Sohail Sirazi

Sohail Sirazi Content Creator

কিছুদিন আগে কৌতুহল বশত আমি "হেলিকপ্টারের দাম কত" লিখে গুগলে সার্চ করে ছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা, ইউটি...
13/01/2025

কিছুদিন আগে কৌতুহল বশত আমি
"হেলিকপ্টারের দাম কত" লিখে গুগলে সার্চ করে ছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইন্সটাগ্রাম
যেখানেই ঢুকি শুধু বড়লোকি বিজ্ঞাপন........ এই যেমন
#এই ছুটিতে ঘুরে আসুন বুর্জখলিফা।
#প্রিয় মানুষকে উপহার দিন ডায়মন্ডের নেকলেস।
#আপনার অপেক্ষায় মিশরের পিরামিড।
#অগ্রিম বুকিং দিন আইফোন ১৬।
#কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি।
#চাঁদে আপনার জন্য ১ বিঘা ভাল জমি আছে।

কত আর সহ্য করা যায়!
বিপদ থেকে উদ্ধারের পথ বের করতে হল।
গতকাল রাতে সার্চ করেছি,
ছেঁড়া জুতা সেলাই করার উপায় কি?

#আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে,
বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে। আজ সকাল থেকে ফেসবুক, টিকটক, ইউটিউব, ইন্সটাগ্রাম আমাকে দেখাচ্ছে মাত্র ৭০ টাকায় কিনুন ২ জোড়া স্যান্ডেল সাথে ১০ টাকা ক্যাশ ব্যাক!!

23/08/2024

এটা কোন টাইটানিক মুভি দৃশ্য নয়,, এটা ফেনী 😰😥😢

23/08/2024

ভারতে পালানোর সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করেছে বিজিবি...

এক'মত হলে ডান পাশে লা*ইক দিন👍
25/01/2024

এক'মত হলে ডান পাশে লা*ইক দিন👍

 #ইসলামের বিরুদ্ধে সকল অমুসলিমরা ঐক্যজোট করে ইসলাম ধর্মকে জঙ্গি বলে, অথচ অমুসলিমরাই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী।। #প্র...
11/01/2024

#ইসলামের বিরুদ্ধে সকল অমুসলিমরা ঐক্যজোট করে ইসলাম ধর্মকে জঙ্গি বলে, অথচ অমুসলিমরাই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী।।

#প্রমান।।।।।

১। হিটলার, একজন অমুসলিম
৬০ লক্ষ ইহুদি হত্যা
করেছিলো । মিডিয়া একবারও
তাকে বলেনি সে
খৃষ্টান সন্ত্রাসী!
২। জোসেফ স্ট্যালিন, একজন
অমুসলিম। সে ২০
মিলিয়ন মানুষ হত্যা করেছে, এবং
১৪.৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে
ধুঁকে ধুঁকে মারা
গেছে । মিডিয়া একবারও তাকে
বলেনি সে খৃষ্টান
সন্ত্রাসী!
৩। মাও সে তুং একজন অমুসলিম।
১৪ থেকে ২০
মিলিয়ন মানুষ হত্যা করেছে!
মিডিয়া একবারও তাকে
বলেনি সে বৌদ্ধ সন্ত্রাসী!
৪ । মুসলিনী (ইটালী) ৪ লাখ মানুষ
হত্যা করেছে!
সে কি মুসলিম ছিল ? অন্ধ মিডিয়া
একবারো বলে নাই
খৃষ্টান সন্ত্রাসী!
৫ । অশোকা (কালিঙ্গা বেটল)
১লক্ষ মানুষ হত্যা
করেছে! মিডিয়া
একবারও তাকে বলেনি সে হিন্দু
সন্ত্রাসী!
৬ । আর জজ বুশ ইরাকে,
আফগানিস্থানে প্রায় ১.৫
মিলিয়ন মানুষ হত্যা
করেছে! মিডিয়া তো বলে নাই,
খৃষ্টান সন্ত্রাসী!
৭ । মায়ানমারে প্রতিদিন
মুসলিম
রোহিঙ্গাদের খুন, ধর্ষন,
লুটপাট,
উচ্ছেদ করছে! তবুও কোনো
মিডিয়া বলে না
বৌদ্ধরা সন্ত্রাসী !
৮। বর্তমানে ফিলিস্তিনে নেতানিয়াহু ২০ হাজার নারী ও শিশুদের নির্মম ভাবে হত্যা করতেছে, এখনো মিডিয়া বলেনি ইহুদিরা সন্ত্রাসী।
ইতিহাস
সাক্ষী পৃথিবীর বুকে
সবচেয়ে বড় বড় গনহত্যা করেছে
অমুসলিমরা।
আর এরাই দিন রাত গণতন্ত্র
জপে মুখে ফেনা
তুলে ! অথচ এদের দ্বারাই
মানবতা
লুন্ঠিত !
এবার আসুন একটু হিসাব
মিলাই------
ক। যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু
করেছিল, তারা কি মুসলিম
ছিল ?
খ। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু
করেছিল, তারা কি
মুসলিম ছিল ?
গ। যারা অস্ট্রেলিয়া
আবিষ্কারের পর নিজেদের
আধিপত্য বিস্তারের জন্য ২০
মিলিয়ন অস্ট্রেলিয়ান
আদিবাসীকে হত্যা
করেছিল, তারা কি মুসলিম ছিল?
ঘ। যারা হিরোশিমা ও
নাগাসাকিতে
পরমাণু বোমা
নিক্ষেপ করেছিল, তারা কি
মুসলিম ছিল ?
ঙ। যারা আমেরিকা আবিষ্কারের
পর নিজেদের
প্রভাব বিস্তারের জন্য, উত্তর
আমেরিকাতে ১০০
মিলিয়ন এবং দক্ষিন আমেরিকাতে
৫০ মিলিয়ন রেড-
ইন্ডিয়ানকে হত্যা করেছিল, তারা
কি মুসলিম ছিল?
চ। যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান
কালো মানুষকে
কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে
গিয়েছিল । যাদের
৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল
এবং তাদের
মৃত দেহকে আটলান্টিক
মহাসাগরে নিক্ষেপ করা
হয়েছিল, তারা কি মুসলিম ছিল?
উত্তর হবে, এসব মহাসন্ত্রাসী
ও অমানবিক
কার্যকলাপের সাথে মুসলমানরা
কখনো জড়িত ছিল না।
আপনাকে সন্ত্রাসের সংজ্ঞা
সঠিকভাবে করতে
হবে। যখন কোন অমুসলিম কোন
খারাপ কাজ
করে, তখন এটাকে বলা হয়
অপরাধ! আর যখন
কোন মুসলিম স্বাধীনতার জন্য যুদ্ধ করে তখন এটাকে
বলা হয় ইসলামী জঙ্গি বাদ।

