Shimu's Story

Shimu's Story Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shimu's Story, Digital creator, Dhaka.
(23)

তুমি যদি গরিব হয়ে জন্মাও এটা তোমার অপরাধ না।যদি গরিব হয়ে মৃত্যবরণ করো এটা তোমার অপরাধ। ধনী বা আর্থিক স্বচ্ছলতার জন্য , আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে। আর পরিশ্রম করতে হবে।

14/08/2025

আপনারা কি ফ্রি? আসেন আড্ডা দেই

আপনি আড্ডা দিবেন? 🫵আজ BD সময় ৮টায় লাইভে আসব।  হুট করে আপনাদের সাথে  আড্ডা দিতে ইচ্ছে হলো।
14/08/2025

আপনি আড্ডা দিবেন? 🫵

আজ BD সময় ৮টায় লাইভে আসব। হুট করে আপনাদের সাথে আড্ডা দিতে ইচ্ছে হলো।

ধরুন আপনি একজন সফট মাইন্ডের পার্সন আপনার মনের মধ্যে কোন জটিলতা নেই কোন প্যাচ নেই সেই ঠিক আপনাকে সবচাইতে বেশি স্ট্রাগল কর...
14/08/2025

ধরুন আপনি একজন সফট মাইন্ডের পার্সন
আপনার মনের মধ্যে কোন জটিলতা নেই কোন প্যাচ নেই সেই ঠিক আপনাকে সবচাইতে বেশি স্ট্রাগল করতে হবে জীবনে। কাছের মানুষগুলো দ্বারাই আপনি নিগ্রহ অবহেলা শিকার হবেন।

যাকে সব চাইতে বেশি ভরসা করেন ,যাকে বিশ্বাস করেন ,ভালোবাসেন ,সেই মানুষটাও আপনাকে কষ্ট দিতে ভুল করবে না। আপনার অনুভূতি ,বিশ্বাস এবং ভালোবাসার সুযোগ নিয়ে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিতে থাকবে। ঠিক একই ভাবে পুরো পৃথিবীই আপনাকে যন্ত্রণা দিতে দিতে কোণঠাস করে দিবে।

পৃথিবীতে যারা মানুষের ভালো চায় ,যারা শান্তিপ্রিয় মানুষ ,যাদের কোন লোভ নাই -লালসা নেই ,সেই মানুষগুলোই পৃথিবীর জাহান্নাম যন্ত্রণা ভোগ করে।

মানুষের ক্ষতি না করে ,যারা মানুষকে আপন ভাবে। যারা মন থেকে ভালবাসতে জানে ,পৃথিবীর তাদের ভালোবাসা থেকে বঞ্চিত করে। হোক সেটা পরিবার ,বন্ধুবান্ধব কিংবা ভালোবাসার মানুষ। ভালো মানসিকতার ক্ষতিপূরণ তারা এভাবেই পৃথিবী থেকে পায়।
আর এভাবেই পেতে পেতে একদিন বিলিন হয়ে যায়।

চীনার নাগরিকের হারিয়ে যাওয়া আইফোন 16 pro max ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে RAB এর ১০ এর একটি দল। রাজধানীর ডেমরা থানায় কোন...
14/08/2025

চীনার নাগরিকের হারিয়ে যাওয়া আইফোন 16 pro max ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে RAB এর ১০ এর একটি দল। রাজধানীর ডেমরা থানায় কোনা পাড়া এলাকায় অভিযান করে এই মোবাইল উদ্ধার করেন। এতে করে চীনের কাছে আমাদের দেশের ভাবমূর্তি আরও ইতিবাচক হয়েছে, আরও সুনাম অর্জন করেছে। বিদেশি নাগরিকরা আরও বাংলাদেশের প্রতি আস্থা পাবে।

এখন কথা হচ্ছে ,

লোকটা যদি চীনার না হয়ে বাংলাদেশের হতো, তাহলে এই ফোন টা কি ফেরত পেত?

আপনি নিজের বয়স আর যৌবনকে শত চেষ্টা করেও ধরে রাখতে পারবেন না। তবে মনের মানুষ চাইলেই ধরে রাখতে পারবেন। যৌবনে প্রেম আর আদর...
13/08/2025

আপনি নিজের বয়স আর যৌবনকে শত চেষ্টা করেও ধরে রাখতে পারবেন না। তবে মনের মানুষ চাইলেই ধরে রাখতে পারবেন। যৌবনে প্রেম আর আদর দিয়ে আর বয়স কালে যত্ন আর ভরসা দিয়ে।

যৌবনে মনের মানুষকে অবহেলা করে গেলে, বৃদ্ধ বয়সে গিয়ে সেবিকা জুটে, প্রেমিক প্রেমিকা জুটেনা। যৌবনের চাহিদা আর বৃদ্ধের বয়সের চাহিদার মাঝে আকাশ পাতাল তফাৎ। যৌবনে মানুষ প্রেম চায়, ভালোবাসা চায়, স্পর্শ চায়। আর বৃদ্ধ বয়সে চায় ভরসা করার মত একজোড়া হাত আর যত্ন।

