08/05/2025
২০১৯ সালে চীন বাংলাদেশের হাতে তুলে দিতে চেয়েছিল অত্যাধুনিক J-10C যুদ্ধবিমান। আজ পাকিস্তান সেই বিমান দিয়েই ভারতের গর্ব রাফাল কে আকাশ থেকে নামিয়ে দিয়েছে। অথচ সেই সময় আমাদের কাপুরুষ সরকার সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। কেন?
কারণ, “আব্বু রাগ করবে”!
তাদের তথাকথিত 'আব্বুদের' বিরাগভাজন না হওয়ার জন্যই দেশের প্রতিরক্ষা, আত্মমর্যাদা ও সামরিক অগ্রগতিকে বলি দেওয়া হয়েছিল।
আজ সেই সিদ্ধান্তের খেসারত আমরা নিঃশব্দে দেখে যাচ্ছি।
সামরিক সক্ষমতাকে দুর্বল রেখে, জাতিকে অপারগ করে রাখা এই তো ছিল তাদের আসল ‘ওয়াদা’।
একটি স্বাধীন রাষ্ট্রকে সাবালক নয়, বরং 'অভিভাবকের অনুমোদনে চলা শিশু' বানিয়ে রেখেছিল তারা।
ভবিষ্যতে যেন এমন কাপুরুষতা আর কখনও পুনরাবৃত্তি না হয় সেই দায়িত্ব এখন আমাদের সবার।