Iqra - ٱقْرَأْ

Iqra - ٱقْرَأْ Truth based Information about history and religion.

05/08/2025

Astaghfirullah

05/08/2025

WHAT IS WRONG WITH US?

When we feel angry; we scream instead of doing Wudu.

When we feel sad; we cry to our friends instead of crying to Allah.

When we feel stressed; we listen to music instead of listening to Quran.

When we feel cheated; we plan for revenge instead of having Patience.

When we feel empty; we go watch a movie instead of doing Zikr of Allah.

Madina , পবিত্র শহর মদিনা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান ছিল একটা সময়, এবং এই মসজিদে নববীতে হযরত ম...
04/08/2025

Madina , পবিত্র শহর মদিনা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান ছিল একটা সময়, এবং এই মসজিদে নববীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং হজ করার তৌফিক দান করুক মক্কা-মদিনা যাবার তৌফিক দান করুক।

04/08/2025

astaghfirullah
আস্তাগফিরুল্লাহ

03/08/2025
03/08/2025

🔴 লোন: যে ঋণ নয়, বরং জীবনের বিষ!

অনেকেই ভেবেচিন্তে ফিনানশিয়াল ইন্সটিটিউট বা ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। উদ্দেশ্য থাকে বিজনেস দাঁড় করানো, বাড়ি তৈরি, গাড়ি কেনা, বা অন্য কিছু। তবে একটা কথা মাথায় রাখুন—লোন মানেই শুধু টাকা ধার নয়, বরং প্রতিমাসে সুদের জ্বালায় নিঃশেষ হওয়ার শুরু!

❗একটি উদাহরণ চিন্তা করুনঃ
ধরা যাক, আপনি ২৫ লাখ টাকার লোন নিলেন ৫ বছরের জন্য, ইন্টারেস্ট রেট ১৪.৪৯%।
EMI (প্রতিমাসের কিস্তি) দাঁড়াল প্রায় ৫৫,৫০০ টাকা।
মানে বছরে প্রায় ৬,৬৬,০০০ টাকা।

🔍 এখন আপনি ভাবলেন, “ঠিক আছে, আমি বছরে প্রায় ৬.৬ লাখ দিচ্ছি, নিশ্চয়ই অন্তত ৫ লাখ তো প্রিন্সিপালে যাচ্ছে, আর ১.৫ লাখ ইন্টারেস্টে।”
কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন!

প্রথম বছরে আপনি এই ৬.৬ লাখ টাকা দিলেও আপনার মূল লোন কমে এসেছে মাত্র ৩-৩.৫ লাখ টাকার মতো।
বাকি ৩ লাখ বা তার বেশি টাকা কেটে নিয়েছে ‘সুদ’ নামে শোষণব্যবস্থা!

🤯 তখন মনে হবে, “ইন্টারেস্ট তো ১৪.৪৯% ছিল! তাহলে ৫০%-এর মতো কেটে নিচ্ছে কেন?”

✅ কারণ হলো: এটি "Reducing Balance Loan" বা "Amortized Loan"।
এই সিস্টেমে শুরুতে প্রতি মাসের কিস্তি থেকে বেশি অংশ সুদ হিসেবে কেটে নেয়, আর প্রিন্সিপালের অংশ কম রাখে। সময় যত এগোয়, সুদের অংশ কমতে থাকে, প্রিন্সিপালের অংশ বাড়ে।

📉 কিন্তু আপনি যদি মাঝপথে ইনকাম হারিয়ে ফেলেন, চাকরি যায়, রোগ-অসুস্থতা আসে, ব্যবসা ডুবে যায়—তখনো EMI আপনাকে দিতে হবে। না পারলে...

👉 লোনের ফাঁস হয়ে দাঁড়ায় আপনার পরিবার, সম্পদ, মানসিক শান্তির জন্য এক অভিশাপ।

📌 তাই কী করবেন?
1️⃣ লোন নিতে হলে আগে সম্পূর্ণ EMI Schedule বুঝে নিন।
2️⃣ কবে কবে কত টাকা ইন্টারেস্ট যাচ্ছে এবং কতটা প্রিন্সিপাল যাচ্ছে সেটা জানুন।
3️⃣ চেষ্টা করুন ১-২ বছরের মধ্যে আর্লি সেটেলমেন্টের পরিকল্পনা করতে।
4️⃣ সর্বোপরি, লোন না নিয়েই সামনের দিকে আগানোর চেষ্টা করুন।

🛑 ইসলামে সুদ কেন হারাম জানেন?
কারণ এতে ধনী আরও ধনী হয়, গরীব আরও নিঃস্ব হয়।
সুদভিত্তিক অর্থনীতি হলো নিপীড়নের চরম রূপ—ধনীর গলায় মালা, গরীবের গলায় দড়ি!

