Papri’s vlogs

Papri’s vlogs Hlw.. welcome to my page🥰

আপনার সন্তান কি 'সফল' নাকি 'সুখী'? ডাচ প্যারেন্টিং-এর গোপন সূত্র। 🇳🇱🌷ইউনিসেফ (UNICEF)-এর রিপোর্ট অনুযায়ী, গত এক দশক ধরে ...
24/12/2025

আপনার সন্তান কি 'সফল' নাকি 'সুখী'? ডাচ প্যারেন্টিং-এর গোপন সূত্র। 🇳🇱🌷

ইউনিসেফ (UNICEF)-এর রিপোর্ট অনুযায়ী, গত এক দশক ধরে বিশ্বের সবচেয়ে সুখী শিশুদের তালিকায় ১ নম্বরে আছে নেদারল্যান্ডস।

আমেরিকা বা যুক্তরাজ্যের মতো ধনী দেশগুলো যেখানে তালিকার নিচে, সেখানে ডাচ শিশুরা কেন এত সুখী? তাদের সিক্রেট কী? দামী গ্যাজেট? নাকি উন্নত শিক্ষা ব্যবস্থা?

না। তাদের সিক্রেট হলো একটি 'না'। ডাচ বাবা-মায়েরা তাদের সন্তানদের "Achievement" বা সাফল্যের পেছনে দৌড়াতে বাধ্য করেন না।

আমাদের দেশে নার্সারি থেকেই শুরু হয় ফাস্ট হওয়ার দৌড়। কোচিং, এক্সাম, জিপিএ-৫। আমরা বাচ্চার শৈশবকে একটি 'রেস ট্র্যাক' বানিয়ে ফেলি। আমরা ভাবি, সফল হলেই সে সুখী হবে।

কিন্তু ডাচ ফিলোসফি সম্পূর্ণ উল্টো: "সুখী হলেই সে সফল হবে।"

🇳🇱 ডাচ প্যারেন্টিং-এর ৩টি স্তম্ভ:

১. নো হোমওয়ার্ক (No Homework): নেদারল্যান্ডসের প্রাইমারি স্কুলগুলোতে (১০ বছর বয়স পর্যন্ত) বাচ্চাদের কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না। স্কুল শেষ মানেই খেলাধুলার সময়।

২. পরীক্ষার চাপ নেই (No Exam Pressure): ১২ বছর বয়সের আগে তাদের কোনো সিরিয়াস পরীক্ষা দিতে হয় না। তাদের মাপা হয় 'কিউরিওসিটি' দিয়ে, 'গ্রেড' দিয়ে নয়।

৩. ফ্যামিলি ডিনার (The Sacred Dinner): ডাচ ফ্যামিলিতে সকালের নাস্তা এবং রাতের খাবার সবাই একসাথে টেবিলে বসে খায়। এই সময় কোনো টিভি বা ফোন থাকে না, থাকে শুধু গল্প।

বিজ্ঞান কী বলছে? (Stress vs Success) 🧠 গবেষণায় দেখা গেছে, ছোটবেলায় অতিরিক্ত একাডেমিক চাপ বাচ্চার মস্তিষ্কে Cortisol (স্ট্রেস হরমোন) বাড়িয়ে দেয়, যা তাদের ক্রিয়েটিভিটি এবং শেখার আগ্রহ নষ্ট করে দেয়। অন্যদিকে, স্ট্রেস-ফ্রি বাচ্চার মস্তিষ্ক অনেক বেশি নমনীয় (Plasticity) থাকে, ফলে বড় হয়ে তারা জটিল সমস্যা সমাধানে বেশি দক্ষ হয়।

Kiddification-এর ইনসাইট: আমরা আমাদের সন্তানদের 'রেসের ঘোড়া' বানাচ্ছি। কিন্তু দিনশেষে ঘোড়া দৌড়াতেই পারে, চিন্তা করতে পারে না। ডাচদের মতো হয়তো আমরা পুরো সিস্টেম বদলাতে পারবো না, কিন্তু বাসার পরিবেশটা তো বদলাতে পারি।

আজ থেকে তাকে জিজ্ঞেস করবেন না- "ক্লাসে ফার্স্ট হয়েছ?" বরং জিজ্ঞেস করুন- "আজকে নতুন কী শিখলে? আজ কি তুমি হ্যাপি ছিলে?"

সাফল্য একটি বাই-প্রোডাক্ট, হ্যাপিনেস হলো আসল লক্ষ্য। ❤️

14/12/2025

বাচ্চার বাবাকে পাহারা দেওয়ার দায়িত্ব যখন আমি আমার বাচ্চাকে দিয়ে রাখি 😁

মায়ের শাড়িতে আজ একটু অন্যরকম আমি।🥰   #মায়েরশাড়ি  #মায়েরভালোবাসা
14/12/2025

মায়ের শাড়িতে আজ একটু অন্যরকম আমি।🥰
#মায়েরশাড়ি #মায়েরভালোবাসা

13/12/2025

related?🥲

12/12/2025

related? 🤣

12/12/2025

অতিরিক্ত ভালোবাসলে ঠকে যেতে হয় 🙂

11/12/2025

মা হওয়ার পরে মায়েদের অবস্থা 🥰🙂

11/12/2025

চ্যাপা শুঁটকি ভর্তা 🤤

Address

Facebook
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Papri’s vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Papri’s vlogs:

Share