যৌবন চলে যায়, সেই সাথে বয়সও.....
তবে এই যৌবনের মানুষটি হতে পারে আপনার মনের মানুষ। যে বৃদ্ধ বয়সে গিয়েও আপনার হাত দুটো খুব শক্ত করে ধরে থাকবে।

তাই সময় থাকতে প্রিয় মানুষটার প্রতি যত্নবান হোন।যৌবন থাকতে তাকে প্রেম ভালবাসা আদর থেকে কখনো বঞ্চিত করবেন না।

মনে রাখবেন,
সময় আর বয়স ফুরিয়ে গেলে মানুষের সব চাহিদাই একদম ফিকে হয়ে যায়। আর তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না।

জীবনের সবচেয়ে বড়ো এচিভমেন্ট কি জানেন? ক্যারিয়ার? জব? প্রচুর পড়াশোনা আর অধ্যাবসায় শেষে সফলতা? উঁহু। যারা সোনার হরিণ ধরে ফ...
13/08/2025

জীবনের সবচেয়ে বড়ো এচিভমেন্ট কি জানেন?

ক্যারিয়ার? জব? প্রচুর পড়াশোনা আর অধ্যাবসায় শেষে সফলতা? উঁহু। যারা সোনার হরিণ ধরে ফেলতে পেরেছেন, তাদের অভিনন্দন জানাই, তবে এগুলো না।
ভালো পরিবার? বিশ্বস্ত বন্ধু? আস্থাশীল পার্টনার? না, তাও না।
নিজের পছন্দমতো লাইফস্টাইল লিড করতে পারা? এটা অনেকটাই কাছাকাছি, তবে সবচেয়ে বড়ো এচিভমেন্ট না।
আমি মনে করি, জীবনের সবচেয়ে বড়ো এচিভমেন্ট হলো যে কোনো পরিস্থিতিতে নিজেকে ভালো রাখতে জানা, নিজের প্রতি খুব যত্নশীল হওয়ার মতো স্পিরিট নিয়ে বেঁচে থাকা। যেদিন থেকে আপনি শিখে যাবেন -ধরাধামে টিকে থাকতে, শান্তির সাথে সারভাইভ করতে, মন ভালো রাখতে, দিনগুলো আরো বেশি আলোকিত করতে -কারো ওপর নির্ভর করতে হয় না, সেদিন থেকেই আপনি সবচেয়ে সুখী মানুষ, আসলে। 🙂
খুব প্রিয়জন, গুড প্রোভাইডার, গুড উইশারস আছে জেনেও কারো দয়া, আস্থা, সাহায্য, বা কথার ওপর যদি আপনার ভালো থাকা নির্ভর না করে। পরিস্থিতি যাই হোক না কেন যেকোনো ভাবেই যদি আপনি সিরাতুল মুস্তাকিমের পথে নিজেকে সরিয়ে আনতে জানেন। যত্ন এবং সম্মানের সাথে নিজেকে টেইক কেয়ার করার মতো কনফিডেন্স রাখেন। আপনি সফল। 🌸
মাঝেমধ্যে জীবন হয়ে যায় পকেটে রাখা ইয়ারফোনের কর্ড। গুছিয়ে রাখলেও বের করার পর দেখবেন কেমন যেন পেঁচিয়ে গিট্টু লেগে বসে আছে! প্রতিবার এই গিট্টু খুলতে গিয়ে যেদিন থেকে হাসতে পারবেন, দুনিয়ার আর কেউ না জানুক, শুধু আপনি জানবেন যে আপনি সফল। 🫶
বিপদ, মন্দ দিন, মন খারাপ… সবই মিলিয়ে দিতে জানেন যে সকালের শিশিরের মতো। এটাচমেন্ট ডিটাচমেন্টের খুব পাতলা একটা লেয়ার যে বা যারা রাখতে পারেন। পাখির ডানায়, ঝরে পড়া বকুলে, গোধূলির আলোয়, ছোট্ট ঘাসফুলের দোলায়, গরম ভাতের গন্ধে যে ব্লেসিং খুঁজে নিতে শিখেছেন, তাঁর চেয়ে বড়ো এচিভার আর কে আছেন ?

