Nayem Hossain - Contentpreneur

Nayem Hossain - Contentpreneur I'm helping Entrepreneurs, beginners to experienced create better content and get better results.

সমাজের প্রতি গভীর দৃষ্টিপাত, অজস্র গ্যাপ, মানুষের জীবনে অসহনীয় বিপর্যয়, সময়ের ক্ষেপন, প্রোডাক্টিভিটির অভাব ও বহু মানুষের...
15/05/2025

সমাজের প্রতি গভীর দৃষ্টিপাত, অজস্র গ্যাপ, মানুষের জীবনে অসহনীয় বিপর্যয়, সময়ের ক্ষেপন, প্রোডাক্টিভিটির অভাব ও বহু মানুষের নিরব কষ্ট --- আমাকে প্রশ্নবিদ্ধ করেছে।

বহু মানুষের মেসেজ আমি ব্যক্তিগতভাবে পেয়েছি গত ৪ বছরে, প্রতি সপ্তাহে কেউ না কেউ জানায় তার অবস্থান, প্রতিটা বিষয়ে ধরে ধরে চিন্তা করেছি, নোট করেছি, প্র্যাকটিস করেছি ---- অবশেষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমাকে শুধু আমার জন্যে কাজ করলে হবে না, এত এত জ্ঞানার্জন করে লাভ কি, এত এত বুদ্ধিদীপ্ত চিন্তা করে লাভ কি যদি নিজের অভিজ্ঞতা আর জ্ঞান দিয়ে মানুষগুলোর লাইফে ইমপ্যাক্ট ফেলতে না পারি।

বহু মানুষের আকাঙ্খা ও প্রত্যাশার জায়গা ছিলো এটি, যা আজকে রিভিল করলাম, এবার শুরু হলো ভিন্ন চ্যাপ্টার। দোয়ায় রাখবেন🙏, আপনার উপকারেই পাবেন আমাকে কোনো না কোনোভাবে আপনার লাইফে ইমপ্যাক্ট আনতে।

প্রকৃতি সুন্দর একটা ডিসিপ্লিনের মধ্যে ঘুরে, যেটা মানুষ ফলো করতে পারলে লাইফটা আরো চমৎকার হতে পারে 💪মানুষ কেন পারে না? কার...
15/05/2025

প্রকৃতি সুন্দর একটা ডিসিপ্লিনের মধ্যে ঘুরে, যেটা মানুষ ফলো করতে পারলে লাইফটা আরো চমৎকার হতে পারে 💪

মানুষ কেন পারে না? কারণ তারা জীবনের অধিকাংশ কাজগুলো সম্পর্কেই ক্লিয়ার না, সে কেন সোস্যাল মিডিয়ায় সারাদিন থাকছে, সারাদিন গসিপ করছে, কেন সে বিভিন্ন কমেন্টে এঙ্গেজড হচ্ছে।
আবার অন্যদিকে সে জানে না, কেন তার লাইফ এত অগোছালো, এলোমেলো ও এত অস্থিরতা কেন!

-------- এই পুরো বিষয়টাই হচ্ছে, নিজের সম্পর্কে ক্লিয়ার না থাকা।
আর তিনি যখন কোনো বিষয়ে ক্লিয়ারই না, তখন তার প্রোডাক্টিভ ওয়ার্ক কমে যায়, আর প্রোডাক্টিভ ওয়ার্কও যতটুকু হয় তা অনেকটা কনফিডেন্ট-লেস।

কনডিফেন্ট আর আন-ক্লিয়ারের মধ্যে ঘুরপাক খাওয়া ব্যক্তির জীবনে কনসিসটেন্সি থাকবে না --- এটাই বাস্তব।

যার ফলে, একজন মানুষের জীবনে কোনো মিনিংফুল ইমপ্যাক্ট আসে না তেমন।

এভাবেই চলমান থাকে হাজার কোটি মানুষের লাইফের গতি, দিন শেষে হতাশা, বেদনা, কষ্ট কিংবা অর্থাভাবে থাকতে হয়।

✅ So follow the rules -
"Real Impact happens when a human being becomes clear, confident and consistent in communication."

09/05/2025

5P Framework to Create High-Converting Content | Powerful Strategy for Entrepreneurs!

🎯 Struggling to create content that actually converts?
This video will give you total clarity with the 5P Framework – used by top creators & marketers to generate purpose-driven, profitable content.

🔍 Here’s what you’ll learn:
✅ How to define your Purpose before you press record
✅ Why knowing your Person (audience) is the key to attention

✅ The real pain points your content must solve
✅ Making your promise feel urgent, valuable, and personal
✅ Delivering with the right Presentation that builds trust & action

25/04/2025

৯০% উদ্যোক্তা যেটাকে শুধু মোড়ক ভাবে – সেটা কিভাবে হতে পারে হিডেন সেলিং পয়েন্ট!

আপনার প্রোডাক্টের কনটেন্টের জন্য দারুন ইউএসপি হয়তো আপনি এখনো খুঁজেই পাননি…
কারণ আপনি হয়তো শুধু একই উপকারিতা বারবার বলে যাচ্ছেন কিন্তু ভিন্নতা আনছেন না! 😮

আপনার প্রোডাক্ট এর মোড়ক, লেবেল ডিজাইন ও প্যাকেজিং — এগুলো কেবল বাহ্যিক সৌন্দর্য নয়…
👉 এগুলো হচ্ছে Visual Trust, Premium Feel আর Emotional Trigger
যা কাস্টমারের মনে দাগ কাটতে পারে, যা সেল বাড়াতে সাহায্য করে!

📦 চলেন বিস্তারিত এই ভিডিওতে জেনে আসি

📌 আপনি যদি সত্যিই চান আপনার কনটেন্ট আলাদা হোক, তাহলে শুরু করুন আপনার প্যাকেজিংয়ের বিষয়টি দিয়ে!

👇 কমেন্টে জানান দিন, আপনি আগে কখনো প্যাকেজিংয়ে ফোকাস দিয়ে কনটেন্ট বানিয়েছিলেন কি না!

18/04/2025

বিজনেস কম্পিটিশনে এগিয়ে থাকতে কোন কাজ সবচেয়ে বেশি করতে হবে - The Right Way

আজকের ভিডিওটি কোনো ধরনের ডেসক্রিপশন ছাড়াই দেখুন 🙂

11/04/2025

ভিডিও থেকে অটোমেটিক থাম্বনেইল বানানোর সবচেয়ে সহজ উপায় — একদম ফ্রিতে!

এডস ক্যাম্পেইন দেওয়ার সময় ভালো থাম্বনেইল জেনারেট করে দেয় না ফেসবুক, যেগুলো দেয় সেগুলো আপনার মনমতো হয় না আবার নতুন করে থাম্বনেইল জেনারেট করাও সম্ভব না -- এই ধরনের সমস্যায় প্রতিনিয়ত আমাকেও পড়তে হয়। ঠিক ঐ সময়ে সবচেয়ে দারুনভাবে যে টুলসটি আমাকে সাপোর্ট দেয়, সেটি আজকে রিভিল করবো আপনার সাথে।

এই টুলটি ব্যবহার করে আপনিও মাত্র এক ক্লিকে আপনার যেকোনো ভিডিও থেকে একাধিক থাম্বনেইল অটোমেটিক্যালি জেনারেট করতে পারবেন — বিনা খরচে!

একজন অনলাইন উদ্যোক্তা হিসেবে এটি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী এবং স্মার্ট সাপোর্টার হিসেবে হেল্প করবে, চলুন বিস্তারিত ভিডিও থেকে দেখে আসি।

04/04/2025

ফেসবুক পেইজ কনটেন্ট আরো সুন্দর করবেন কিভাবে? ‍- Super Fast & Free Techniques

কোনো ডিজাইন স্কিল লাগবে না! কঠিন সফটওয়্যার ব্যবহারের দরকার নেই! সেরা একটি টুলস দিয়ে কিভাবে আপনি একদম ফ্রিতে ফেসবুক পেইজ ও গ্রুপের কনটেন্টগুলো আরো সুন্দর করবেন!

আজ আর নয় কোনো কথা, দেখুন ভিডিওটি যা আপনার ডিজাইনের কাজকে সহজ করে দিবে।

28/03/2025

🛑 আপনি কি জানেন, ঈদের পরবর্তী ১-২ মাসে বেশিরভাগ কাস্টমারের কেনার ক্ষমতা কমে যায়? মানুষ বাজেট ধরে খরচ করে, বিলাসিতা বাদ দেয়, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কেনে! কিন্তু এই সময়ে দরকার S.M.A.R.T MARKETING, যা ফলো করে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারেন! ✅

💡 এই ভিডিওতে ঈদ পরবর্তী সময়ে সেল ধরে রাখার ৪ টি বিষয় নিয়ে আলোচনা করেছি – যা আপনাকে ঈদের পরবর্তী সেল ড্রপ থেকে রক্ষা করতে পারে!

