09/11/2023
২০১৬ সালে তামিল ইন্ডাস্ট্রি প্রথম ৩০০ কোটি গ্রোসার পায় Kabali মুভির মাধ্যমে। সুপারস্টার রজনীকান্ত প্রথম তামিল হিরো হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ৩০০ কোটি গ্রোস তোলার রেকর্ড করেছিলেন।
পরের বছর অর্থাৎ ২০১৭ সালে সে রেকর্ড ভাঙে থালাপতি বিজয়। Mersal, Bairavaa দুই মুভির কম্বাইন্ড গ্রোস ছিলো ৩৬০ কোটির উপরে। এর পরের বছরই আগের সব রেকর্ডকে বেশ বড় ব্যবধানে ব্রেক করে দেন রজনীকান্ত। প্রথম তামিল হিরো হিসেবে এক বছরে ৪০০ - ৮০০ কোটি গ্রোস তোলার রেকর্ড করেছিলেন। ২০১৮ সালে তার দুই মুভি Kaala, 2 Point 0 এর কম্বাইন্ড গ্রোস ছিলো ৮২০ কোটির উপরে।
৫ বছর এই রেকর্ড অক্ষুন্ন ছিলো। অবশেষে ২০২৩ সালে এসে সেই রেকর্ড ভাঙলেন থালাপতি বিজয়। Varisu ৩০০ কোটি+ এবং Leo ৬০০ কোটি+ গ্রোসের মাধ্যমে তিনি প্রথম তামিল হিরো হিসেবে এক ইয়ারে ৯০০ কোটি গ্রোস তোলার রেকর্ড করলেন।
নেক্সট টার্গেট ১০০০ কোটি! কলিউডের প্রথম স্টার হিসেবে কে এক ইয়ারে ১০০০ কোটি গ্রোস তোলার রেকর্ড করতে পারে বলে আপনার মনে হয়?