আমাদের সব স্বপ্ন,ইচ্ছা সর্বদা পূরণ হবে এমনটা নয়।কখনো কখনো এক অসামান্য সমপরিমাণ অস্থিরতার মাঝেও বেঁচে থাকার তাগিদে খুশি থ...
12/08/2025

আমাদের সব স্বপ্ন,ইচ্ছা সর্বদা পূরণ হবে এমনটা নয়।কখনো কখনো এক অসামান্য সমপরিমাণ অস্থিরতার মাঝেও বেঁচে থাকার তাগিদে খুশি থাকতে হয়। মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। নিজস্ব কিছু ব্যথাকে সঙ্গোপনেই ঝেরে ফেলতে হয় নির্জন ঘুটঘুটে অন্ধকারে! হাসির ফোয়ারায় কান্না লুকিয়ে রেখেও জীবনের যে জলছবি আনমনে হৃদয়ের ক্যানভাসে আঁকে,মাঝে মধ্যে তাতেও দেখি মন খারাপের একরাশ বিদঘুটে আঁচড়।কতশত দায়বদ্ধতার আলিঙ্গনে নিজের কথাকে যেনো হারিয়ে ফেলি,
চিরতরে চলে যাওয়ার লাইনে দাঁড়িয়ে ছুটতে হয় জীবন নামক রেলগাড়ির অর্থহারা সেই স্টেশনে!🙂

দানবাক্স মাজারে নয়, হাসপাতালে থাকা দরকার।  কারণ মৃ  ত্যু মানুষের চাইতে জীবিত মানুষের টাকার প্রয়োজন। মৃ  ত্যু মানুষ তো মর...
12/08/2025

দানবাক্স মাজারে নয়, হাসপাতালে থাকা দরকার। কারণ মৃ ত্যু মানুষের চাইতে জীবিত মানুষের টাকার প্রয়োজন।
মৃ ত্যু মানুষ তো মরে গিয়ে বেঁচে গেছে।
আর জীবিত মানুষ মৃ ত মানুষের মত বেঁচে থাকে।
শুধু মাত্র কিছু কাগজের নোটের কারণে।

এই কাগজ খানা এতটাই মূল্যবান ,যে আপন পর চিনেনা। র ক্তের সাথেও বেই মানি করতে সময় নেয় না। নিজের শখ কে মাটি চাপা দিতে হয়। এই কাগজ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো যায়।
প্রিয় মানুষকে কাছে পাওয়া যায়। দূরত্ব দূর করা যায়।

এই টাকার জন্য কত মানুষ দূর প্রবাসে পরে থাকে বছরের পর বছর। মৃ ত দেহটাও ক বরে নিতে এই কাগজের প্রয়োজন। আবার এই কাগজের জন্য মৃ ত দেহটাও দেশে আনতে চায় না।

তাহলে কি বলব টাকাই পৃথিবীর সেই আলাদীনের দৈত্য। যার কাছে আছে সে দুনিয়ার সব সুখ ,চাহিদা, ভালোবাসা ,শখ এমন কি চোখের পানিটাও হাসিতে পরিনত করে দিতে পারে।

"সৌন্দর্য" গুরুত্বপূর্ণ" নয়,ব্যক্তিত্ব ও আচরণ সুন্দর হলেই মানুষ" সুন্দর".!💞🌸✨আপনার মতে কি?
11/08/2025

"সৌন্দর্য" গুরুত্বপূর্ণ" নয়,
ব্যক্তিত্ব ও আচরণ সুন্দর হলেই মানুষ
" সুন্দর".!💞🌸✨

আপনার মতে কি?

রিজিক শুধু টাকা না! সঠিক মানুষ ,হালাল সম্পর্ক ,মানসিক শান্তি এই সব ও আল্লাহর দেয়া রিজিক।উত্তম রিজিকের জন্য বেশি বেশি দোয়...
11/08/2025

রিজিক শুধু টাকা না!
সঠিক মানুষ ,হালাল সম্পর্ক ,মানসিক শান্তি
এই সব ও আল্লাহর দেয়া রিজিক।

উত্তম রিজিকের জন্য বেশি বেশি দোয়া করুন।

শুভ সকাল বন্ধুরা

সকাল গড়িয়ে দুপুর হতে চললো,আজ যেহেতু রবিবার ,যারা দেশের বাহিরে থাকেন আজ কি কোথাও ঘুরতে যাবার প্ল্যান আছে?আর যারা দেশে থাক...
10/08/2025

সকাল গড়িয়ে দুপুর হতে চললো,
আজ যেহেতু রবিবার ,যারা দেশের বাহিরে থাকেন আজ কি কোথাও ঘুরতে যাবার প্ল্যান আছে?
আর যারা দেশে থাকেন ,বন্ধের দিন কোথায় গিয়েছিলেন?

কাকে নিয়ে গিয়েছিলেন বা যাবেন?

জীবনের এত এত টেনশন যে ,বুঝতেই পারচ্ছি না  ,কোন সময় কোন টেনশন নিয়ে টেনশন করব🫠সমাধান জানা থাকলে দেন 😩
09/08/2025

জীবনের এত এত টেনশন যে ,
বুঝতেই পারচ্ছি না ,কোন সময় কোন টেনশন নিয়ে
টেনশন করব🫠
সমাধান জানা থাকলে দেন 😩

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shimu's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share