24/06/2025
যান্ত্রিক এই শহরে নিত্যদিনের জীবনে অভ্যস্ত হয়ে গেছি বছরের পর বছর ধরে। কুয়াশার ঘন চাদর ভেদ করে এক চিলতে সূর্যালোকের মতন একটুখানি আশা আসে বলেই টিকে আছি ফড়িং এর ন্যায়।
গা ছমছম করা শীতলতা, শুষ্কতা, একরাশ হতাশা আর অস্পষ্টতায় অভ্যস্ত হয়ে যাওয়া বিধ্বস্ত এই নাগরিক জীবনে, হঠাৎ হঠাৎ কিছু ঘটনাকে নিষ্ঠুর রসিকতার মতন মনে হয়।
অতঃপর
জীবন নামক রিক্ত মাটির পাত্রখানি
শূণ্য দিয়া পূর্ণ করি সহসাই আবার!!