27/01/2024
- সাহাবীরা ২ বেলা থেকে ৩ বেলা খাবার পেলে চিন্তিত হয়ে পড়তেন,মনে করতেন:
হায়!আল্লাহ কি দুনিয়াতেই সব দিয়ে দিলেন?
আর আমাদের চাওয়া-পাওয়া, শুকরিয়া কত লাগামহীন বেপরোয়া!
❝সালাফদের কেউ কেউ বলেছেন,
যখন দেখবে যে তুমি আল্লাহর অবাধ্যতায় কায়েম আছ অথচ এরপরও আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে যাচ্ছেন, তখন সতর্ক হয়ে যাও!
কেননা এটা হচ্ছে ইস্তিদরাজ, এর মাধ্যমে তোমাকে ধীরে ধীরে পাকড়াও করা হচ্ছে❞
~ ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.]
[ আদ দা ওয়াদ দাওয়া, পৃ: ৩১, দারু তাইবাহ, ২০১৫ ঈ.]
আল্লাহুম্মাগফিরলী