🌹🌹 বিলগেটস তার বিজনেস  আইডিয়াটি প্রস্তাবনা  করেছিলেন মোট 1200 জন ব্যক্তির কাছে..>} এর মধ্যে হা বলেছিলো 300 জন..>} যোগাযো...
10/01/2024

🌹🌹 বিলগেটস তার বিজনেস আইডিয়াটি প্রস্তাবনা করেছিলেন মোট 1200 জন ব্যক্তির কাছে..

>} এর মধ্যে হা বলেছিলো 300 জন..
>} যোগাযোগ করেছিলো 85 জন..
>} রাজী হয়েছিলো 35 জন..
>} কাজ শুরু করে আবার চলে গিয়েছিলো 24 জন..
>} ফাইনালি তার বিজনেস আইডিয়াটিতে কাজ করে 11জন..

★ এই 11জন ব্যক্তিকে নিয়েই বিলগেটস আজ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী..
★ এই 11জন ব্যক্তিই সৌভাগ্যবান..
★ এই 11জন ব্যক্তিই প্রতিষ্ঠিত..

আপনার আশেপাশে 1189 জন ব্যক্তির সংখ্যাই বেশি..যারা তামাশা করবে/সমালোচনা করবে/স্বার্থপরতা দেখাবে/সুবিধা নিবে !

আপনি যখন কোনো বিজনেস প্ল্যান করবেন তখন এটা
মাথায় রাখবেন আপনার পরিকল্পনা যেন সুন্দর ও সঠিক হয়।

আর আপনার প্লান ঠিক থাকলে, আপনি সৎ থাকলে
ওই 11 জন সৌভাগ্যবান ব্যক্তি পাবেনই পাবেন...ইনশাআল্লাহ...!!!

(২০২৪)২২দিন সরকারি ছুটির তালিকাসহ ২০২৪ খ্রিস্টাব্দের ক্যালেন্ডার!(বাংলা ও হিজরি তারিখসহ)।১২ মাস ১২পাতায়।
08/01/2024

(২০২৪)
২২দিন সরকারি ছুটির তালিকাসহ ২০২৪ খ্রিস্টাব্দের ক্যালেন্ডার!
(বাংলা ও হিজরি তারিখসহ)

।১২ মাস ১২পাতায়।

9 বছর হয়ে গেলো ফেসবুক চালাই কিন্তু আজকে জানলাম, লাইক বাটনে তিনবার চাপ দিলে স্কিনশট হয় 😄😲🤭
08/01/2024

9 বছর হয়ে গেলো ফেসবুক চালাই
কিন্তু আজকে জানলাম, লাইক বাটনে
তিনবার চাপ দিলে স্কিনশট হয় 😄😲🤭

08/01/2024
🌹🌹 "অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম"[ সুরা: আনফাল ৭০]
08/01/2024

🌹🌹 "অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম"
[ সুরা: আনফাল ৭০]

বৃষ্টিস্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়...!!!
08/01/2024

বৃষ্টিস্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়...!!!

05/01/2024

🌹🌹 ইসলামিক শাসনব্যবস্থা...!!!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sohail Sirazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohail Sirazi:

Share