Boikitab.com

Boikitab.com বই প্রেমীদের তৃষ্ণা মেটাতে অভিরাম প্রচেষ্টা

04/06/2025

মুমিনরা কখনও চারটি বিষয়ে নিশ্চিন্ত থাকে না!

ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহ.) বলেন,

'দূরদৃষ্টিসম্পন্ন লোকেরা কখনও চারটি বিষয়ে নিশ্চিন্ত হয় না:

(১) অতীতের গুনাহের ব্যাপারে; কারণ, সে জানে না তার রব তার সাথে এ ব্যাপারে কেমন আচরণ করবেন।

(২) জীবনের অবশিষ্ট আয়ুর ব্যাপারে; কারণ, সে জানে না ভবিষ্যৎ তার জন্য কল্যাণকর হবে না ধ্বংসাত্মক।

(৩) প্রাপ্ত নেয়ামতের ব্যাপারে; কারণ, সে জানে না এই নেয়ামত তাকে কৌশলস্বরূপ দেওয়া হয়েছে নাকি এর ওছিলায় তাকে পাঁকরাও করা হবে।

(৪) গোমরাহির ব্যাপারে; কারণ, তার অন্তর যেকোনো সময় বিপথগামী হতে পারে এবং তা চোখের পলকের চাইতেও দ্রুত ঘটতে পারে। এতটাই দ্রুত ঘটতে পারে যে, মনের অজান্তেই নিজের দ্বীন হারিয়ে ফেলতে পারে।

সূত্র: শুআবুল ঈমান, ১/৫০৭

29/05/2025

মানুষের জীবনের বড় ব্যার্থতা এই যে; সে বৃদ্ধ অবস্থা দেখে, জরাগ্রস্ত দেখে, মৃত মানুষও দেখে কিন্তু নিজেকে সে অবস্থায় কল্পনা করে না। সে এমনভাবে জীবন ব্যয় করে যেন সে কখনো বৃদ্ধ হবে না, জরাগ্রস্ত হবে না কিংবা মারাও যাবে না।

অতঃপর সে একদিন বৃদ্ধ হয়, শক্তি সার্মথ্য রূপ লাবণ্য সবই হারায়, একটু একটু করে মৃত্যুর দিকে আগায়।

জীবনের একভাগ শৈশব, একভাগ যৌবন, আরেকভাগ বৃদ্ধ অবস্থা। বুদ্ধিমান সে যে তার সময়ের আগে নিজেকে গুছিয়ে নেয়, যে তার অগ্রগামীদের থেকে শিক্ষা নেয়...

নিশ্চিত ভাবে মৃত্যু জীবনের শেষ নয়। বরং কৃতকর্মের বিনিময়ের এক জীবন। যে তার জীবনকে কাজে লাগিয়েছে সে সফল, আর যে উদাসীন অবস্থায় কাটিয়েছে তার জন্য কষ্টকর আখিরাত...

তাই,যৌবনে বৃদ্ধাবস্থার কথা ভাবি, সুস্হতায় অসুস্থতার কথা ভাবি, বেচে থাকতে মৃত্যুর কথা ভাবি...

04/04/2025

আজ শুক্রবার
০৪ এপ্রিল ২০২৫ ইংরেজি
০৫ শাওয়াল ১৪৪৬ হিজরি
২১ চৈত্র ১৪৩১ বাংলা
---------------------------------
ফজর- ৪:৩৫ মিনিট
যোহর- ১২:০৬ মিনিট
আসর- ৪:২৯ মিনিট
মাগরিব- ৬:১৯ মিনিট
ইশা- ৭:৩৩ মিনিট
---------------------------------
আজ সূর্যোদয়- ৫:৪৯ মিনিট
আজ সূর্যাস্ত- ৬:১৬ মিনিট

Send a message to learn more

দুআর বাক্যগুলো কতটা শক্তিশালি! কতটা আবেগপূর্ণ! কতটা হৃদয়ের গহীন থেকে!হে মহান সত্তা আল্লাহ, ..........আপনার ভাণ্ডারের তো ...
20/02/2025

দুআর বাক্যগুলো কতটা শক্তিশালি! কতটা আবেগপূর্ণ! কতটা হৃদয়ের গহীন থেকে!
হে মহান সত্তা আল্লাহ,
..........আপনার ভাণ্ডারের তো কোনো শেষ নেই, তা কখনো ফুরাবার নয়। আর “আপনি কৃপণতা করবেন-এমনটি কল্পনা করা যায় না।” আমাদের কষ্ট ও প্রয়োজনের কথাও নিশ্চয় আপনি জানেন। অতএব অতিদ্রুত বৃষ্টি দিয়ে আমাদের সিক্ত করুন।
বই- সোনালি যুগের গল্পগুলো
লেখক - ইমাম ইবনুল জাওযি রহ

25/12/2024

আপনি কি ইসলামের সোনালি যুগের অনুপ্রেরণাদায়ক ঘটনাবলি জানতে আগ্রহী? তাহলে 'সোনালি যুগের গল্পগুলো' (প্রথম ও দ্বিতীয় খণ্ড) সেটটি আপনার জন্য। প্রখ্যাত ফকিহ ও মুহাদ্দিস ইমাম আবুল ফারাজ ইবনুল জাওযি (রহ.) সংকলিত 'উয়ুনুল হিকায়াত' গ্রন্থের এই বাংলা অনুবাদে রয়েছে পাঁচ শতাধিক হৃদয়স্পর্শী ও জ্ঞানসমৃদ্ধ ঘটনা, যা আপনার ঈমানকে করবে আরও দৃঢ়।
বইটির প্রতিটি গল্প আপনার হৃদয়কে স্পর্শ করবে, আত্মশুদ্ধির পথে সহায়তা করবে এবং ইসলামের গৌরবময় ইতিহাসের সঙ্গে আপনাকে পরিচিত করবে; আপনার জ্ঞান ও ঈমানকে সমৃদ্ধ করবে।
তাহলে আর দেরি কেন? নিজেকে সমৃদ্ধ করুন ইসলামের সোনালি যুগের অনন্য-সাধারণ ঘটনাবলি জানা ও অনুসরণের মাধ্যমে।

