ChintaSutra

ChintaSutra চিন্তাসূত্র
শিল্পসাহিত্য ও সংস্কৃতি

চিন্তাসূত্র-শিল্প-সাহিত্য বিষয়ক মাসিক ওয়েবম্যাগ।
• প্রতিমাসের এক থেকে সাত তারিখের মধ্যে প্রকাশিত হবে।
• লেখা পাওয়া মাত্রই চিন্তাসূত্রে প্রকাশিত হবে না। কেবল সুচিন্তিত. সুলিখিত গদ্য-কবিতা-গল্প সম্পাদনার পরই প্রকাশিত হবে।
• কবিতা নির্বাচন ও সম্পাদনায় চিন্তাসূত্র একজন কৃষকের মতোই একই সঙ্গে দয়ালু ও নিষ্ঠুর। সবসময় সবল শস্যের মতোই প্রকৃত কবিতার পরিচর্চার পক্ষে, শস্যের ভেতরে থাকা ভুষি কৃষক যেভাবে নির্দয়ভ

াবে ফেলে দেন, চিন্তাসূত্র সেভাবে অকবিতাকে এড়িয়ে চলবে।
• চিন্তাসূত্রে প্রকাশিত লেখা (লেখকের বই ব্যতীত) অন্য কোথাও ছাপাতে দেওয়া যাবে না। আর পূর্ব প্রকাশিত কোনো লেখা চিন্তাসূত্রে প্রকাশ করা হবে না।
• লেখকের স্বনির্বাচিত লেখার জন্য কোনো সম্মানী দেওয়ার ব্যবস্থা আপাতত নেই, কিন্তু চিন্তাসূত্রে নির্ধারিত বিষয়ে লিখিত প্রবন্ধ-নিবন্ধ ও আলোচনার জন্য সম্মানী দেওয়া হবে।

লেখা পাঠানোর ঠিকানা : [email protected]


সবিনয় নিবেদন--
শিল্প-সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান, ধর্ম-দর্শন, সমাজ-রাষ্ট্র থেকে শুরু করে যেকোনো বস্তু বা প্রপঞ্চ নির্ধারিত নিয়মের মধ্য দিয়ে চলে। এমন নীতির প্রতি শ্রদ্ধাশীল চিন্তাসূত্র। যারা দাবি করেন, শিল্প-সাহিত্যের ক্ষেত্রে কোনো নিয়ম চলে না, চিন্তাসূত্র তাদের সঙ্গে ভিন্নমত পোষণ করে।
চিন্তাসূত্র মনে করে নিয়মই মুক্তি, নিয়মই শক্তি, নিয়মই শৃঙ্খলা। তাই, যারা ‘নিয়ম মানি না’ বলেও কঠিন নিয়মের শিল্প—কবিতা লেখার ধৃষ্টতা দেখান, চিন্তাসূত্র তাদের কাছ থেকে কোনো লেখা প্রত্যাশা করে না।
চিন্তাসূত্র নিয়মের পূজারি, নিয়মের সাধক, নিয়মকে বশ করেই এর পথ চলার সাধনা।
চিন্তাসূত্র অক্টোবর-১৫ সংখ্যা প্রকাশিত হয়েছে। নভেম্বর সংখ্যার কাজ শুরু। প্রবন্ধ, নিবন্ধ, মুক্তগদ্য, ছোটগল্প, বই আলোচনা, চলচ্চিত্র সমালোচনা, অনুবাদ পাঠানোর জন্য সম্মানীত লেখকদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। দয়া করে স্বতঃপ্রণোদিত হয়ে কেউ কবিতার নামাকরণে কোনো প্রগলভতাসর্বস্ব রচনা পাঠাবেন না।
চিন্তাসূত্র টিম আপনাদের কাছ থেকে কবিতা চেয়ে নেওয়ার পক্ষপাতী। এতে আপনাদের সম্মানও বজায় থাকবে, চিন্তাসূত্রও অযাচিত রচনারাশির অত্যাচার থেকে মুক্তি পাবে।
সম্মানীত লেখক, চিরন্তাসূত্র চায়, বিশেষ করে কবিরা অহং ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন হবেন। কিন্তু দুঃখের বিষয়, যারা চিন্তাসূত্রে স্বতঃপ্রণোদিত হয়ে কবিতার নামাকরণে লেখা পাঠাচ্ছেন, তাদের অনেকের লেখা-ই কবিতা তো হচ্ছেই না, কবিতার ধারেকাছেও যাচ্ছে না। আবার অনেকে ইনবক্সে অসৌজন্যমূলক র্বাতাও পাঠাচ্ছেন; রীতিমতো চিন্তাসূত্র টিমের সঙ্গে জেরায় অবতীর্ণ হচ্ছেন যা শিষ্টাচার পরিপন্থী। আমাদের অনুরোধ, স্বতঃপ্রণোদিত হয়ে চিন্তাসূত্রে ‘কবিতা’ নামক রচনা পাঠানো থেকে বিরত থাকুন।
এরপরও স্বতঃপ্রণোধিত হয়ে কবিতা পাঠাতে চাইলে দয়া করে নিচের শর্তগুলো মেনেই পাঠাবেন।
১। কবিতা অবশ্যই নিরূপিত ছন্দে লিখিত হতে হবে। গদ্যছন্দে লেখা পাঠাবেন না।
২। বানান ও বাক্য নির্ভুল হতে হবে।
৩। ছয়টি কবিতা পাঠাতে হবে।
ক. একটি সমিল স্বরবৃত্তে, একটি অমিল স্বরবৃত্তে।
খ. একটি সমিল মাত্রাবৃত্তে, একটি অমিল মাত্রাবৃত্তে।
গ. একটি সমিল অক্ষরবৃত্তে, একটি অমিল অক্ষরবৃত্তে।
৪। প্রতিটি কবিতার শিরোনামের পাশে কবিতায় ব্যবহৃত ছন্দের নাম ব্র্যাকেটে অবশ্যই উল্লেখ করতে হবে।
এই নিবেদনের পর যারা নিয়ম না মেনে লেখা পাঠাবেন, আমরা ধরেই নেব, আপনারা নিজের সম্মান রাখতে জানেন না, অন্যকেও সম্মান দিতে জানেন না, কেবল জানেন মানুষকে অসম্মান করতে।

