Android School Bangla

Android School Bangla প্রতিনিয়ত নতুন কিছু শিখাতে চাই !!
(2)

🔞​​🚫খারা*প ভিডিও আসা বন্ধ করুন:🟥🟥​ ইউটিউবে খারাপ ভিডিও বন্ধ করুন:1️⃣​ YouTube অ্যাপ খুলুন​2️⃣​ উপরে আপনার প্রোফাইল ছবিতে...
02/09/2025

🔞​​🚫খারা*প ভিডিও আসা বন্ধ করুন:

🟥🟥​ ইউটিউবে খারাপ ভিডিও বন্ধ করুন:
1️⃣​ YouTube অ্যাপ খুলুন
​2️⃣​ উপরে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন
3️⃣​​ Settings → General → Restricted Mode এ যান
4️⃣​ Restricted Mode ON করুন ।

✅​ এবার অশ্লীল অথবা খারাপ ভিডিও রিকমেন্ডেশন কমে যাবে।

🔎 🔎​ গুগল সেফ সার্চ চালু করুন:
1️⃣​​ Chrome ব্রাউজার খুলুন
2️⃣ ​উপরে তিন ডট → Settings → Safe Search এ যান
3️⃣​ Filter বা Blur Explicit Results চালু করুন ।

✅ এবার গুগল সার্চ করলে খারাপ ওয়েবসাইট আর ছবি আসবে না।

​​🎮🎮​ গুগল প্লে স্টোরে অ্যাপ কন্ট্রোল দিন:
1️⃣​​ Play Store → প্রোফাইল → Settings → Family → Parental Controls এ যান
2️⃣​ Parental Controls ON করুন
3️⃣ বয়স অনুযায়ী Apps, Games, Movies, Music Filter ঠিক করুন ।

🆕🆕 Google Family Link ব্যবহার করুন:
➡️ (বিশেষ করে শিশুদের জন্য)

1️⃣​​ মোবাইলে Google Family Link অ্যাপ ইনস্টল করুন
2️⃣​ এখানে আপনার বা সন্তানের গুগল অ্যাকাউন্ট অ্যাড করুন
3️⃣​ কোন কোন অ্যাপ ডাউনলোড/ব্যবহার করা যাবে সেটি নিয়ন্ত্রণ করুন
4️⃣ ব্রাউজারে SafeSearch, YouTube Kids ব্যবহার বাধ্যতামূলক করুন ✅

🔴​🔴​ অচেনা লিংক/গ্রুপ ব্লক করুন
Messenger / WhatsApp / Imo তে যদি খারাপ ভিডিও আসা গ্রুপ থাকে সেখান থেকে বেরিয়ে আসুন ।
প্রয়োজন হলে Block / Report করে দিন ।

✅ এবার আপনার মোবাইলে খারাপ ভিডিও আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে।

▶️​ বিস্তারিত গাইডের জন্য:
আমাদের ফেসবুক পেইজ বা ইউটিউবে দেখুন: Android School Bangla

ধন্যবাদ ।

📌​ TIN আছে কিন্তু ইনকাম নেই? ঘরে বসেই  জিরো রিটার্ন সাবমিট করুন -💥 ঘরে বসে  রিটার্ন  সাবমিটঃ* আপনার TIN সার্টিফিকেট / নম...
28/08/2025

📌​ TIN আছে কিন্তু ইনকাম নেই? ঘরে বসেই জিরো রিটার্ন সাবমিট করুন -
💥 ঘরে বসে রিটার্ন সাবমিটঃ
* আপনার TIN সার্টিফিকেট / নম্বর হাতে রাখুন।
* আপনার ব্যক্তিগত তথ্য ঠিক আছে কিনা চেক করুন।
* একটি কম্পিউটার / ল্যাপটপ / মোবাইল + ইন্টারনেট প্রয়োজন।

✅ লগইন করুন:
1. etaxnbr gov bd এ যান।
2. ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
3. নতুন হলে Sign Up করুন।

✅ ফর্ম নির্বাচন:
যেহেতু আপনার কোনো ইনকাম নেই তারপরও বেচে থাকার জন্য কিছু না কিছু আয়ের উৎস আছে। Income রিটার্ন” ফর্ম এ Other Income নির্বাচন করুন। স্টুডেন্ট হলে টিউশন উল্লেখ করে কিছু টাকা দেখান, বেকার হলে বাবা মা অথবা ভাই বোন যেখান থেকে টাকা পান তা উল্লেখ করে দেখান । ফর্ম নির্বাচন সঠিক করতে TIN অনুযায়ী ফর্ম গাইড দেখুন।

✒️ তথ্য পূরণ:
ব্যক্তিগত তথ্য: নাম, ঠিকানা, ফোন, ইমেইল।
আয় সম্পর্কিত তথ্য: যেভাবে জীবিকা নির্বাহ করেন তা লিখু।
ছাড় / ট্যাক্স তথ্য: শূন্য।
লক্ষ্য: ভুল তথ্য দিলে রিটার্ন গ্রহণ হবে না।

✅ ভেরিফিকেশন ও সাবমিট:
1. সব তথ্য ভালোভাবে চেক করুন।
2. Submit / File Return বাটনে ক্লিক করুন।
3. সাবমিট হয়ে গেলে Acknowledgment Slip পাবেন।
4. এটি সফলভাবে জমা দেওয়ার প্রমাণ।

🔹 TIN থাকলেই শূন্য রিটার্ন অনলাইনে সাবমিট করা যায়।
🔹 কোনো ইনকাম না থাকলেও সময়মতো সাবমিট করতে হবে।
🔹 সাবমিশন শেষে Acknowledgment Slip সংরক্ষণ করুন।

“আপনার কোনো ইনকাম না থাকলেও TIN থাকলে ঘরে বসেই রিটার্ন ( E-Return) সাবমিট করা এখন সহজ। সাবধানে তথ্য পূরণ করুন, সাবমিট করুন, এবং স্লিপ সংরক্ষণ করুন।”

▶️​ বিস্তারিত গাইডের জন্য:
আমাদের ফেসবুক পেইজ বা ইউটিউবে দেখুন: Android School Bangla

ধন্যবাদ ।

জন্ম নিবন্ধন শুধুমাত্র একটি কাগজ নয়, এটি আপনার শিশুর "আইনগত পরিচয় এবং নিরাপদ ভবিষ্যৎ"জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপ...
26/08/2025

জন্ম নিবন্ধন শুধুমাত্র একটি কাগজ নয়,
এটি আপনার শিশুর "আইনগত পরিচয় এবং নিরাপদ ভবিষ্যৎ"

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে হয়।
📢​ এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।

📢📢নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন:

★1️⃣ নতুন জন্ম নিবন্ধন আবেদন:|

★2️⃣ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন:

★3️⃣ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান:

★4️⃣ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা:

★5️⃣ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট:

★​6️⃣​ জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন:

💡 সব লিঙ্ক অফিসিয়াল সরকারি পোর্টাল থেকে।
- নিরাপদভাবে ব্যবহার করুন
- বিস্তারিত গাইডের জন্য ইউটিউবে দেখুন: *Android School Bangla*

#জন্মনিবন্ধন

Tin খুললে বন্ধ করার উপায়:কেন TIN বন্ধ করতে চান তার কারণ নির্ধারণ করুন, TIN বাতিলের জন্য বৈধ কারণ থাকতে হবে, যেমন: (i) ব্...
25/08/2025

Tin খুললে বন্ধ করার উপায়:
কেন TIN বন্ধ করতে চান তার কারণ নির্ধারণ করুন, TIN বাতিলের জন্য বৈধ কারণ থাকতে হবে, যেমন: (i) ব্যবসা বা চাকরি বন্ধ হয়ে গেছে, (ii) আপনি করযোগ্য আয়ের বাইরে চলে গেছেন, (iii)বিদেশে স্থায়ীভাবে চলে গেছেন, (iv)ভুল করে বা একাধিক TIN হয়ে গেছে ।

-

​✅​ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন:
আপনাকে নিম্নলিখিত ডকুমেন্ট দিতে হবে -
(i) TIN বাতিলের আবেদনপত্র (জাতীয় রাজস্ব বোর্ড – NBR-এর নির্ধারিত ফরম্যাটে)
জাতীয় পরিচয়পত্রের কপি
(ii)TIN সার্টিফিকেটের কপি
(iii)শেষ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র
(iv)TIN বন্ধের কারণ সংক্রান্ত প্রমাণপত্র (যেমন ব্যবসা বন্ধের লাইসেন্স বাতিল কপি, বিদেশে যাওয়ার কাগজ ইত্যাদি)
-

✅​ ট্যাক্স অফিসে আবেদন জমা দিন
আপনার সংশ্লিষ্ট কর অঞ্চল/সার্কেলের ট্যাক্স অফিসে গিয়ে আবেদনপত্র ও কাগজপত্র জমা দিন, অফিসার আপনার ট্যাক্স রেকর্ড চেক করে দেখবেন, কোনো বকেয়া কর আছে কিনা যদি সব ঠিক থাকে, TIN বাতিলের প্রক্রিয়া শুরু হবে ।
---
​📌​​📌​ যাচাই ও অনুমোদন:
(i) কর অফিসার আপনার দেওয়া কারণ যাচাই করবেন,
(ii) বকেয়া থাকলে আগে তা পরিশোধ করতে হবে,
(iii) সব ঠিক থাকলে NBR সিস্টেমে আপনার TIN নিষ্ক্রিয় করে দেওয়া হবে ।
---
​✒️​ প্রমাণ সংগ্রহ:
TIN বাতিলের লিখিত অনুমোদনপত্র বা সার্টিফিকেট সংগ্রহ করে রাখুন, ভবিষ্যতে কোনো সরকারি কাজ বা ব্যাংক লেনদেনে প্রমাণের জন্য এটি দরকার হতে পারে।

🚨​​ গুরুত্বপূর্ণ:
অনলাইনে e-TIN সরাসরি "ডিলিট" করা যায় না, এটি শুধুমাত্র ট্যাক্স অফিসার অনুমোদন সাপেক্ষে নিষ্ক্রিয় হয় ।
যদি একাধিক TIN হয়ে থাকে, অবৈধ বা ডুপ্লিকেট TIN বন্ধ করতে মূল TIN রেখে বাকিগুলো বাতিল করা হয় ।

25/08/2025

অনলাইনে টাইফয়েড টিকার কার্ড ডাউনলোড করুন !!

23/08/2025

সমাধান দেখুন... Dial Pad পরিবর্তন হয়ে গেলে !!

27/07/2025

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে, বের করার উপায় !

25/07/2025

Ai দিয়ে নষ্ট ছবি পরিষ্কার করুন !! ১ ক্লিকে..

22/07/2025

কনটেন্ট মনিটাইজেশন সেটাপ - ২০২৫

সিমে অতিরিক্ত টাকা কাটবে না।বন্ধ করতে ডায়েল করুন - গ্রামীনফোন → *121*6*1 # বাংলালিংক → *121*7*1*2*1 # রবি & এয়ারটেল → *9...
04/07/2025

সিমে অতিরিক্ত টাকা কাটবে না।
বন্ধ করতে ডায়েল করুন -
গ্রামীনফোন → *121*6*1 #
বাংলালিংক → *121*7*1*2*1 #
রবি & এয়ারটেল → *9 #
টেলিটক → STOP ALL লিখে
355 মেসেজ পাঠান।

শেয়ার করে রাখুন....
ধন্যবাদ সবাইকে।

ইনকাম আর ইনকাম 💲আলহামদুলিল্লাহ এই ভিডও রিচ ৪ মিলিয়ন ❤️সম্পত্তির হিসাব নিয়ে, আপনাদের জানার আগ্রহ অনেক।সম্পত্তির হিসাব নিয়...
02/07/2025

ইনকাম আর ইনকাম 💲
আলহামদুলিল্লাহ এই ভিডও রিচ ৪ মিলিয়ন ❤️

সম্পত্তির হিসাব নিয়ে,
আপনাদের জানার আগ্রহ অনেক।

সম্পত্তির হিসাব নিয়ে যাদের ঝামেলা আছে ভিডিওটি দেখতে পারেন।

ধন্যবাদ।

01/07/2025

সমাধান - ঘরের ভিতর নেটওয়ার্ক নাই !!

Address

Dhaka
1216

Telephone

+8801636449366

Website

Alerts

Be the first to know and let us send you an email when Android School Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Android School Bangla:

Share

Category