Al-kawsar

Al-kawsar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-kawsar, Shahjadpur, Gulshan, Dhaka.
(4)

হে ঘুমন্ত আত্না-জেগে উঠো! তোমার ভাবনার মতই আপন আঙিনা |দুনিয়ার জীবনকে ইসলাম দিয়ে সাজিয়ে দেখো প্রশান্তি লাভ করবে | কিসের নেশায় তুমি এতো ব্যকুল |আজ দুনিয়াবি এই নাজ-সাজ ও নেয়ামত সবই কিছুক্ষণের ধুলি কনা মাত্র।(দোয়া পাঠিও আমার তরে, পড়ে রইবো যখন কবরে)
@আল-কাওছার ** গুরুত্বপূর্ণ হাদিসঃ
১। আমার কথা (অন্যদের কাছে) পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়।
(সহীহ বুখারীঃ ৩২১৫)

২। রাসূল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তির

মিথ্যাবাদী হওয়ার জন্য এতটকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই ব্যতীত) তাই বলে বেড়ায়।
(সহীহ মুসলিম, মুকাদ্দামা, অনুচ্ছেদ -৩)

৩।রাসূল (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে।
(দেখুন সহীহ বুখারীঃ ১০৭,১০৯,১০৯,১১০,১১১ সহীহ মুসলিম,মুকাদ্দামা)

৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ্ অসন্তুষ্ট।
(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০)

৫। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সলাতের সওয়াব পাওয়া যায়।
(সহীহ বুখায়, মুসলিম ও তিরমিযীঃ ২১৩)

৬। ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সলাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান।
(সহীহ মুসলিমঃ ১৫৪,১৫৫, মিশকাত)

৭। ক্বিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে।
(সহীহ তিরমিযীঃ ৪১৩, ইবনু মাযাহঃ ১৪২৫,১৪২৬)

৮। যে ব্যক্তি ফজর ও আসরের নামায আদায় করবে সে জান্নাতে যাবে।
(সহীহ বুখারীঃ ৫৪৬)

৯। আল্লাহ্ তা’আলার নিকট প্রিয় ঐ আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়।
(সহীহ বুখারীঃ ৪১,৬০২০)

১০। যে ব্যক্তি (পুরুষ) পায়ের টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরবে, সে জাহান্নামী।
(সহীহ বুখারীঃ৫৩৭১, মিশকাত, হা/৪১২৫)

১১। কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে।
(বুখারী, হা/৫২৮৬ ও মুসলিম)

১২। নবী করীম (সাঃ) মিষ্টি ও মধু খুব ভালো বাসতেন।
(বুখারী, হা:৫২৮০)

১৩। যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষন (অনিহা প্রকাশ) করবে, তারা আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়।
(সহীহ বুখারীঃ ৪৬৯৭)

১৪। যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ্ তা’আলার, ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত ।
(সহীহ বুখারীঃ ৬৮০৮)

১৫। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে যাবে না। আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে
জান্নাতে যাবে না।
(মুসলিম, মিশকাত হা/৫১০৮)

১৬। যে ঘরে কুকুর ও (প্রাণীর) ছবি থাকে,সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
(সহীহ বুখারীঃ ২৯৯৮, ৫৫২৫, মিশকাত হাঃ৪২৯৮)

১৭। তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ্ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি–
(ক) গাটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ
(খ) খোটাদানকারী
(গ) মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী।
(মুসলিম, মিশকাত হা/২৬৭৩)

১৮। “যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। ”
(সহীহ মুসলিমঃ ৪৭৭৯, নাসায়ীঃ ৩০৯৯)

১৯। আত্নীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিযিক ও হায়াত বৃদ্ধি পায়।
(সহীহ বুখারীঃ ৫৫৫৯,৫৫৬০)

২০। কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ্ তাকে পবিত্র রাখেন। যে অমুখাপেক্ষী থাকতে চায়, আল্লাহ্ তাকে অমুখাপেক্ষী রাখেন এবং যে ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ্ তাকে তাই দান করেন।
ধৈর্যের চায়ে অধিক ব্যাপক কিছু দান করা হয়নি।
(সহীহ বুখারী, হা/১৪৬৯, সহীহ মুসলিম , সহীহ আবু দাউদ, হা/১৬৪৪)

আল্লাহ আমাদের কে আমল করার তাওফিক দান করুন।

@ alkawsir.com

21/09/2025

আমরা নিজের ভুল দেখি না,কিন্তু অন্যের দোষ দেখি আর সমালোচনা করি।
একজন মুসলিমের এমন স্ব%ভাব মানায় না,এর জন্য ভ%য়-ঙ্ক-র শাস্তি রয়েছে।

21/09/2025

“দুনিয়ার জীবন কেবল খেলা ও আমোদ-প্রমোদ। আর আখিরাতই হলো প্রকৃত জীবন।”
(সূরা আনকাবুত ২৯:৬৪)

Dont hurt a soul which cant express its pains_যে আত্মা তার কষ্ট প্রকাশ করতে পারে না তাকে কষ্ট দিও না।
20/09/2025

Dont hurt a soul which cant express its pains_
যে আত্মা তার কষ্ট প্রকাশ করতে পারে না তাকে কষ্ট দিও না।

20/09/2025

দেহের চিকিৎসা করা যেমন জ+রু+রি-
নফসের চিকিৎসা করা তেমন ইমা/র্জে/ন্সি।
নিজেকে জাগ্রত করুন..