✅ সতর্ক হোন। সচেতন হোন।
আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার আগামী দশ বছর ছিনিয়ে নিতে পারে।

📢 দয়া করে এই পোস্টটি আপনার পরিবার, বন্ধু, আত্মীয়—সবাইকে শেয়ার করুন। অনেকে হয়তো আজই লোন নিতে যাচ্ছেন, জানেন না এর ভেতরের ভয়াবহতা!

#লোন_ফাঁদ
#সুদ_হারাম
#ব্যাংক_শোষণ

আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এ...
02/08/2025

আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?
বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো । তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো।

বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন? অথচ তার একটি পা নেই!

লোকটি বললো মার্জনা করবেন জাহাপানা। দেখতে সাধারন হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো - আমি যখন শিকারে যাই,তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই।

আমার পাতানো ফাদের সাথে এই পাখিটিকেও বেধে রাখি। এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষন করে।

তার এই আওয়াজ শুনে ঝাকে ঝাকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাদ ।

বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন। এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাহাপনা! আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন?

তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজ্ও অমর হয়ে আছে। তিনি বললেন, “যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে,তার এই পরিনতিই হওয়া উচিত”।

01/08/2025

alhamdulillah
আলহামদুলিল্লাহ
alhamdulillah

31/07/2025

দু'আ কখনও ব্যর্থ হয় না।
খেয়াল করুন, হাতুড়ি দিয়ে আঘাত করা মাত্রই কিন্তু পাথর ভেঙ্গে যায় না। কয়েকবার আঘাত করার পর শেষ আঘাতে ভাঙে। তার মানে এই নয় যে, আগের আঘাতগুলো অপ্রয়োজনীয় ছিলো।

আল্লাহর কাছে দু'আ করার সময় এটি মাথায় রাখতে হবে। চাইতে হবে, চাইতেই হবে, চেয়েই যেতে হবে। শেষ অবধি উত্তর আসবেই, ইনশাআল্লাহ, তিন পদ্ধতির যেকোনো একটিতে।

©সংগৃহীত

31/07/2025

এই পেজ ফলো করা সকল ধরনের ভাই বোনকে জানাই শুভেচ্ছা আপনাদের জন্য আজ আমার একটি বিশেষ বার্তা রয়েছে। যে সকল হিন্দু ও খ্রিস্টান ভাই বোন আমাদের এই পেজ ফলো করেন আমাদের উদ্দেশ্য তাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়া, সৃষ্টিকর্তা মহান আল্লাহর দিকে তাদেরকে আহবান করা। প্রকৃত সৃষ্টিকর্তাকে খুঁজে পেতে সাহায্য করা। এর মাধ্যমে আমরা যারা মুসলিম ইসলামের বাণী প্রচার করছে তারা কোনভাবে উপকৃত হয় না এটা সম্পূর্ণ অলাভজনক একটি কাজ যার প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে সাহায্য করা।
প্রিয় হিন্দু ও খ্রিস্টান ভাই বোন আপনারা তো আপনাদের পরিবারকে ভালো এবং সৎ পথে ভাল উপদেশ দিয়ে থাকেন এতে কি আপনাদের কোন উপকার হয় বরং এতে পরিবারের সদস্যদেরই আপনার প্রিয়জনদেরই উপকার হয়ে থাকে তাদেরই লাভ হয়ে থাকে আমাদের উদ্দেশ্য ও তেমন। যাতে আপনারা আত্ম উন্নয়ন করতে পারেন এবং প্রকৃত সৃষ্টিকর্তার ইবাদত করতে পারেন সেটাই আমাদের উদ্দেশ্য।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় হিন্দু এবং খ্রিস্টান ভাইবোনরা তাদের ধর্মগ্রন্থ সম্বন্ধে কোন প্রকার জ্ঞান রাখেন না, তাই আমাদের প্রথম আহ্বান হচ্ছে আপনারা আপনাদের প্রধান ধর্মগ্রন্থগুলোকে ভালোভাবে জানুন ভালোভাবে পড়ুন অতঃপর আপনারা পবিত্র কোরআন শরীফ ভালোভাবে অধ্যায়ন করুন, আশা করি আপনারা সত্য বুঝতে পারবেন । আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।


