বরিশাইল্লাহ মনু

বরিশাইল্লাহ মনু স্বাধীন মুক্ত চিন্তার ধারক 😊 নিয়মিত বাক স্বাধীনতা চর্চা করি 🤗 আমার রন্ধ্রে রন্ধ্রে কমেডি 🫠 হাশি তামাশায় জীবনকে উপভোগ্য করে তুলি 🤭

বাবু বলিলেন, "বুঝেছো উপেন, তোমার জমি করিবো গক গক গক"
03/09/2025

বাবু বলিলেন, "বুঝেছো উপেন, তোমার জমি করিবো গক গক গক"

খই গুলা কি নিজেরাই খায় না বিক্রি কইরা দেয়? কত কইরা কেজি? 🤔
02/09/2025

খই গুলা কি নিজেরাই খায় না বিক্রি কইরা দেয়? কত কইরা কেজি? 🤔

একটি জাতীয় পত্রিকা হয়ে দায়িত্বশীল সাংবাদিকতার পরিবর্তে কালেরকণ্ঠ ব্যক্তিগত ফেসবুক পোস্ট নিয়ে সস্তা শিরোনাম তৈরি করেছে, যা দুঃখজনক ও নিন্দনীয়। সাংবাদিকতা আর হলুদ সাংবাদিকতার মধ্যে পার্থক্য বজায় রাখা প্রয়োজন, কিন্তু এই সংবাদে সেটির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আমি সরাসরি প্রশ্ন রাখতে চাই:
১। আমার কাজ না করার প্রমাণ কোথায়? আপনার সূত্র কী? যেসব অভিনেত্রীর ছবি ব্যবহার করে ক্লিকবেইট বানানো হয়েছে, তাদের কারো সঙ্গে কি সরাসরি কথা বলেছেন?
২। আমরা আমাদের ব্যক্তিগত প্ল্যাটফর্মে কী পোস্ট করব, তা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার। আর সেটি নিয়ে বিচারমূলক মন্তব্য করা, বিশেষ করে একটি জাতীয় দৈনিকের পক্ষ থেকে, কেবলই পশ্চাৎপদ ও প্রাচীন মানসিকতার বহিঃপ্রকাশ।
৩। নিজেদের দেশের শিল্পীদের আক্রমণ ও অপমান করে, বিশেষ করে নারী শিল্পীদেরকে টার্গেট করে, আপনারা কি সত্যিই মনে করেন যে সঠিক কাজ করেছেন?

দর্শকের সঙ্গে সম্পৃক্ত হওয়া আমাদের পেশাগত দায়িত্বেরই একটি অংশ, এবং আমরা আন্তরিকভাবে এটি উপভোগ করি। কিন্তু কেউ যদি এটিকে এভাবে উপস্থাপন করে যে আমাদের কোনো কাজ নেই, তবে সেটি শুধু আমাদের শিল্পী হিসেবে নয়, আমাদের সেই দর্শকদের প্রতিও অপমান ।

সাংবাদিকতা হলো সত্য তুলে ধরা, সমাজকে সচেতন করা। হলুদ সাংবাদিকতা দিয়ে মানুষের চরিত্র হনন করা নয়।

যিনি এই প্রতিবেদনটি লিখেছেন তার নাম গোপন করা হলেও, পুরো প্রতিষ্ঠানের দায় থেকে কালেরকণ্ঠ কোনোভাবেই অব্যাহতি পাবে না। একটি জাতীয় দৈনিক হয়ে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন নিউজ প্রকাশ করা শুধু প্রতিষ্ঠানটির মর্যাদাকেই কলঙ্কিত করছে না, বরং পাঠকের বিশ্বাসকেও ধ্বংস করছে।

কালেরকণ্ঠ আমার শ্রদ্ধা হারিয়েছে এবং ভবিষ্যতে আমি কোনোভাবেই তাদের সঙ্গে যুক্ত থাকব না ।

- মেহজাবীন চৌধুরী

বাংলাদেশে হইলে ডিম ভাইজ্জা তো খাইতই, লগে পাখিও ভুনা কইরা খাইতো 😋
02/09/2025

বাংলাদেশে হইলে ডিম ভাইজ্জা তো খাইতই, লগে পাখিও ভুনা কইরা খাইতো 😋

01/09/2025

"স্বজন হারানোর বেদনা" আর "তীব্র নিন্দা ও প্রতিবাদের" মধ্যে পার্থক্য কী?

