AK Emon

AK Emon This page is used to provide educational information

10/07/2025

জীবনের গল্প পার্ট -১

আমার জন্ম এক প্রান্তিক গ্রামে, নামটা হয়তো মানচিত্রে খুব বড় করে লেখা নেই, কিন্তু সেখানে কাটানো দিনগুলো আমার জীবনের সবচেয়ে গভীর শিক্ষাগুলো দিয়েছে।
গ্রামটা ছিল যেন এক বিস্মৃত জনপদ। এখানে প্রায় ৮০ শতাংশ মানুষই কখনো স্কুলের গেট পার হয়নি। সেই সঙ্গে গোষ্ঠীগত দ্বন্দ্ব আর বিভক্তি, যেন সহাবস্থানের নামে প্রতিদিনের যুদ্ধ। একটু পরেই ঝগড়া, তারপর মারামারি, আবার একদিন চুপচাপ।
আমার চোখের সামনেই বড় হতে দেখেছি এই বিভাজনের গ্রামে,আলো যেন এসেই থেমে যেত অন্ধকারের দেয়ালে।
এই পরিস্থিতিতে পড়ালেখা ছিল একরকম বিদ্রোহ।
আমাদের মধ্যে যারা স্কুলে যেতাম, তারা নিজেদের ভাগ্যবান ভাবলেও, বাস্তবতা ছিল ভিন্ন। এসএসসি’র গণ্ডি পেরোনোর পর কেউ একজনও উচ্চশিক্ষার স্বপ্ন বুনতে পারতো না।
কারণ একটাই “আমাদের এখানে কেউ তো আগে এমনটা করেনি!”
তবে হ্যাঁ, সেই অন্ধকারেই একদিন আমি আলোর ছায়া দেখতে পেয়েছিলাম আমার স্কুলের শিক্ষকদের মাধ্যমে।
আমি যখন হাইস্কুলে পড়ি, লক্ষ্য করলাম, আমাদের গ্রামের শিক্ষার্থীদের থেকে স্কুল অর্ধেক বেতন নেয়, তাও বিনা আবেদনে।
আর কেউ আবেদন করলেই পুরো বেতন মাফ।
অন্য গ্রামের ছেলেমেয়েদের এরকম সুবিধা নেই।
আমার কৌতূহল হলো।
একদিন সাহস করে আমি হেডটিচারকে জিজ্ঞেস করলাম,
“স্যার, শুধু আমাদের গ্রামের জন্যই কেন এই নিয়ম?”
স্যারের মুখে এক অপূর্ব মমতা ফুটে উঠলো।
তিনি বললেন,
“তোমাদের গ্রামের শিক্ষার হার খুবই কম। আমরা চাই, এখান থেকেই কেউ একজন আলোর পথ দেখাক। এজন্যই এই নিয়ম।”
সেই মুহূর্তে মনে হলো, কেউ একজন আমাদের নিয়েও ভাবে!
তারপর আমি টানা পাঁচ বছর বিনা বেতনে স্কুলে পড়েছি। শিক্ষকরা আমাকে উৎসাহ দিয়েছেন, আশ্রয় দিয়েছেন।
তবে একটা বছর ছিল ব্যতিক্রম।
সেবার আমি টাইফয়েডে ভুগেছিলাম প্রায় একমাস। পরীক্ষা ভালো দেইনি, রোলও পিছিয়ে গিয়েছিল।
পরীক্ষার পর একদিন জানানো হলো আমাকে এবার বেতন দিতে হবে।
আমার কিশোর মন ভেঙে গিয়েছিল।
আমি বললাম-
“যদি বেতন দিতে হয়, আমি অন্য স্কুলে চলে যাব।”
হেডটিচার চুপ করে শুনলেন, তারপর বললেন-
“তোমাকে কোনো বেতন দিতে হবে না। তুমি এখানেই পড়ো। আমাদের বিশ্বাস, তুমি একদিন অনেক দূর যাবে।”
আজ যখন পেছনে ফিরে তাকাই, তখন বুঝি, শিক্ষার আলো সবখানে সমানভাবে পড়ে না। কিন্তু কেউ একজন যদি মোমবাতি জ্বালিয়ে রাখে, আলো ছড়াতেই থাকে।
আমি সেই আলো নিয়েই হাঁটছি নিজেকে নয়, অন্যদেরও পথ দেখাতে চাই।
কারণ আমি জানি, এক বিন্দু সাহস ও আশাই একটা প্রজন্মকে বদলে দিতে পারে।

