Masum's Expedition

Masum's Expedition Author l Debater l Adventurer

Email : [email protected]
(1)

২০২৫ সালে শারীরবৃত্ত ও চিকিৎসাবিজ্ঞান এ নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই. ব্রানকো (যুক্তরাষ্ট্র), ফ্রেড রামসডেল (যুক্তরাষ্...
06/10/2025

২০২৫ সালে শারীরবৃত্ত ও চিকিৎসাবিজ্ঞান এ নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই. ব্রানকো (যুক্তরাষ্ট্র), ফ্রেড রামসডেল (যুক্তরাষ্ট্র) ও শিমন সাকাগুচি (জাপান)। তাঁরা এই পুরস্কার প্রাপ্ত হয়েছেন “peripheral immune tolerance” বিষয়ে তাঁদের আবিষ্কারের জন্য।

তাঁরা দেখিয়েছেন কীভাবে শরীরের প্রতিরোধ ব্যবস্থা (immune system) নিয়ন্ত্রিত থাকে, যাতে এটি নিজের অঙ্গপ্রত্যঙ্গ আক্রমণ না করে। তাঁদের আবিষ্কারে জানা যায় regulatory T cell নামের এক বিশেষ কোষ আমাদের শরীরকে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার আক্রমণ থেকে রক্ষা করে।

এই আবিষ্কার ক্যান্সার ও অটোইমিউন রোগের চিকিৎসা এবং অঙ্গ প্রতিস্থাপন আরও সফল করার পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

🖤
18/09/2025

🖤

Adventures are better together🤍
11/09/2025

Adventures are better together🤍

নদী শেখায় বয়ে চলা, পাহাড় শেখায় দৃঢ় থাকা, আর সীমান্ত মনে করিয়ে দেই সবাই আলাদা হলেও পৃথিবী একই।
09/09/2025

নদী শেখায় বয়ে চলা, পাহাড় শেখায় দৃঢ় থাকা, আর সীমান্ত মনে করিয়ে দেই সবাই আলাদা হলেও পৃথিবী একই।

নিঃশব্দতারও আছে নিজস্ব কণ্ঠস্বর।
08/09/2025

নিঃশব্দতারও আছে নিজস্ব কণ্ঠস্বর।

Every stop tells a story.
07/09/2025

Every stop tells a story.

ব্যাপারটা সুন্দর নাহ্?
10/08/2025

ব্যাপারটা সুন্দর নাহ্?

03/08/2025

যেখানে ভাষা থেমে যায়, আকাশ সেখানে কথা বলে...☁️✨

এই পরিবর্তন  শুধু একটি খালের গল্প নয়। এক নতুন বাংলাদেশের স্বপ্ন।আমরা যদি চেষ্টা করি, যদি একটু ভালোবাসি আমাদের চারপাশকে,...
30/07/2025

এই পরিবর্তন শুধু একটি খালের গল্প নয়। এক নতুন বাংলাদেশের স্বপ্ন।আমরা যদি চেষ্টা করি, যদি একটু ভালোবাসি আমাদের চারপাশকে, তাহলে অসম্ভবও সহজ হয়ে যায়। পরিষ্কার পানি, সবুজ বৃক্ষরাজি, জীবন্ত প্রকৃতি। এ আমাদেরই আত্মপরিচয়।নতুন বাংলাদেশের পথে প্রথম পদক্ষেপই হোক আমাদের খালগুলো বাঁচানোর মাধ্যমে।পরিবেশ সংরক্ষণের মাধ্যমে। একটি সুন্দর আগামী শুরু হয় আজকের সাহসী উদ্যোগে।

গত ২৪ শে জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে অ্যালামনাই এসোসিয়েশনের প্রোগ্রাম ছিল।...
28/07/2025