🔥 এই ভিডিওতে যা জানবেন:
✅ ঈদের পর কেন কাস্টমার কম কিনে? (Buyer Psychology)
✅ হালকা নয়, ডিপ মার্কেটিং ফোকাস! (Avoid Hard Selling, Focus on SBM)
✅ কেনাকাটার আগ্রহ না থাকলেও কাস্টমার কেনার দিকে কীভাবে টানতে পারেন?
✅ ঈদের পর সেল ধরে রাখার জন্য স্মার্ট অফার কেমন হতে পারে? (SMART Offer Breakdown)
✅ কীভাবে স্টোরিটেলিং দিয়ে কাস্টমারকে বিশ্বাসযোগ্যতা দেওয়া যায়?

,

21/03/2025

Facebook Ads: কোন ভিডিও ফরমেট সবচেয়ে বেশি কনভার্সন আনছে? সঠিকটা জানুন!

ফেসবুক এড ক্যাম্পেইনে ভিডিও ফরমেট নিয়ে এখনো কনফিউজড? 🤔
উদ্যোক্তাদের কিছু ভুলগুলোর মধ্যে অন্যতম হলো সঠিক ভিডিও ফরমেট না বেছে নেওয়া, যা তাদের এড পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে!

🎥 ভিডিওটি দেখে বুঝুন:
👉 কোন ফরমেট কোথায় কাজ করে
👉 কীভাবে এডসের জন্য সঠিক ভিডিও ফরমেট সিলেক্ট করবেন
👉 কনটেন্ট ফরমেট নিয়ে কিছু ভুল এড়িয়ে চলতে পারেন যেভাবে

🔥 ফান্ডামেন্টালস জানুন, ক্লিয়ার থাকুন! অস্পষ্টতাকে না বলুন।

14/03/2025

How To Increase Your Sales Throught Repurpose Content | Crash Technique 2025

আপনি কি জানেন, ২০২২ সালের কনটেন্ট ম্যাকানিজম ২০২৫ সালেও দারুণভাবে কাজ করছে?

কী জানবেন এই ভিডিওতে?

✅ পুরনো কনটেন্ট নতুনভাবে রি-ইউজ করা ও সেল বাড়ানো!
✅ কনটেন্টে Situational Touch ব্যবহার করলে রেজাল্ট কেন বাড়বে?
✅ ২০২৫ সালের আনটোল্ড কনটেন্ট স্ট্র্যাটেজি

💬 আপনার কনটেন্ট কি একসময় ভালো পারফর্ম করতো কিন্তু এখন কাজ করছে না? কমেন্টে জানাতে পারেন! 👇

07/03/2025

রমজানে সেল বাড়ানোর কৌশল। এই ৩ টি বিষয় মেনে চলুন! - Ramadan Strategy

✅ বিশ্বব্যাপী ২ বিলিয়নেরও বেশি মুসলিম এই সময়টাতে শপিং করে, আর ৫৬টি মুসলিম দেশের মতো বাংলাদেশের মার্কেটও এই সময়ে চলবে ফুল স্পিডে !

📌 আপনি কি জানেন, এই ট্রানজিশনাল পিরিয়ডে আসলেই সেলস কয়েকগুণ পর্যন্ত বাড়ানো সম্ভব?
তবে, সঠিক পজিশনিং, কনটেন্ট প্ল্যানিং ও অফারিং না থাকলে, এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে! 😲

🔥 আজকের ভিডিওতে আলোচনা করছি:
🎯 Transition Period Strategy: ১৫ রমজান থেকে চাঁদরাত পর্যন্ত প্ল্যান কী হবে?
📌 What type of Content
📌 What type of Offer
📌 What type of Audience
📌 Best Positioning
সহ আরো অনেকগুলো বিষয় নিয়ে, ১০ মিনিট সময় হাতে নিয়ে বসুন, প্রয়োজনে সাথে রাখুন কাগজ-কলম

28/02/2025

How to Engage with Emotionally in Ramadan Content Marketing 2025 - Best Masterclass

📢 রমাদানে অনলাইন ব্যবহার বাড়ে ৬৮% – কিন্তু আপনি কি নিশ্চিত যে, আপনার কনটেন্ট রমাদান ফোকাসড এবং ইমপ্যাক্টফুল?

এই ভিডিওতে শেয়ার করেছি রমাদান কনটেন্ট প্যাটার্ন এবং সেই ৪টি মূল থিম (Spirituality, Family, Charity, Hospitality) যা আপনার ব্র্যান্ডকে ইমোশনালি ও স্ট্র্যাটেজিকভাবে সংযুক্ত করতে সাহায্য করবে।

✅ রমাদানে কনটেন্ট কেমন হওয়া উচিত?
✅ কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন কীভাবে তৈরি করবেন?

🔥 ভিডিওটি দেখুন, কমেন্ট করুন, আর রমাদান কনটেন্ট স্ট্র্যাটেজিকে লেভেল-আপ করুন!

, ,

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nayem Hossain - Contentpreneur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayem Hossain - Contentpreneur:

Share