18/11/2025
সিলেট অডিশন
আগামী ৩০ নভেম্বর ২০২৫, রবিবার সকাল ৮:০০ টা
আসসালামু আলাইকুম,
সুপ্রিয় ক্বারী এবং ক্বারীয়া সাহেবগণ
জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো, সাওতুল কোরআন, সিজন-১১
উল্লেখ্য, যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন এবং যারা করেননি তারাও অডিশনে এসে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবেন।অডিশন অনূর্ধ্ব ২২ বছরের স্কুল-কলেজ-মাদরাসার ছেলে-মেয়ে সকলেই অংশ নিতে পারবে। এমনকি হাফেজ হওয়াও জরুরী নয়, শুধু ক্বিরাত পারলেই হবে।