বিশিষ্ট হাদিস বিশারদ লেখক ও গবেষক:আল্লামা  #মুফতি_আব্দুল_মালেক সাহেব (হাফিজাহুল্লাহ) আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরী (র...
20/09/2025

বিশিষ্ট হাদিস বিশারদ লেখক ও গবেষক:আল্লামা
#মুফতি_আব্দুল_মালেক সাহেব (হাফিজাহুল্লাহ) আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরী (রহ.)-এর একজন সুযোগ্য খলিফা।
তিনি আমাদের দেশের জাতীয় মসজিদের শুধু একজন খতিব নন, তিনি যেন পুরো জাতিরই একজন মুখপাত্র।♥️

তিনি সমস্ত মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ। তাঁকে কেবল আমাদের দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ভাবলে ভুল হবে; তিনি সমগ্র মুসলিম উম্মাহ ও বিশ্ব মুসলিমের জন্য আল্লাহ প্রদত্ত এক বিশেষ নেয়ামত।তাঁর কণ্ঠস্বর লক্ষ কোটি মানুষের হৃদয়ে আলোড়ন তোলে।🤍🌸

তিনি বাতিল শক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার, দৃঢ় এবং উচ্চকণ্ঠে আওয়াজ তোলেন। তার প্রতি কোনো ধরনের অশ্রদ্ধা বা বেয়াদবি কোনোভাবেই সহ্য করা হবে না।

20/09/2025

আল হামদুলিল্লাহ,
গুনাহ মাফ করিয়ে নেয়ার জন্য আরেকটি নতুন সকাল পেলাম।

আল্লাহুম্মাগ ফিরলি🤲

19/09/2025

নিজের পরিবারের দায়িত্ব সামলাতে চাকরি করুন।
শত পরিবারের রিজিক আহরণের মাধ্যম হতে চাইলে উদ্যোক্তা হোন।

19/09/2025

কোরআন ও হাদিসে
ম/দ, জু/য়া, চু/রি, খারাপ সম্পদ-উপায়, অ/বৈ/ধ সম্পর্ক ইত্যাদি নিষেধ।

19/09/2025

সুখ-শান্তি চলমান একটি ধারা-রব্বুল আলামিন আমাদেরকে দুঃখের চেয়ে সুখী রাখেন বেশি,
তাই দুঃখ আসলে সবুর করাই মুমিনের চরিত্র।

19/09/2025

"একবার ‘আস্তাগফিরুল্লাহ’ বললেই তোমার ১০টি গুনাহ মাফ হতে পারে''
ইনশা-আল্লাহ

আলহামদুলিল্লাহ। গত ১৩ সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব গেটে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা ২০২৫। প্রথমব...
19/09/2025

আলহামদুলিল্লাহ। গত ১৩ সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব গেটে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা ২০২৫। প্রথমবারের মত দেশীয় প্রকাশকদের পাশাপাশি আন্তর্জাতিক ইসলামি প্রকাশনা সংস্থাও মেলায় অংশগ্রহন করেছে। ছুটির দিনে বা অন্য যে কোনো সুবিধাজনক সময়ে আপনার সন্তান ও পরিবারকে নিয়ে মেলা থেকে বেড়িয়ে আসতে পারেন। আপনার সন্তানের সাথে ইসলামি বই ও সংস্কৃতিকে পরিচিত করানোর দায়িত্ব আপনারই!

ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তথ্যমতে, এবারই প্রথম বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। লেবানন, মিসর ও পাকিস্তানের মোট চারটি প্রকাশনা প্রতিষ্ঠান এসেছে এবার। মেলায় মোট স্টল রয়েছে ১৭৯টি। অংশ নিয়েছে ১৫০টি প্রকাশনা ও বিক্রেতা প্রতিষ্ঠান। মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলা উপলক্ষ্যে বিভিন্ন প্রকাশনী বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করেছে।

গতবারের তুলনায় এবারের মেলার পরিসর আরো বড় হয়েছে। আয়োজন আরো সুন্দর হয়েছে। বায়তুল মুকাররমের পূর্ব গেটে বাচ্চাদের খেলার জন্য রয়েছে একটি কিডস কর্নার। বিভিন্ন বয়সী বাচ্চাদের উপযোগি বই পাওয়া যাবে মেলাতে। অনেকগুলো প্রকাশনী বাচ্চাদের জন্য স্টলও সাজিয়েছে। দুপুরের লাঞ্চ আইটেম সহ বিভিন্ন ধরনের স্ন্যাক্স, চা-কফি পাওয়া যাচ্ছে মেলার দুটি স্টলে। বোনদের নামাজ ও বিশ্রামের জন্য রয়েছে আলাদা ফিমেল কর্নার।

আসুন আমরা আমাদের নিজেদের ও বাচ্চাদেরকে অপ্রয়োজনে মোবাইল ফোন ও টেলিভিশনের আসক্তি থেকে দূরে রাখি। বইপড়ার অভ্যাস গড়ে তুলি।

মুসলিম ডে,
আল কাওছার।

19/09/2025

শুধু নির্বাচনী মানুষের কল্যাণ এবং জাহেলী থেকে মুক্তি বয়ে আনতে পারেনা।
যারা পুনরায় গণত%ন্ত্র/ফ্যা%সি-স্ট জন্ম দিবেন -তারা অন্তত মুসলিম হতে পারে না।

Address

Shahjadpur, Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Al-kawsar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-kawsar:

Share