26/06/2023
আর্জেন্টিনা বনাম নিউওয়েলস ওল্ড বয়েজ
স্টার্টিং লাইন আপ 🇦🇷Vs🔵🟡
প্রচন্ড ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিলো। তেমন কোনো বাঁধা ধরা নিয়ম ছিলো না। সবাই খেলবে,মজা করবে এমন ছিলো বিষয়টা। উপলক্ষ ছিলো মেসির জন্মদিন,আবার ম্যাক্সি রদ্রিগেজের ফেয়ারওয়েল। যদিও ম্যাক্সি দুই বছর আগেই লাস্ট প্রফেশনাল ম্যাচ খেলেছেন। কিন্তু ফুটবলকে বিদায় জানালেন গতকাল।
গ্যাব্রিয়েল বাতিস্ততা খেলেছিলেন ওল্ড বয়েজের হয়ে,করেছেন গোলও। আর্জেন্টিনার হয়ে খেলেছেন মেসি,ডিমারিয়া,কোচ লিওনেল স্কালোনি সহ অনেকে।
ম্যাচের ১০ সেকেন্ডের মাথায়ই পাবলো পেরেজেকে হলুদ কার্ড দেখায় রেফারি হেক্টর বালডেসি। কারন পাবলো পেরেজ রেফারির জোক শুনে হেসেছিলো! লল!
ম্যাক্সি প্রথম হাফে আর্জেন্টিনার হয়ে খেলেন এবং মারিয়ার এসিস্ট থেকে গোল করেন। সেকেন্ড হাফে আবার ওল্ড বয়জের জার্সি পরে নামেন। আবারও গোল করেন। মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সি রদ্রিগেজের দুই মেয়েও এই ম্যাচে খেলেছে এবং গোল করেছে। এমনকি রেফারিও খেলেছেন খানিক সময়ের জন্য। তারচেয়েও মজার বিষয় হচ্ছে এভার বানেগা ফাউলও করেছে রেফারিকে। বানেগার ফাউলের জন্য রেফারির পকেট থেকে ইয়েলো কার্ড নিয়ে সেটা আবার বানেগাকে দেখিয়েছে ম্যাক্সি রদ্রিগেজ। মানে কি একটা অবস্থা!
ম্যাচটা মজার ছলে হলেও ফ্রিকিক,চিপ শটে গোল সহ হ্যাট্রিক করতে ভুলেননি মেসি। তবে আমার কাছে সবচেয়ে আইকনিক মুহুর্ত ছিলো কুন আগুয়েরোর ছেলে,বেনজামিন আগুয়েরো যখন তাঁর নানা ডিয়েগো ম্যারাডোনার ১০ নং জার্সি উপহার দিয়েছিলেন ম্যাক্সি কে। কোনো রেপ্লিকা না,ম্যারাডোনার ওল্ড বয়েজের হয়ে খেলা ঘামে ভেজা জার্সি।