ড. মো:আবদুল খালেক ( মলিকুলার সেলবায়োলজী)

ভালো লাগলে জানাবেন, আমার পুরো গল্পটা লেখার চেষ্টা করবো। অনেক অজানা কিছু জানতে পারবেন আশাকরি।
“Protected by copyright. Unauthorized use is prohibited.”

Send a message to learn more

No need to add any caption for this picture
09/06/2025

No need to add any caption for this picture

07/06/2025
Congratulations on your best citation. Dear Dr. Kim, As a Topical Advisory Panel Member of the International Journal of ...
05/06/2025

Congratulations on your best citation.

Dear Dr. Kim,



As a Topical Advisory Panel Member of the International Journal of Molecular Sciences (IJMS), it is my pleasure to inform you that your paper has been selected as one of the 2024 IJMS Highly Cited Papers, in recognition of its significant academic impact. Congratulations on this achievement!



Paper Details:

Title: Comparative Analysis of Autophagy and Apoptosis in Disc Degeneration: Understanding the Dynamics of Temporary-Compression-Induced Early Autophagy and Sustained-Compression-Triggered Apoptosis

Link: http://www.mdpi.com/1422-0067/25/4/2352

Cited times: 6




Warm regards,

Dr. Elena Țarcă

Topical Advisory Panel Member of IJMS (InternationalJournal of Molecular Sciences)



Homepage: http://www.mdpi.com/journal/ijms

LinkedIn: https://www.linkedin.com/company/ijms-mdpi

IJMS channel on Twitter (

05/06/2025

There is no final success in this world, only continues improvement and the achievement of deeper understanding. Today, I stand at the edge of a another significant milestone. Officially, it has been confirmed that everything from my end is complete. Now, only final declaration remains but it has been accepted and confirmed .

The journey has not been easy. The challenges, especially the language and cultural obligations often felt like climbing a big mountain. There were so many sleepless nights, overwhelming tension, and moments when I sometimes felt I could not go on.But by grace of Allah, I endured.

Finally, I have accomplished what I set out to do.Every moments of hard working is now bearing fruit.

I want to give my deepest thanks to Allah Subhanahu wa Ta' ala, who granted me the patience and strength to endure.I also want to special thanks to my supervisor, his, unbelievable support and encouragement for making it visible.

I also want thank my better half,my daughter’s, my family members, specially my father, mother,brother and sisters and all of my friends and colleagues, whose constant support and encouragement and kindness helped me throughout this journey.

This achievement belongs to all of you as much as it belongs to me.

24/05/2025

Very Important information part -4

24/05/2025

Very important information part -4

21/05/2025

Poly (methyl methacrylate) (PMMA) bone cement is widely used in percutaneous vertebroplasty to stabilize osteoporotic vertebral compression fractures. However, its clinical application is limited by its high compressive modulus, risk of thermal necrosis, and poor bone integration, unlike conventiona...

After tremendous hasle and restless effort, finally our research paper has been published in a reputed journal.I respect...
21/05/2025

After tremendous hasle and restless effort, finally our research paper has been published in a reputed journal.I respectfully welcome to everyone for checking out the paper for sharing criticism for helping to enhance my knowledge.

Poly (methyl methacrylate) (PMMA) bone cement is widely used in percutaneous vertebroplasty to stabilize osteoporotic vertebral compression fractures. However, its clinical application is limited by its high compressive modulus, risk of thermal necrosis, and poor bone integration, unlike conventiona...

17/05/2025

Very significant information part-3

Address

Hemayetpur, Savar
Dhaka
1347

Telephone

+8801717376412

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK Emon:

Share