25/12/2024

আপনি কি ইসলামের সোনালি যুগের অনুপ্রেরণাদায়ক ঘটনাবলি জানতে আগ্রহী? তাহলে 'সোনালি যুগের গল্পগুলো' (দু খণ্ড) আপনার জন্য। প্রখ্যাত ফকিহ ও মুহাদ্দিস ইমাম আবুল ফারাজ ইবনুল জাওযি (রহ.) সংকলিত 'উয়ুনুল হিকায়াত' গ্রন্থের এই বাংলা অনুবাদে রয়েছে পাঁচ শতাধিক হৃদয়স্পর্শী ও জ্ঞানসমৃদ্ধ ঘটনা, যা আপনার ঈমানকে করবে আরও দৃঢ়।

19/12/2024

ছয় কাজে অন্তর নরম হয়—

১. ক্বিয়ামুল লাইল,
২. কুরআন তিলাওয়াত,
৩. পাকস্থলীকে খালি রাখা,
৪. নেককারদের বন্ধু বানানো,
৫. যিকির এবং
৬. ভোরের ইস্তিগফার। ”

~ শাইখ ড. আব্দুল্লাহ আযযাম রাহিমাহুল্লাহ

19/12/2024
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরও বলতেন, শাসক চার ধরনের।....১ম প্রকার : শাসক, যারা নিজেরা সুবিধা গ্রহণ করে না, আবা...
18/12/2024

উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরও বলতেন, শাসক চার ধরনের।....১ম প্রকার : শাসক, যারা নিজেরা সুবিধা গ্রহণ করে না, আবার আমলাদেরও সুবিধা দেয় না। এদের অবস্থা হলো আল্লাহর রাস্তায় জিহাদকারীদের মতো। এদের ওপর আল্লাহ তাআলার রহমত সদা বিস্তৃত থাকে।.... ২য় প্রকার : শাসক, যারা নিজেরা সুবিধা গ্রহণ করে না বটে; তবে আমলারা শাসকের দুর্বলতার সুযোগে মৌজে থাকে। এ ধরনের শাসকেরা যদি সুবিধা ভোগকারী সেসব আমলাদের বর্জন না করে তবে ধ্বংসের দ্বারপ্রান্তে তাদের অবস্থান।.... ৩য় প্রকার শাসক. যারা আমলাদের সুযোগ সুবিধা না দিলেও নিজেরা ঠিকই মৌজ ফুর্তি করে থাকে। এরা হলো লোলুপ শাসক। এদের সম্পর্কে হাদিসে এসেছে, ‘নিকৃষ্টতম শাসক হলো লোলুপ শাসক।’(*) এ ধরনের শাসকরা ধ্বংসপ্রাপ্ত।.... ৪র্থ প্রকার শাসক. যারা নিজেরাও মৌজে থাকে আবার তাদের আমলারাও মৌজ ফুর্তি করে কাটায়। এ ধরনের শাসক আমলা সবাই ধ্বংসের পথে।

(*) মুসনাদে আহমদ, সহিহ মুসলিম

বই : সোনালি যুগের গল্পগুলো
ঘটনা : খলিফা মনসুরকে আওযায়ির উপদেশ

07/09/2024

গল্প/ঘটনা কেন পড়বেন ?
বিশেষত তা যদি হয় নবিদের/সাহাবিদের/তাবেয়িদের/তাবে-তাবেয়িদের/নেক বান্দাদের। আলোচ্য বইটিতে “ইমাম ইবনুল জাওযি রহ.” [যিনি ৬ শত হিজরির মানুষ] ৫০০ শত ঘটনা তুলে ধরেছেন। যে ঘটনাগুলো একজন মানুষের হৃদয়ে রেখাপাত করবে। ঈমানের মাঝে কম্পন সৃষ্টি করবে।
তাখরিজ— আব্দুল আজিজ সাইয়্যেদ হাশিম আল গাজালি
অনুবাদক— ১-কাজী আবুল কালাম সিদ্দীক, ২-কাজী মঈনুল হক,
৩-আব্দুল্লাহ জোবায়ের রাফে, ৪-হিজবুল্লাহ ইসহাকী
পৃষ্ঠা সংখ্যা—৯৬০ || খণ্ড সংখ্যা — দুই
প্রচ্ছদ মূল্য—১১২০ টাকা
অফার মূল্য — ৭৫০ টাকা

সারাদেশে ক্যাশ অন ডেলিভারি...
ঢাকা সিটিতে ৫০ টাকা || ঢাকা সিটির বাহিরে ৭০ টাকা

অর্ডার করতে ভিজিট করুন :
https://boikitab.com/book/sonali-juger-golpo/

Address

House No-2 (Takwa Tower), Takwa Road, Paradogair, Konapara, Demra
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Boikitab.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boikitab.com:

Share

BOI KITAB.COM বই কিতাব ডটকম

সুখময় জীবনের সন্ধানে ও মানবতার কল্যানে চাই দ্বিনী শিক্ষা। এ লক্ষেই দেশের প্রত্যন্ত এলাকায় দ্বিনী কিতাব, ইসলামিক বই সরবারহ করছে Boikitab.com (বই কিতাব ডটকম) ১নং দোকান, ইসলামি টাওয়ার, ১১/১বাংলাবাজার, ঢাকা-১১০০