বিনীত--
চিন্তাসূত্র টিম

রাহাত খানের গল্পে জীবনজিজ্ঞাসা
31/08/2025

রাহাত খানের গল্পে জীবনজিজ্ঞাসা

রাহাত খানের গল্প মানুষের যাপিত জীবনের দিনপঞ্জি নয়, বিশেষ মুহূর্তের ঘাত-প্রতিঘাতের প্রতিচ্ছবি। ব্যক্তিগত রুচিবো...

03/08/2025

পরিস্থিতি জটিল। গ্রামে সন্ধ্যা নেমেছে একটু আগে। তবিবুর রহমানের বিশাল দোতলা ঘরের নীচতলায় খাটালের ওপর এলি পাতার হ....

বৃষ্টির কবিতা ও অন্যান্য ॥ যুবক অনার্য
20/07/2025

বৃষ্টির কবিতা ও অন্যান্য ॥ যুবক অনার্য

আমার কয়েকটি জন্ম প্রথম জন্মের মতন দ্বিতীয় জন্মে এবারও ভুল হয়ে গেলো আমার প্রথম জন্ম এবং প্রথম ভুল যেদিন তোমাকে প্র....

আজ প্রকাশিত হলো মনি হায়দারের দীর্ঘ ধারাবাহিক উপন্যাস ‘অঙ্গার’-এর চতুর্থ পর্ব
26/06/2025

আজ প্রকাশিত হলো মনি হায়দারের দীর্ঘ ধারাবাহিক উপন্যাস ‘অঙ্গার’-এর চতুর্থ পর্ব

শহীদুলকে ছেড়ে দিয়ে অনাবিল আনন্দ বাসায় ঢুকে যায়। আড়াইতলার বিশাল বাড়ি বানিয়েছে, কাব্যকুঞ্জ। দোতালায় উঠে ডানপাশের ....

তুষার গায়েনের কবিতা...
20/06/2025

তুষার গায়েনের কবিতা...

বসরাই গোলাপ ফুটুক চিরকাল নিজেদের জোরে !

মনি হায়দারের দীর্ঘ ধারাবাহিক উপন্যাস ‘অঙ্গার’ । আজ প্রকাশিত হলো ৩য় পর্ব
17/05/2025

মনি হায়দারের দীর্ঘ ধারাবাহিক উপন্যাস ‘অঙ্গার’ । আজ প্রকাশিত হলো ৩য় পর্ব

খিদে অনুভব করছে মাত্রা। হাই তুলে দরজার সামনে দাঁড়ায়, দুদিকে তাকায়। ট্রেনের বাটলার খাবার নিয়ে এই পথে আসা যাওয়া করে....

17/05/2025

রাবিপ্রবিতে শুরু হয়েছে আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল

মনি হায়দারের দীর্ঘ ধারাবাহিক উপন্যাস। আজ প্রকাশিত হলো দ্বিতীয় পর্ব
07/05/2025

মনি হায়দারের দীর্ঘ ধারাবাহিক উপন্যাস। আজ প্রকাশিত হলো দ্বিতীয় পর্ব

মাত্রা মধুরিমা জীবনের সব বিস্ময় দুই চোখে ধারণ করে তাকিয়ে থাকে অনাবিল আনন্দের দিকে। কে এই মানুষ? আমার বিধ্বস্ত বিপ....

শুভ জন্মদিন কবি প্রণব আচার্য্য
03/05/2025

শুভ জন্মদিন কবি প্রণব আচার্য্য

27/04/2025

রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ভর্তিপরীক্ষা

ফারহানা খানের কবিতা
25/04/2025

ফারহানা খানের কবিতা

সে যে আমার কিচ্ছুটি নয় সে তো আমায় অনেক কথা এমনিই বলে, হঠাৎ যেমন কারণ ছাড়াই বৃষ্টি নামে। সে যে আমার কিচ্ছুটি নয়, তবুও ....

তুষার গায়েনের কবিতা
25/04/2025

তুষার গায়েনের কবিতা

পহেলগাঁওয়ের সিঁদুর মৌন পাহাড়ের সারি দৃষ্টিসীমা থেকে যত দূরে যায় ততটা নীল হতে থাকে নীলাভ ...নীল ... গাঢ়নীল পাহাড়ের শী.....

Address

25/c/6 3rd Floor, Omar Ali Lane, West Rampura
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ChintaSutra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ChintaSutra:

Share

Category