
18/07/2024
#কোটা #কোটাআন্দলোন #ছাত্র
দেশের চলমান #কোটা আন্দোলন এতো দিন শিক্ষার্থীদের আর চাকরির জন্য ছিলো।
কিন্তু দেশের গভমেন্টের এই জুলুম নিপীড়নের পর এখন এই আন্দোলন দেশের সাধারণ জনগণের হয়ে গেছে।
এখনো সাধারণ মানুষ জাগবে নাতো আর কবে জাগবে ?
এভাবেই দেশের অধিকার চাওয়া মানুষদের আর কত প্রাণ যাবে?
তারা আন্দলোন করছে, তারা মার খাচ্ছে, মারা যাচ্ছে, এই দায়িত্ব কি শুধুই তাদের?
এরকম দেশে বহুকাল ধরেই আন্দোলন হচ্ছে রাজপথে তাজা প্রাণ ঝরছে অথচ যাদের আন্দোলন তারাই সব হারাচ্ছে সময় কালে কেউ পাশে থাকছেনা।
আর এভাবেই কিছু দিন পর সব স্বাভাবিক হয়ে যাবে দেশের গভমেন্ট আবার সেই নতুন ভাবে তাদের সন্ত্রাসী,
চাঁদাবাজী,লুটপাট,কৌটার নামে দখল বাজী এগুলোই করবে আর এগুলই চলছে।
তাই এখন এই আন্দোলন আর কোটা সংস্করণ এর মদ্ধে সীমাবদ্ধ নেই।
এখন সময় হচ্ছে দেশ ও জাতী সংস্করণ করতে হবে।
তাই এখন নিরবিচারে সকল জন সাধারণ এবং সকল সেক্টর এর মানুষ যথাসম্ভব নিজ নিজ জায়গায় নিজ নিজ অবস্থান থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করা এবং প্রতিরোধ করা।
আল্লাহ সবাইকে হেদায়েত ও হেফাজত দান করুন। (আমীন)