15/05/2025
সমাজের প্রতি গভীর দৃষ্টিপাত, অজস্র গ্যাপ, মানুষের জীবনে অসহনীয় বিপর্যয়, সময়ের ক্ষেপন, প্রোডাক্টিভিটির অভাব ও বহু মানুষের নিরব কষ্ট --- আমাকে প্রশ্নবিদ্ধ করেছে।
বহু মানুষের মেসেজ আমি ব্যক্তিগতভাবে পেয়েছি গত ৪ বছরে, প্রতি সপ্তাহে কেউ না কেউ জানায় তার অবস্থান, প্রতিটা বিষয়ে ধরে ধরে চিন্তা করেছি, নোট করেছি, প্র্যাকটিস করেছি ---- অবশেষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমাকে শুধু আমার জন্যে কাজ করলে হবে না, এত এত জ্ঞানার্জন করে লাভ কি, এত এত বুদ্ধিদীপ্ত চিন্তা করে লাভ কি যদি নিজের অভিজ্ঞতা আর জ্ঞান দিয়ে মানুষগুলোর লাইফে ইমপ্যাক্ট ফেলতে না পারি।
বহু মানুষের আকাঙ্খা ও প্রত্যাশার জায়গা ছিলো এটি, যা আজকে রিভিল করলাম, এবার শুরু হলো ভিন্ন চ্যাপ্টার। দোয়ায় রাখবেন🙏, আপনার উপকারেই পাবেন আমাকে কোনো না কোনোভাবে আপনার লাইফে ইমপ্যাক্ট আনতে।