BD TAMIM YT

BD TAMIM YT এই পেজ টা ফালতু। সবাই রিপোর্ট করেন প্লিজ।

06/11/2023

এই পেজ টার মালিক কে?

রাস্তায় দুর্ঘটনার মুল কারন ইঞ্জিন রিক্সা/হেলিকপ্টার:হুজুগে বাংগালী ফেজবুকে ভাইরাল হলেই লাফায় মুল খবর কেউ রাখেনা।যশোরে এক...
09/05/2023

রাস্তায় দুর্ঘটনার মুল কারন ইঞ্জিন রিক্সা/হেলিকপ্টার:
হুজুগে বাংগালী ফেজবুকে ভাইরাল হলেই লাফায় মুল খবর কেউ রাখেনা।
যশোরে একজন বিজ্ঞ আইনজীবী একজন রিক্সা চালককে চড় মাড়ায় বিষয়টা মোবাইল ফোনের ভিডিওর কল্যাণে দ্রুত ভাইরাল হয়েছে। চারিদিকে ছি ছি রব পড়ে গেছে। সবার সাথে সাথে আমিও কারোর গায়ে হাত তোলার জন্য আইনানুগ ব্যবস্থা দাবী করে বিচার চাচ্ছি। কিন্তু গাউন পরে রাস্তায় কেনো বা আইনজীবী কেনো গায়ে হাত তুলেছে এই বিতর্কের অবসান ঘটানোর জন্য কিছু না লিখে পারলাম না।

১. যারা যশোর এর কোর্ট বিল্ডিং, আইনজীবী সমিতি ভবন ও আইনজীবীদের ব্যাক্তিগত চেম্বার ভবনগুলোর অবস্থান জানেন না তারাই এই বিতর্ক করছেন। যশোরে কোর্ট ভবন থেকে সমিতি ভবন বা ব্যাক্তিগত চেম্বার ভবনে যেতে হয় মূল রাস্তা দিয়ে যেখানে একজন আইনজীবী আমাদের মতোই গাউন পরিহিত অবস্থায় মুভ করলে মনে হবে তিনি রাস্তায় গাউন পরে হাঁটছেন! তাই গাউন পরে রাস্তায় কেনো এটা একটা ফালতু বিতর্ক।

২. প্রকৃত ঘটনার পিছনের ঘটনা হলো উনি গাউন পরিহিত অবস্থায় হাতে গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে রাস্তার পাশ দিয়ে হাটার সময় একটি ইঞ্জিন চালিত রিক্সা উনার গায়ের ওপরে উঠায়ে দেয় এবং উনার হাত ফাইলগুলো রিক্সার আঘাতে পড়ে গেলে রিক্সাওয়ালা টেনে হিঁচড়ে নিয়ে গেলে গুরুত্বপূর্ণ কাগজাদি রাস্তায় পড়ে নষ্ট হয়। এমন পরিস্থিতিতে উনি রাগে ক্ষোভে রিক্সা চালকের গায়ে হাত তোলেন যদিও আমি গায়ে হাত তোলাকে সমর্থন করিনা কিন্তু ওমন পরিস্থিতিতে আমিও কলার ধরতাম।

৩. যিনি ভিডিও করে ভাইরাল করছেন তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আইনজীবীকে জবাবদিহি করার জন্য চিল্লায় বলছিলেন! বড়ই হাস্যকর। তিনি জোরে জোরে বলছিলেন ইঞ্জিন চালিত রিক্সা বন্ধ করা নিয়ে কেনো রিট করছেন না! আরে এটা বন্ধের জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তঃ রয়েছে। খবরের কপি লিংক দেয়া হলো-
https://www.rtvonline.com/bangladesh/135401/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B6%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87--%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

৪. ভিডিওতে দেখা যায় ওই আইনজীবী দূর্ঘটনা ঘটানো রিক্সা চালককে কলার ধরে পৌরসভায় নিয়ে যেতে চান। কেনো নিয়ে যেতে চান? কারন যশোর পৌরসভা কতৃক যশোর শহরে ইজিবাইক বা ইঞ্জিন চালিত রিক্সা চলাচল নিষিদ্ধ। আর এটা ওই পৌরসভাতে কতোটা অসুবিধার তা ২০২২ সালে জনকণ্ঠে প্রকাশিত রিপোর্টের লিংক কপি করে শেয়ার করলাম-
https://www.dailyjanakantha.com/bangladesh/news/665522

প্যাডেল চালিত রিকশায় ইঞ্জিন লাগিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী। প্যাডেল চালিত রিকশায় ইঞ্জিন ল.....

