Sagor

Sagor মানুষ গন্তব্যের খোজে ব্যস্ত সময় কাটায়,
এদিকে তার জীবন কেটে যায় রাস্তায়, যাত্রায়

ভ্রমন পাখিদের মতো উড়তে শেখায় 🕊️📸রাতারগুল। Ratargul swamp forest
08/03/2024

ভ্রমন পাখিদের মতো উড়তে শেখায় 🕊️
📸রাতারগুল। Ratargul swamp forest

05/03/2024

তুমি কি সেই আগের মতোই আছো 🥹

সৃষ্টিকর্তা পাখিকে ভালোবেসে বানিয়েছেন গাছ,আর মানুষ পাখিকে ভালোবেসে বানিয়েছেন খাচা 🦩
02/03/2024

সৃষ্টিকর্তা পাখিকে ভালোবেসে বানিয়েছেন গাছ,
আর মানুষ পাখিকে ভালোবেসে বানিয়েছেন খাচা 🦩

বেইলি রোড অগ্নিকাণ্ডে আহত-নিহতদের প্রতি সমবেদনা। মহান আল্লাহ সবার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।
01/03/2024

বেইলি রোড অগ্নিকাণ্ডে আহত-নিহতদের প্রতি সমবেদনা। মহান আল্লাহ সবার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।

জেতবে ব্যাডা বরিশাল , বরিশাইল্লাগো লগে আছি
28/02/2024

জেতবে ব্যাডা বরিশাল ,
বরিশাইল্লাগো লগে আছি

09/02/2024

রাঙ্গামাটি ভ্রমণের কিছু ভিডিও | কাপ্তাই লেকের রুপ | লেকের মাঝখানে ছোট্ট দীপ | Kaptai Lake|Travel Vlog Rangamati Day Tour Plan

গন্তব্য যখন দূরের পথ হয়, স্বপ্ন যখন থাকে আকাশ ছোঁয়ার, তখন পিছনে ফিরে তাকাতে হয় না, পিছন দিকে যেতে হয় না। পিছন থেকে অনেকে...
05/02/2024

গন্তব্য যখন দূরের পথ হয়, স্বপ্ন যখন থাকে আকাশ ছোঁয়ার, তখন পিছনে ফিরে তাকাতে হয় না, পিছন দিকে যেতে হয় না।

পিছন থেকে অনেকে ডাকবে, বিরক্ত করবে, গালি দিবে, সমালোচনা করবে। আপনি সামনে এগিয়ে গেলে, ওরা সব সময় আপনার পিছনেই থাকবে। ঐসব পাত্তা দিলে, আপনাকেও তাদের পর্যায়ে, অর্থাৎ পিছনে ফিরে আসতে হবে।

এই সব উপেক্ষা করে গন্তব্যের পথে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কারো মন্তব্য যাতে কখনো, আপনার গন্তব্য ঠেকাতে না পারে।🧗‍♀️

14/01/2024

আমাজান জঙ্গলে মানব বসতির আলামত

শেখ মোরসালিনের লং রেঞ্জের ঐ শটটায় গোল যতখানি সুন্দর ঠিক ততটাই নিষ্ঠুর সৌন্দর্য ছিল মোরসালিনের গোলের পর গ্যালারির বেষ্টনী...
21/11/2023

শেখ মোরসালিনের লং রেঞ্জের ঐ শটটায় গোল যতখানি সুন্দর ঠিক ততটাই নিষ্ঠুর সৌন্দর্য ছিল মোরসালিনের গোলের পর গ্যালারির বেষ্টনীতে গিয়ে সমর্থকদের সাথে উল্লাস।

মোরসালিন জাতীয় দল কিংবা ক্লাব ফুটবলে একইরকম গোল আগেও করেছেন এবং কি অদ্ভুত একটা বিশ্বাস রেখে গেলেন, এমন সব গোল মোরসালিন সামনেও করবেন।

এই যে বিশ্বাস, এই যে কামব্যাক, এই যে দর্শকদের কাছাকাছি গিয়ে বুনো গোল উদযাপন এমন ফুটবলই বাংলাদেশ দেখতে চায়। মোরসালিনের বয়স কম, ভুল করেছেন আগে, তার শাস্তিও পেয়েছে। এমন দিনে একটাই প্রত্যাশা হোক, মোরসালিনের ভুলগুলো দেশের ফুটবলের ফুল হয়েই ধরা দিক।

আর বাংলাদেশ দল? র‍্যাঙ্কিং যতো নিচেই থাকুক, এদেশের কোটি মানুষের ভালোবাসা আছে দলটার জন্য। এটা বোধকরি জামাল ও তার দল জানে, সঙ্গে অনুভব করলেই হয়। জয়তু বাংলাদেশ...

Address

Gopalganj
Dhaka
8140

Alerts

Be the first to know and let us send you an email when Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category