11/03/2024
রমজানের এই মাস সবার জীবনে রহমত ও বরকতের বার্তা নিয়ে আসুক।সব মন্দকে,গুনাহকে মুছে দিয়ে নিজেকে পবিত্র করার শক্তি হয়ে আসুক।নতুন করে পবিত্রতাকে সঙ্গ করে বেঁচে থাকার তাখাদ হয়ে আসুক।প্রতিটি সিজদায় সবার সব গুনাহ গুলো ঝড়ে গিয়ে ভালোবাসার উত্তম নসিবের মাধ্যম হয়ে আসুক।হে আল্লাহ.......আপনার প্রতিটা বান্দার মনকে রহমতের এ মাসের রহম দিয়ে পূর্ণ করে দিন।আমিন।🤲🏻🤲🏻