⛈️বর্ষায় ছাদ বাগানের যত্ন।🪴প্রকৃতি সেজেছে বর্ষার সাজে। এমন দিনে চলে রোদ ও মেঘের লুকোচুরি খেলা। এই রোদ, আবার এই আকাশ থেকে...
31/07/2025

⛈️বর্ষায় ছাদ বাগানের যত্ন।🪴

প্রকৃতি সেজেছে বর্ষার সাজে। এমন দিনে চলে রোদ ও মেঘের লুকোচুরি খেলা। এই রোদ, আবার এই আকাশ থেকে নামছে অঝোর ধারায় বৃষ্টি। আকাশে কখনো মেঘমালা দৌড়ের প্রতিযোগিতায় নামছে, কখনোবা তারাই এই ধরণীর বুকে কান্না হয়ে ঝরছে মুক্তোর মতো। আর প্রকৃতির এই নান্দনিক দৃশ্যগুলো যদি দেখা যায় বারান্দায় গড়ে ওঠা সবুজ বাগানে বসে, তবে সেই অনুভূতি কী রকম হয়, তা শুধু সেখানে বসেই অনুভব করা যাবে। বর্ষাকালে আপনার বাগান অথবা টবের গাছগুলোর সুরক্ষার জন্য বিশেষভাবে যত্নবান হওয়া প্রয়োজন। সেই সঙ্গে লাগাতে পারেন নতুন কিছু গাছ।

বর্ষায় বাগানের পরিচর্যা বিষয়ে এই আয়োজনে আপনাদের জন্য উপস্থাপন করা হলো কিছু টিপস।

⛈️ বর্ষায় আপনার বাগান সবসময় ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কেননা অতি বর্ষণের জন্য পোকা-মাকড় বাগানে আশ্রয় নিতে পারে।

🪴একটি টব থেকে আরেকটি টবের মাঝে যেন কিছুটা ফাঁক থাকে, সে বিষয়ে লক্ষ রাখতে হবে। কারণ বেশি ঘন করে টব রাখলে পোকামাকড় আশ্রয় নেওয়ার আশঙ্কা থাকে।

⛈️🪴অবিরাম বর্ষণের ফলে টবে অথবা বাগানে পানি জমতে পারে। বাগানে অনেক গাছ আছে, যেগুলো অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। তাই সেসব গাছের টবে পর্যাপ্ত পরিমাণে যাতে পানি না জমে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

🪴 যেসব গাছের জন্য পানি বেশি প্রয়োজন, সেগুলো এমন স্থানে রাখুন যাতে বৃষ্টির পানি পর্যাপ্ত পরিমাণে পায়।

🪴 অনেক সময় দেখা যায়, মাটির ওপর টব রাখা হলে বৃষ্টির কারণে পিঁপড়া বা কেঁচো সেখানে আশ্রয় নেয়। পরে টবে বা গাছের গোড়ায় স্থায়ী বাসা বানিয়ে আস্তে আস্তে গাছের ক্ষতি করে। তাই বৃষ্টির পরপরই এগুলো নির্মূলের ব্যবস্থা করতে হবে।

⛈️ বর্ষাকালে স্যাঁতসেঁতে, ভেজা আবহাওয়ায় বাগান, ছাদ বা টবের গাছের গোড়ায় শ্যাওলা ও পরজীবী উদ্ভিদ জন্ম নিতে পারে। এসব পরজীবী গাছের খাদ্যরস শুষে নিয়ে গাছের ক্ষতি করতে পারে। তাই এসব পরিষ্কার করতে হবে।

👉আপনার বাগান বা টবে লাগানো গাছের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনে কৃষিবিদ বা উদ্যান বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে পারেন।

⛈️বর্ষার পানি জমে মশাদের জন্য এক নতুন আবাসভূমি তৈরি করে। তাই এই সময়ে টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা উচিত।

⛈️ বর্ষায় যেহেতু রোদ কম থাকে তাই অনেক গাছেরই রোদের প্রয়োজন হতে পারে। এজন্য ছোট টবগুলো সামান্য রোদ উঠলেই খোলা আকাশের নিচে এনে রাখা উচিত।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra - ٱقْرَأْ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category