Babul Islam BD

Babul Islam BD I would like to talk about all people for the people by the people.

16/04/2025

বাটার দোকানে জুতা চোর ধরা খেলো। Bata।। Dr Yunus।। Bangladesh Dhaka।। The Untold ‎⁨⁩ ...

06/01/2025

যে চুক্তি স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম!!

এই সেই ৭ দফা চুক্তি, যার মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশকে গোলাম বানানো হয়েছিলো।

তাজ উদ্দিন-সৈয়দ নজরুলরা যুদ্ধকালেই দেশ লিখে দিয়েছিলো ভারতকে। নুরুল কাদিরের লেখা 'দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা' বইয়ের ৩২৫ পাতায় সে দাসত্বের কথা লেখা আছে। যার সামারি-টা সংক্ষেপে দেওয়া হলো-

১৯৭১ সালের অক্টোবর ভারতের একজন কর্মকর্তা ও বাংলাদেশের পক্ষে অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম ৭ দফা চুক্তি সই করেন।

চুক্তির ভয়াবহতা ভেবে এ অনুষ্ঠানে সৈয়দ নজরুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন। জনসমক্ষে প্রকাশ করা হয়নি এ চুক্তি।

মুজিবনগর সরকারের অনেকেই জানতেন না এ চুক্তির বিষয়। মুখ্য ভূমিকায় ছিলেন মরহুম তাজউদ্দিন।গোপন চুক্তির ৭ দফা হলো:

১. মুক্তিযুদ্ধ করেনি এমন কর্মকর্তাদেরকে চাকুরী থেকে অবসর দেয়া হবে। অভিজ্ঞ কর্মচারীর শূন্যতা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। লক্ষ করে দেখবেন, স্বাধীনতার পর বেশ কিছু ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার ঢাকায় ও বিভিন্ন জেলায় ডিসি হিসাবে কাজ শুরু করেছিলেন।

২. বাংলাদেশের নিজস্ব কোন সেনাবাহিনী থাকবে না।

৩. অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি প্যারা মিলিশিয়া বাহিনী থাকবে, যা পরে রক্ষী বাহিনী হিসেবে গঠিত হয়েছিল। প্রশিক্ষণে ছিলেন ভারতীয় সেনা কর্মকর্তাগণ।

৪. ভারতের সেনাবাহিনী থাকবে বাংলাদেশে। প্রতিবছর নভেম্বর মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ৭২ সালের নভেম্বর থেকে এর কাজ শুরু হবে।

৫. বাণিজ্যিক সমঝোতা ছিল খোলা বাজার প্রতিষ্ঠা করা। সীমান্তের তিন মাইল জুড়ে চালু হবে খোলা বাজার। কোন নিয়ন্ত্রণ থাকবে না। শুধু বছর শেষে হিসাব নিকাশ হবে। প্রাপ্য মেটানো হবে পাউন্ড, ষ্টার্লিং এর মাধ্যমে।

৬. বিদেশ বিষয়ে ভারত যা বলবে, তাই মেনে চলতে হবে। অর্থাৎ, সাউথ ব্লকের এনেক্স হবে সেগুন বাগিচা। এক কথায় বলা চলে উল্লেখিত চুক্তির ফলে ভারত বাংলাদেশের সামরিক ও পররাষ্ট্র বিষয়ের কর্তৃত্ব পেয়ে যায়।

৭. পাকিস্তানের সাথে চুড়ান্ত লড়াইয়ে নেতৃত্ব দিবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক সহপ্রধান হিসেবেও দায়িত্ব পাবেন না।

এই ৭ দফা চুক্তির পরেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত নেয়। আর এখনও ভারতীয় সেনাবাহিনী ১৬ই ডিসেম্বরকে ইষ্টার্ন কমান্ড দিবস হিসেবে পালন করে!

অথচ পঞ্চাশ বছর ধরে আমাদেরকে শেখানো হচ্ছে- আওয়ামীলীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে! ভারত আমাদেরকে স্বাধীন করে দিয়েছে!

ভারত-লীগের যৌথ প্রযোজনায় এভাবেই গুম করা হয়েছে সাতচল্লিশের স্বাধীনতা ও একাত্তরে লাখো শহীদের রক্তের ঋণ!

- লেখা- Sharif Osman Bin Hadi

30/04/2024
https://www.youtube.com/watch?v=4mTsw-Y0_Pk  What is this?
11/10/2022

https://www.youtube.com/watch?v=4mTsw-Y0_Pk What is this?

বাংলাদেশে একটা দল আছে হিন্দু মহাজোট। তার এক নেতা আছে গোবিন্দ প্রামানিক। জামায়াতের কিছু লোকজন এই গোবিন্দ প্রামান....

28/09/2022

সহিংসতা পরিহার করুন : ‍পিটার হাস।

Address

18 Topkhana Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Babul Islam BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babul Islam BD:

Share