
02/09/2025
🔞🚫খারা*প ভিডিও আসা বন্ধ করুন:
🟥🟥 ইউটিউবে খারাপ ভিডিও বন্ধ করুন:
1️⃣ YouTube অ্যাপ খুলুন
2️⃣ উপরে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন
3️⃣ Settings → General → Restricted Mode এ যান
4️⃣ Restricted Mode ON করুন ।
✅ এবার অশ্লীল অথবা খারাপ ভিডিও রিকমেন্ডেশন কমে যাবে।
🔎 🔎 গুগল সেফ সার্চ চালু করুন:
1️⃣ Chrome ব্রাউজার খুলুন
2️⃣ উপরে তিন ডট → Settings → Safe Search এ যান
3️⃣ Filter বা Blur Explicit Results চালু করুন ।
✅ এবার গুগল সার্চ করলে খারাপ ওয়েবসাইট আর ছবি আসবে না।
🎮🎮 গুগল প্লে স্টোরে অ্যাপ কন্ট্রোল দিন:
1️⃣ Play Store → প্রোফাইল → Settings → Family → Parental Controls এ যান
2️⃣ Parental Controls ON করুন
3️⃣ বয়স অনুযায়ী Apps, Games, Movies, Music Filter ঠিক করুন ।
🆕🆕 Google Family Link ব্যবহার করুন:
➡️ (বিশেষ করে শিশুদের জন্য)
1️⃣ মোবাইলে Google Family Link অ্যাপ ইনস্টল করুন
2️⃣ এখানে আপনার বা সন্তানের গুগল অ্যাকাউন্ট অ্যাড করুন
3️⃣ কোন কোন অ্যাপ ডাউনলোড/ব্যবহার করা যাবে সেটি নিয়ন্ত্রণ করুন
4️⃣ ব্রাউজারে SafeSearch, YouTube Kids ব্যবহার বাধ্যতামূলক করুন ✅
🔴🔴 অচেনা লিংক/গ্রুপ ব্লক করুন
Messenger / WhatsApp / Imo তে যদি খারাপ ভিডিও আসা গ্রুপ থাকে সেখান থেকে বেরিয়ে আসুন ।
প্রয়োজন হলে Block / Report করে দিন ।
✅ এবার আপনার মোবাইলে খারাপ ভিডিও আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে।
▶️ বিস্তারিত গাইডের জন্য:
আমাদের ফেসবুক পেইজ বা ইউটিউবে দেখুন: Android School Bangla
ধন্যবাদ ।