31/08/2025

সেলিব্রেটি ট্রিটমেন্ট | Satire | Comedy

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়
30/08/2025

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়

30/08/2025

মুলা বিতরণ কর্মসূচী | Short Story | Satire | Comedy

প্রতিটি সফল পুরুষের পেছনে থাকে একজন নারী। যে তাকে কোলে করে সফলতায় পৌঁছে দেয় 🥹
29/08/2025

প্রতিটি সফল পুরুষের পেছনে থাকে একজন নারী।
যে তাকে কোলে করে সফলতায় পৌঁছে দেয় 🥹

ব্লগ ৬৯:চীন ঘুরতে গেলে কি পড়া যাবে আর কি পড়া যাবে না, এইটা অনেকের মাথায় প্রশ্ন আসে। কেউ ভাবে, যাই হোক না কেন, চীন তো আধু...
29/08/2025

ব্লগ ৬৯:

চীন ঘুরতে গেলে কি পড়া যাবে আর কি পড়া যাবে না, এইটা অনেকের মাথায় প্রশ্ন আসে। কেউ ভাবে, যাই হোক না কেন, চীন তো আধুনিক দেশ, সবাই সব রকমের পোশাক পরে। কিন্তু আসলে ব্যাপারটা একটু আলাদা। তুমি যদি হুট করে suit পড়ে বের হও, মানুষ সাথে সাথে চোখ কুঁচকাবে। ভাববে, এ আবার কোন জমিদারের নাতি নাকি? বড়লোকের মতো ভান করছে। ওই suit–tie তাদের কাছে বেশি ফরমাল, বেশি ধোপদুরস্ত। তারা ধরে নেবে তুমি কোনো বিজনেস ডিল করতে এসেছ বা VIP সাজছ। ঘুরতে যাওয়া মানুষের জন্য suit একেবারেই মানায় না।

আবার ধরো, তুমি যদি হঠাৎ ২০০ বছর আগের আমলের মতো জামা-কাপড় গায়ে দাও, যেমন পুরনো স্টাইল এর ছাতা সাথে টিফিন বাডি টাইপ কিছুর নকল করো, তখন মানুষ ভাববে তুমি খ্যাত। মানে, মাথায় সমস্যা আছে। ভাববে, “আরে ভাই, এখন ২০২৫ চলছে, এ আবার কোন দুনিয়ায় বাস করছে?” লোকজন তোমার দিকে তাকিয়ে হাসাহাসি করবে।

তাহলে প্রশ্ন আসে, চীনে গেলে পড়া যাবে কোন পোশাক? উত্তর সোজা। ট্র্যাডিশনাল চাইনিজ পোশাক বা আধুনিক casual পোশাক পড়ো। ট্র্যাডিশনাল বলতে cheongsam, qipao বা হানফু জাতীয় জামা-কাপড়। এগুলা পড়লে মানুষ খুশি হয়, ভাবে বিদেশি হলেও কালচারকে সম্মান করছে। চাইনিজরা নিজের ঐতিহ্য নিয়ে গর্বিত, তাই তুমি যদি তাদের পোশাক পড়ে ঘুরো, তারা হাসিমুখে তাকাবে।

আরেকটা ব্যাপার হলো, casual পোশাক পড়া সবসময় সেফ। এগুলা কারো চোখে খারাপ লাগবে না। চীনের শহরে সবাই এগুলাই পরে। তুমি মিশে যাবে সহজে, কেউ তোমাকে আলাদা ভাবে না।

তবে কিছু নিয়ম মাথায় রাখতে হবে। খুব বেশি খোলা জামা পড়ো না, কারণ কিছু জায়গায় লোকজন এখনো কনজারভেটিভ। বিশেষ করে মন্দির, পুরনো শহর বা ছোট গ্রামে গেলে একটু শালীন পোশাক পরা ভালো। আবার রঙ বাছার সময় খেয়াল রাখো। কালো-সাদা পুরোপুরি পরে যেও না, কারণ এই দুইটা রঙ চীনে অনেক সময় শোকের প্রতীক। লাল, নীল বা সবুজ জাতীয় রঙ বেশি ফ্রেন্ডলি আর শুভ ধরা হয়।

সংক্ষেপে বললে, suit পড়া যাবে না, কারণ সেটা তোমাকে বড়লোক সাজাবে। ২০০ বছরের আগের পোশাক পড়া যাবে না, কারণ সেটা তোমাকে খ্যাত বানাবে। ট্র্যাডিশনাল চাইনিজ বা casual আধুনিক পোশাক পড়াই সেরা। তুমি আরামে ঘুরবে, কেউ খারাপ চোখে দেখবে না।

চীন ঘুরতে গেলে আসল মন্ত্র হলো, নিজের পোশাক এমন হতে হবে যাতে লোকজন ভাবে তুমি তাদের সংস্কৃতিকে মান দাও, আবার নিজের আরামও বজায় থাকে। তাই smart থেকো, কিন্তু natural থেকো।

29/08/2025

এতো টাকা কোথায় পায়? | Satire | Comedy

How to get a Diploma? Easy, just go to your nearest grocery shop and get one. 🤗
28/08/2025

How to get a Diploma?
Easy, just go to your nearest grocery shop and get one. 🤗

আমিন 🤲
28/08/2025

আমিন 🤲

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাইল্লাহ মনু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category