গত ২৪ শে জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে অ্যালামনাই এসোসিয়েশনের প্রোগ্রাম ছিল।খাবারের মেন্যুতে বিভিন্ন ধরনের খাবার ছিল কিন্তু সবচেয়ে বিষ্ময়কর ও শিক্ষনীয় বিষয় হচ্ছে ডিনার শেষে অসংখ্য বোতলজাত সফট ড্রিংক অক্ষত ছিল।
একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর আপনি আপনার শরীর ও স্বাস্থ্যের প্রতি দায়িত্বশীল হতে বাধ্য হবেন।কারণ আপনার বদঅভ্যাসগুলো তখন আর শরীর অ্যালাউ করবে না।তারুণ্যের অযুহাতে এখন অনেক অনিয়মই সহ্য হয়।আমি নিজেও ভার্সিটিতে বা বাসায় যেকোন আয়োজন বা আড্ডা কোক ছাড়া চলতে পারি না।কোক ছাড়া খাবারটা অসম্পূর্ণ মনেহয়। কিন্তু এতে থাকা উচ্চমাত্রায় সুগার(চিনি), ক্যাফেইন, কার্বন ডাই-অক্সাইড এবং অ্যাসিডিক উপাদানগুলো আমাদের শরীরের স্বাভাবিক রাসায়নিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়। অতিরিক্ত চিনি রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, ফলে অগ্ন্যাশয়কে বেশি ইনসুলিন নিঃসরণ করতে হয়। দীর্ঘদিন ধরে এই চাপ চলতে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ-২ ডায়াবেটিস সৃষ্টি হতে পারে।কোমল পানীয় তে থাকে ফসফরিক অ্যাসিড যা হাড় থেকে ক্যালসিয়াম অপসারণ করে এবং অস্থিমজ্জাকে দুর্বল করে তোলে।দাঁতের এনামেলকে ক্ষয় করে,গ্যাস ও ক্যাফেইন হজম প্রক্রিয়াকে ক্ষতি করে।দীর্ঘদিন এই পরিবর্তনগুলো চললে ওবেসিটি,হৃদরোগ, মানসিক অস্থিরতা এবং পরিপাকতন্ত্রের জটিলতা সৃষ্টি হয়।

তাই অতিমাত্রায় কোমল পানীয় পান করা থেকে বিরত থাকুন।সবচেয়ে ভালো খাদ্যাভ্যাস থেকে বাদ দিন।আপনার সুস্বাস্থ্যই, আপনার সুস্থতার প্রধান উৎস।নিজের শরীরের যত্ন নিন।

২৭ জুলাই ২০২৪কারফিউর মধ্যেই চলে গণগ্রেফতার ও হত্যা*যজ্ঞের উৎসব। চরম অবরুদ্ধতা উপেক্ষা করে রাজপথে আন্দোলন অব্যাহত রাখে ছা...
27/07/2025

২৭ জুলাই ২০২৪

কারফিউর মধ্যেই চলে গণগ্রেফতার ও হত্যা*যজ্ঞের উৎসব। চরম অবরুদ্ধতা উপেক্ষা করে রাজপথে আন্দোলন অব্যাহত রাখে ছাত্রজনতা।আজ একবছর অতিবাহিত করে আবার সেই জুলাই মাস এসেছে।কিন্তু আমাদের প্রত্যাশা পূরন হয়নি।শহীদের রক্তের গন্ধ এখনো বাংলার আকাশে -বাতাসে ছড়িয়ে রয়েছে। এর উপর দিয়েই চলছে জুলাই ইতিহাস বিক্রির রমরমা বানিজ্য। শহীদ আবু সাঈদ, মুগ্ধরা যে শিকল ভেঙে দিতে জীবনকে উৎসর্গ করেছিলেন আমরা সেই প্রত্যাশিত রাষ্ট্র কায়েম করতে ব্যর্থ হয়েছি।তবে,আমাদের থেমে গেলে চলবে না,জুলাই এর আন্দোলনকে সফল করতে হবে।তাহলেই মুক্ত হবে বাংলাদেশ।

কেন তুমি বহুদূর?
26/07/2025

কেন তুমি বহুদূর?

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum's Expedition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum's Expedition:

Share