর্কে যেমন ধারণা রাখেন, তারাও নিজেদের সম্পর্কে তেমনই ধারণা গড়ে তুলবে।

আপনার যেকোনো আচরণ, মনোভাব, এবং আপনি যা কিছু তাদের দেখান — সবই তারা শিখবে এবং সেটাই হয়ে উঠবে তাদের আচরণ ও পরিচয়।

তাই আপনি আপনার সন্তানের মধ্যে যে গুণগুলো প্রত্যাশা করেন, নিজের মধ্যে আগে সেগুলো ধারণ করুন।
:
✍️ ( সংগৃহীত)
:
আর এইচ রকি

18/07/2025

so much on my mind but nothing to say.

18/07/2025

সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না!🖤

গল্পঃ  #পুরুষ_হয়ে_জন্মানো_সহজ_নয়।আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।কিন...
18/07/2025

গল্পঃ #পুরুষ_হয়ে_জন্মানো_সহজ_নয়।
আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।

কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোম্যাটিক পরিবর্তন হবে।

নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে। প্যাচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল। এতটাই কোমল যে, তার পরশে পৃথিবীর সবচে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য।

কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন। দেখুন, আপনার আচরণ নারীসুলভ আছে কি না। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না। তালাক হয়ে যাবে; সবাই উপস্থিত, সালিশ চলছে। তখনও কোনো স্ত্রী ‘নারী’ হয়ে উঠলে, কোমল স্বরে একবার পুরুষকে চাইলে, স্বামীর পাহাড়সম রাগ নিমিষেই বরফশীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী-স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না।

সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়। আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে। বহুরকম লোকজনের সাথে তার উঠাবসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষি'প্ত হতে পারে। নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই, আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন। চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কী হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন। বলুন একটু গোসল করে আসেন খাবার দিই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কী হলো।

পুরুষ কখনো জেতে কখনো ঠকে। তার জেতাটা যেমন ইনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন, এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে। বরং সাপোর্ট দিন। সহজ করুন। সময় বুঝে পরামর্শ দিন। এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে। আম্মাজান খাদিজার কথা ভাবুন। কীভাবে নবুওয়াতের প্রথম আগমন তিনি সামাল দিয়েছেন। নবিজির কথাটা মনে করুন, খাদিজা! আমি বোধহয় মা"রা যাব, কে আমাকে বিশ্বাস করবে? খাদিজা শান্ত গলায় নবিজির বুকের বোঝা নামিয়ে দিলেন। তাঁর প্রশংসা করলেন। ব্যক্তিগত আমল উল্লেখ করলেন। কেন খাদিজা সর্বশ্রেষ্ঠ, এই এক ঘটনা তার উপযুক্ত প্রমাণ।

ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি-আধুনিক, পুরুষোচিত, সে নারী ময়ূর থেকে কাক হতে চায়। নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়। এমন নারী যত সুন্দরীই হোক, তার সংসার হয় না। হলেও মরচে ধরে যায়। বাচ্চাকাচ্চা বা সামাজিকতার জন্য কোনরকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া। সুতরাং নারী, আপনি বরং নারীই হোন। কোমল হোন, শান্ত হোন। নরম হোন, সুকুন হোন। দেখবেন পাথরের মতো পুরুষও, আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে।

লেখা-সাদিক ফারহান

18/07/2025

Listen before you talk‚ understand before you judge.

18/07/2025

Pray and let God handle it.

18/07/2025

Great things take time, be patient.

18/07/2025

Reality is not always projected as it is.

18/07/2025

Be loyal when I ain’t there, that’s what I respect 💯

18/07/2025

waiting is better than forcing things to happen.

18/07/2025

"Think like a gangster , speak like a lawyer."

Address

Hazir Hat, Kamal Nagor, Lakshmipur
Dhaka
3731

Alerts

Be the first to know and let us send you an email when আর এইচ রকি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share