06/10/2025
২০২৫ সালে শারীরবৃত্ত ও চিকিৎসাবিজ্ঞান এ নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই. ব্রানকো (যুক্তরাষ্ট্র), ফ্রেড রামসডেল (যুক্তরাষ্ট্র) ও শিমন সাকাগুচি (জাপান)। তাঁরা এই পুরস্কার প্রাপ্ত হয়েছেন “peripheral immune tolerance” বিষয়ে তাঁদের আবিষ্কারের জন্য।
তাঁরা দেখিয়েছেন কীভাবে শরীরের প্রতিরোধ ব্যবস্থা (immune system) নিয়ন্ত্রিত থাকে, যাতে এটি নিজের অঙ্গপ্রত্যঙ্গ আক্রমণ না করে। তাঁদের আবিষ্কারে জানা যায় regulatory T cell নামের এক বিশেষ কোষ আমাদের শরীরকে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার আক্রমণ থেকে রক্ষা করে।
এই আবিষ্কার ক্যান্সার ও অটোইমিউন রোগের চিকিৎসা এবং অঙ্গ প্রতিস্থাপন আরও সফল করার পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে।