06/11/2023
এই পেজ টার মালিক কে?
এই পেজ টা ফালতু। সবাই রিপোর্ট করেন প্লিজ।
ঢাকা-বাংলাদেশ
Dhaka
1207
Be the first to know and let us send you an email when BD TAMIM YT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
জাতীয় ছাত্র সমাজের মূলনীতিঃ (ক) শিক্ষা (খ) শান্তি (গ) উন্নয়ন (ঘ) প্রগতি শিক্ষাঃ শিক্ষা জাতীয় জীবনে অবিচ্ছেদ্যে অংশ। শুধু মানবিক গুণ ও জাতীয় চরিত্র বিকাশে নয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে হবে নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ও জ্ঞান আহরন অপরিহার্য। যুগ যুগ ধরে উপনিবেশিক শাসনের যাতাকালে পিষ্ঠ কুসংস্কারাচ্ছন্ন জাতীয় মান্যসকে “মুক্ত আলোকে” আলোকিত না করতে পারলে একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে আত্মনির্ভরতা আসবে না। এজন্য প্রয়োজন যুগোপযোগী একটি শিক্ষা ব্যবস্থার স্থায়ী প্রবর্তন। যেখানে কারিগরী শিক্ষাসহ অতি সম্প্রতি কালের জ্ঞান বিজ্ঞানের সমন্বিত রূপও স্থান পাবে। যে শিক্ষা ব্যবস্থা ব্যক্তি জীবনে দেবে স্বচ্ছ, দেশ প্রেমে উজ্জীবিত করবে ভবিষ্যৎ প্রজন্মকে এবং শিক্ষা জীবন শেষে নিশ্চিত করবে কর্মক্ষেত্রকে তেমনি একটি শিক্ষানীতি প্রনয়ন আজ অপরিহার্য। এজন্য আমরা চাই ডঃ মফিজ উদ্দিনের শিক্ষা রিপোর্ট বাস্তবায়ন। শিক্ষা সম্পর্কে আমাদের মূল দাবীগুলো হচ্ছেঃ (ক) সরকারী বাজেটে শিক্ষাখাতে অধিক ব্যয় বরাদ্দ। (খ) পুরনো ধাঁচের শিক্ষা ব্যবস্থার অবসান এবং কম খরচে গণমূখী শিক্ষা ব্যবস্থা প্রচলন। (গ) মাধ্যমিক ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু। (ঘ) উচ্চ শিক্ষার খরচ কমানো। (ঙ) মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ণ করণ। (চ) নারী শিক্ষা প্রসারের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ। (ছ) সাধারণভাবে পুস্তকের মূল্য হ্রাস এবং বিশেষ প্রয়োজনীয় টেক্সট বই সমূহ ছাত্রছাত্রীদের বিতরণ ব্যবস্থা গ্রহণ। (জ) বৈজ্ঞানিক কারিগরী শিক্ষা প্রসারের ব্যবস্থা গ্রহণ। শান্তিঃ উন্নয়নের পূর্ব শর্ত হল শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা। অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিবেশে কোন উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব নয়। কাজেই বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহনশীলতা একান্ত প্রয়োজন। শান্তিপূর্ণ অবস্থানই নিশ্চিত করতে পারে দেশের সামগ্রিক অগ্রগতি। জাতীয় ছাত্র সমাজ শান্তিপূর্ণ উপায়ে সকল সমস্যা সমাধানে বিশ্বাসী, সন্ত্রাসী কার্যকলাপ শুধুমাত্র জাতীয় অগ্রগতিকে ব্যাহত করে না ব্যক্তি জীবনের নিরাপত্তাকেও বিনষ্ট করে, ব্যাহত করে শিক্ষা জীবনকে গুটি কয়েক মানুষের ইচ্ছার কাছে জিম্মি হয়ে পড়ে গোটা সমাজ। জাতীয় ছাত্র সমাজ অবস্থা অবসানে বিশ্বাসী। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ন্যূনতম শান্তিপূর্ণ উপায়টুকু ব্যবহারে আগ্রহী। উন্নয়নঃ উন্নয়ন প্রক্রিয়া একটি স্বাধীন জাতীয় শাসন ধারার অপরিহার্য্য অঙ্গ। বিশেষ করে তৃতীয় বিশ্বের উন্নয়নগামী দেশগুলোর জন সাধারণের জীবন ধারায় উন্নয়ন প্রক্রিয়ার সম্পৃক্ততা আরও অধিক। উন্নয়ন প্রক্রিয়ায় ছাত্র সমাজ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ ছাত্ররাই হচ্ছে একটি জাতির প্রাণশক্তি। ছাত্ররাই পারে সৃজনী শক্তির প্রভাবে একটি জাতির উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সফল করতে। বাংলাদেশের আর্থ- সামাজি প্রেক্ষাপটে অবশ্যই ছাত্র সমাজকে উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষা জীবন শেষে অর্জিত জ্ঞানের প্রয়োগ ও প্রসার উন্নয়ন প্রক্রিয়ায় সংযুক্ত না হলে পশ্চাৎপদ একটি সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এজন্য এলক্ষ্যেই তার কার্যক্রম সূচীত হয়েছে। বিশেষ করে বিগত দর্শকে বাংলাদেশে যে উন্নয়ন কর্মধারা সূচীত হয়েছে তাকে এগিয়ে নিয়ে যেতে জাতীয় ছাত্র সমাজ তার রাজনৈতিক কর্মসূচীতে “উন্নয়ন” প্রক্রিয়াকে সহযোগীতা দানের প্রত্যয়ে বিশ্বাসী এবং এ লক্ষ্যেই তার কার্যক্রম সূচীত হয়েছে। বিশেষ করে বিগত দশকে বাংলাদেশে যে উন্নয়ন কর্মধারা সূচীত হয়েছে তাকে এগিয়ে নিয়ে যেতে জাতীয় ছাত্র সমাজ বদ্ধ পরিকর। প্রগতিঃ কূপমুন্ডনতা ও গতানুগতিক জীবনবোধ একটি জাতির ভাগ্যোন্নয়নের সহায়ক শক্তি নয়। নূতন নূতন চিন্তার সংযোগ আর সহযোগিতা একটি জাতির সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। এজন্য নূতন পথে অগ্রসর হতে হবে। গ্রহণ করতে হবে নূতন চিন্তা চেতনাকে। উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সমগ্র সমাজকে করতে হবে গতিশীল। বাংলাদেশের ছাত্র রাজনীতি মূলত সৃজনী শক্তির উন্মোষ ধারায় অভিষিক্ত। স্বাধীনতার পরবর্তী সময়ে শোষণ বঞ্চনার বিরুদ্ধে ছাত্র রাজনীতির যে কর্মকাণ্ড জাতি সত্তার বোধকে জাগিয়ে তুলেছিল তা শুধু একটি বিশেষ জায়গায় এসে সীমাবদ্ধ থাকেনি। খেটে খাওয়া কৃষক শ্রমিক সাধারণ মানুষকেও সংকট থেকে উত্তরণের নির্ভরতা দিয়েছে। কাজেই সংস্কার মুক্ত একটি সমাজ সংগঠনের জাতীয় ছাত্র সমাজ প্রগতিশীল চেতনায় বিশ্বাসী। আসছে এক বিংশ শতাব্দীর নতূন সংকট সমূহকে মোকাবিলা করার লক্ষ্যে জাতীয় ছাত্র সমাজ শিক্ষা ব্যবস্থার প্রসার, শান্তি ও উন্নয়নের পথে নিজেদের সৃষ্টিশীলতাকে কাজ লাগাতে আগ্রহী। সাংগঠনিকভাবে জাতীয়ভাবে জাতীয় ছাত্র সমাজ বিশ্বাস করে শুভ চিন্তা ও জ্ঞানের স্বচ্ছলতাই একটি জাতিকে নৈতিকভাবে দৃঢ়তা দিতে পারে।
মোঃ শিবলী আহমেদ সবুজ সদস্য সচিব জাতীয় ছাত্র সমাজ নীলফামারী জেলা শাখা