07/03/2023

চারিদিকে এত কুকুর কেন?

25/07/2018

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আন্দোলন নিয়ে বিএনপি আয়োজিত একটি গোপন বৈঠকের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দে....

Fastrack 3072SAE38 W-103    Nice Fastrack watch imported from India. 100% original.Water resistance. Shock resistant. Ch...
06/12/2017

Fastrack 3072SAE38 W-103 Nice Fastrack watch imported from India. 100% original.Water resistance. Shock resistant. Chunky steel strap. Stainless steel back cover. High precision quartz analogue
Brand: Fastrack Category: Watch Made in: India Made for: International
http://bit.ly/2AWscyw

Branoo is the destination for online shopping of branded cosmetics imported from different countries. Branoo offers the genuine and best price of its products with has Details

Address

ঢাকা-বাংলাদেশ
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when BD TAMIM YT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Our Story

জাতীয় ছাত্র সমাজের মূলনীতিঃ (ক) শিক্ষা (খ) শান্তি (গ) উন্নয়ন (ঘ) প্রগতি শিক্ষাঃ শিক্ষা জাতীয় জীবনে অবিচ্ছেদ্যে অংশ। শুধু মানবিক গুণ ও জাতীয় চরিত্র বিকাশে নয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে হবে নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ও জ্ঞান আহরন অপরিহার্য। যুগ যুগ ধরে উপনিবেশিক শাসনের যাতাকালে পিষ্ঠ কুসংস্কারাচ্ছন্ন জাতীয় মান্যসকে “মুক্ত আলোকে” আলোকিত না করতে পারলে একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে আত্মনির্ভরতা আসবে না। এজন্য প্রয়োজন যুগোপযোগী একটি শিক্ষা ব্যবস্থার স্থায়ী প্রবর্তন। যেখানে কারিগরী শিক্ষাসহ অতি সম্প্রতি কালের জ্ঞান বিজ্ঞানের সমন্বিত রূপও স্থান পাবে। যে শিক্ষা ব্যবস্থা ব্যক্তি জীবনে দেবে স্বচ্ছ, দেশ প্রেমে উজ্জীবিত করবে ভবিষ্যৎ প্রজন্মকে এবং শিক্ষা জীবন শেষে নিশ্চিত করবে কর্মক্ষেত্রকে তেমনি একটি শিক্ষানীতি প্রনয়ন আজ অপরিহার্য। এজন্য আমরা চাই ডঃ মফিজ উদ্দিনের শিক্ষা রিপোর্ট বাস্তবায়ন। শিক্ষা সম্পর্কে আমাদের মূল দাবীগুলো হচ্ছেঃ (ক) সরকারী বাজেটে শিক্ষাখাতে অধিক ব্যয় বরাদ্দ। (খ) পুরনো ধাঁচের শিক্ষা ব্যবস্থার অবসান এবং কম খরচে গণমূখী শিক্ষা ব্যবস্থা প্রচলন। (গ) মাধ্যমিক ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু। (ঘ) উচ্চ শিক্ষার খরচ কমানো। (ঙ) মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ণ করণ। (চ) নারী শিক্ষা প্রসারের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ। (ছ) সাধারণভাবে পুস্তকের মূল্য হ্রাস এবং বিশেষ প্রয়োজনীয় টেক্সট বই সমূহ ছাত্রছাত্রীদের বিতরণ ব্যবস্থা গ্রহণ। (জ) বৈজ্ঞানিক কারিগরী শিক্ষা প্রসারের ব্যবস্থা গ্রহণ। শান্তিঃ উন্নয়নের পূর্ব শর্ত হল শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা। অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিবেশে কোন উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব নয়। কাজেই বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহনশীলতা একান্ত প্রয়োজন। শান্তিপূর্ণ অবস্থানই নিশ্চিত করতে পারে দেশের সামগ্রিক অগ্রগতি। জাতীয় ছাত্র সমাজ শান্তিপূর্ণ উপায়ে সকল সমস্যা সমাধানে বিশ্বাসী, সন্ত্রাসী কার্যকলাপ শুধুমাত্র জাতীয় অগ্রগতিকে ব্যাহত করে না ব্যক্তি জীবনের নিরাপত্তাকেও বিনষ্ট করে, ব্যাহত করে শিক্ষা জীবনকে গুটি কয়েক মানুষের ইচ্ছার কাছে জিম্মি হয়ে পড়ে গোটা সমাজ। জাতীয় ছাত্র সমাজ অবস্থা অবসানে বিশ্বাসী। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ন্যূনতম শান্তিপূর্ণ উপায়টুকু ব্যবহারে আগ্রহী। উন্নয়নঃ উন্নয়ন প্রক্রিয়া একটি স্বাধীন জাতীয় শাসন ধারার অপরিহার্য্য অঙ্গ। বিশেষ করে তৃতীয় বিশ্বের উন্নয়নগামী দেশগুলোর জন সাধারণের জীবন ধারায় উন্নয়ন প্রক্রিয়ার সম্পৃক্ততা আরও অধিক। উন্নয়ন প্রক্রিয়ায় ছাত্র সমাজ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ ছাত্ররাই হচ্ছে একটি জাতির প্রাণশক্তি। ছাত্ররাই পারে সৃজনী শক্তির প্রভাবে একটি জাতির উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সফল করতে। বাংলাদেশের আর্থ- সামাজি প্রেক্ষাপটে অবশ্যই ছাত্র সমাজকে উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষা জীবন শেষে অর্জিত জ্ঞানের প্রয়োগ ও প্রসার উন্নয়ন প্রক্রিয়ায় সংযুক্ত না হলে পশ্চাৎপদ একটি সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এজন্য এলক্ষ্যেই তার কার্যক্রম সূচীত হয়েছে। বিশেষ করে বিগত দর্শকে বাংলাদেশে যে উন্নয়ন কর্মধারা সূচীত হয়েছে তাকে এগিয়ে নিয়ে যেতে জাতীয় ছাত্র সমাজ তার রাজনৈতিক কর্মসূচীতে “উন্নয়ন” প্রক্রিয়াকে সহযোগীতা দানের প্রত্যয়ে বিশ্বাসী এবং এ লক্ষ্যেই তার কার্যক্রম সূচীত হয়েছে। বিশেষ করে বিগত দশকে বাংলাদেশে যে উন্নয়ন কর্মধারা সূচীত হয়েছে তাকে এগিয়ে নিয়ে যেতে জাতীয় ছাত্র সমাজ বদ্ধ পরিকর। প্রগতিঃ কূপমুন্ডনতা ও গতানুগতিক জীবনবোধ একটি জাতির ভাগ্যোন্নয়নের সহায়ক শক্তি নয়। নূতন নূতন চিন্তার সংযোগ আর সহযোগিতা একটি জাতির সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। এজন্য নূতন পথে অগ্রসর হতে হবে। গ্রহণ করতে হবে নূতন চিন্তা চেতনাকে। উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সমগ্র সমাজকে করতে হবে গতিশীল। বাংলাদেশের ছাত্র রাজনীতি মূলত সৃজনী শক্তির উন্মোষ ধারায় অভিষিক্ত। স্বাধীনতার পরবর্তী সময়ে শোষণ বঞ্চনার বিরুদ্ধে ছাত্র রাজনীতির যে কর্মকাণ্ড জাতি সত্তার বোধকে জাগিয়ে তুলেছিল তা শুধু একটি বিশেষ জায়গায় এসে সীমাবদ্ধ থাকেনি। খেটে খাওয়া কৃষক শ্রমিক সাধারণ মানুষকেও সংকট থেকে উত্তরণের নির্ভরতা দিয়েছে। কাজেই সংস্কার মুক্ত একটি সমাজ সংগঠনের জাতীয় ছাত্র সমাজ প্রগতিশীল চেতনায় বিশ্বাসী। আসছে এক বিংশ শতাব্দীর নতূন সংকট সমূহকে মোকাবিলা করার লক্ষ্যে জাতীয় ছাত্র সমাজ শিক্ষা ব্যবস্থার প্রসার, শান্তি ও উন্নয়নের পথে নিজেদের সৃষ্টিশীলতাকে কাজ লাগাতে আগ্রহী। সাংগঠনিকভাবে জাতীয়ভাবে জাতীয় ছাত্র সমাজ বিশ্বাস করে শুভ চিন্তা ও জ্ঞানের স্বচ্ছলতাই একটি জাতিকে নৈতিকভাবে দৃঢ়তা দিতে পারে।

মোঃ শিবলী আহমেদ সবুজ সদস্য সচিব জাতীয় ছাত্র সমাজ নীলফামারী জেলা শাখা