রহস্যময় পৃথিবী

রহস্যময় পৃথিবী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রহস্যময় পৃথিবী, Digital creator, Dhaka.

রহস্যময় পৃথিবীতে স্বাগতম!"
অজানা রহস্য, রোমাঞ্চকর গল্প, আর চমকপ্রদ সত্য—সব এখানে। তুমি কি রহস্যের জগতে ডুব দিতে প্রস্তুত? যোগ দাও, আর বলো—"তোমার সবচেয়ে বড় রহস্য কী?" 🕵️‍♀️🔍 শুরুতেই "'রহস্যময় পৃথিবী" র এডমিন প্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজ টিকে লাইক করার জন্য ।আপনাদের কে নতুন নতুন বিষয় বস্তুর সাথে পরিচয় করিয়ে দেয়াই আমাদের একমাত্র লক্ষ্য ...পেজ টি একান্ত বিনোদনের উদ্দেশেই খোলা হয়েছে ...বেশি বেশি লাইক,কমেন্ট,শেয়ার দিয়ে আমাদের এই প্রচেষ্টা কে সফল করতে সহায়তা করুন। ধন্যবাদ

আজকের দিনটা উত্তরবঙ্গবাসী জন্য অনেক আনন্দের ও গর্বের দিন। অনেক গুরুত্বপূর্ণ দিন কিন্তু ২৫ জুনের তাৎপর্য কি, তা কি কেউ জা...
25/06/2025

আজকের দিনটা উত্তরবঙ্গবাসী জন্য অনেক আনন্দের ও গর্বের দিন। অনেক গুরুত্বপূর্ণ দিন কিন্তু ২৫ জুনের তাৎপর্য কি, তা কি কেউ জানে?

এর পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা তা হলো যমুনা বহুমুখী সেতু। মূলত যমুনা বহুমুখী সেতুই হলো মূল উত্তর। কারণ আজ থেকে ২৬ বছর আগে এই দিনেই সবার জন্য খুলে দেয়া হয়েছিল তৎকালীন বাংলাদেশের সবচেয়ে বড় এবং উত্তরাঞ্চলের ভাগ্যচাকা পরিবর্তনের প্রতীক "যমুনা বহুমুখী সেতু"।

The very own Defence system of Bangladesh 🫡🫡
20/06/2025

The very own Defence system of Bangladesh 🫡🫡

গতকাল রাত পর্যন্ত যদি কেউ বলতো এমএলএস লীগের কোনো ক্লাব ইউরোপিয়ান টপ ক্লাবের মধ্যে একটা ক্লাবকে হারাবে, তাহলে যে কেউ হয়তো...
20/06/2025

গতকাল রাত পর্যন্ত যদি কেউ বলতো এমএলএস লীগের কোনো ক্লাব ইউরোপিয়ান টপ ক্লাবের মধ্যে একটা ক্লাবকে হারাবে, তাহলে যে কেউ হয়তো তাকে বলতো পাগল বা বলতো সে ফুটবল বোঝে না।
কিন্তু সেইটাই সম্ভাব করেছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। তারা হারিয়েছে ট্রফি কেবিনেট পরিপূর্ণ ইউরোপিয়ান ক্লাব পোর্তোকে।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন আর অন্যকেউ না ফুটবল ম্যাজিশিয়ান ও গট লিওনেল মেসি।
এই মানুষটা এই বয়সে এসেও বার বার প্রমান করছে মেসিরা ফুরায় না, মেসিরা ফুরাবার না। মেসিরা ফিরে আসে বারংবার।

অভিনন্দন লিওনেল মেসি, অভিনন্দন ইন্টার মিয়ামির সকলকে ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করার জন্য।

ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া নারী গুপ্তচর… স্ত্রীদের জিভে স্বামীদের মৃত্যুর ফাঁদ!ক্যাথরিন পেরেজ শকদাম—একজন ফরাসি তরুণী।ইসল...
17/06/2025

ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া নারী গুপ্তচর… স্ত্রীদের জিভে স্বামীদের মৃত্যুর ফাঁদ!

ক্যাথরিন পেরেজ শকদাম—একজন ফরাসি তরুণী।
ইসলাম গ্রহণ করেছিলেন, এবং নিজেকে শিয়াপন্থী বলে ঘোষণা করেছিলেন।
তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন, “বিলায়তে ফকিহ” এর সমর্থনে লেখালিখি করেন,
এমনকি তাঁর প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ওয়েবসাইটেও প্রকাশিত হয়।

কিন্তু এই মুখোশের আড়ালে… ছিল মোসাদের নজরদারি।

ক্যাথরিন ছিলেন না কোনো সাধারণ গুপ্তচর।
তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা, সাংবাদিক ও চিন্তাবিদ হিসেবে।
রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হন, রেভল্যুশনারি গার্ডের সঙ্গে বসেন,
এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সঙ্গেও সাক্ষাৎ করেন।
“গবেষণার অজুহাতে” তিনি সংবেদনশীল অনেক এলাকাও পরিদর্শন করেন।

কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল নারী মহলে তার প্রবেশ।

তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
তাদের বিশ্বাস অর্জন করেন, যেন তিনিও তাদের একজন।
আর তারাই খোলামেলা বলতেন—স্বামীদের কাজ, থাকার স্থান, ভ্রমণের সময়সূচি, দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে।

প্রতিটি কথা রেকর্ড হতো,
প্রতিটি তথ্য পাঠানো হতো বাইরে।

এই তথ্যগুলোর ভিত্তিতেই নির্ধারণ করা হতো লক্ষ্যবস্তু,
তারপর একে একে সংঘটিত হতো হত্যাকাণ্ড…
নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলোই হয়ে উঠেছিল তাদের স্বামীদের মৃত্যুর কারণ।

যখন তার প্রতি সন্দেহ দেখা দেয়,
তিনি ইরান ছেড়ে চলে যান—ঠিক সময়ে, দরজা বন্ধ হওয়ার আগেই।
কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছেন।
ইরানের ওপর ভয়ানক আঘাত হেনেছেন, যার রেশ এখনও রয়ে গেছে।

এই সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করেই
ইসরায়েল এখনো পরিচালনা করছে একের পর এক নিখুঁত অভিযান,
যার মূল উৎস—ক্যাথরিনের হাত ধরে ঘর থেকেই পাওয়া গোপন তথ্য।

এটা কেবল একটি গুপ্তচর কাহিনি নয়…
এটা একটি রাষ্ট্র-স্তরের নিরাপত্তা বিপর্যয়।

আজকের এই ছায়াযুদ্ধে—
গুলির আওয়াজ শোনা যায় না,
বরং হত্যা ঘটে—একটি নারীমহলের শান্ত আলাপচারিতায়।

তুমি কি মনে করো, ইরান এই ঘটনার অভিঘাত কাটিয়ে উঠতে পারবে?
আর আজ কি অন্য কোনো দেশের ভেতরেও নতুন কোনো “ক্যাথরিন” লুকিয়ে আছে?

যমুনা নদীর সুস্বাদু মাছ 🐟🐟আপনার এলাকাতে কি নামে পরিচিত??🤔রহস্যময় পৃথিবী
15/06/2025

যমুনা নদীর সুস্বাদু মাছ 🐟🐟
আপনার এলাকাতে কি নামে পরিচিত??🤔

রহস্যময় পৃথিবী

ব্ল্যাক বক্স: বিমান দুর্ঘটনার আসল কারণ জানা যায় ছোট্ট এই যন্ত্রেবিমান দুর্ঘটনার পর যখন গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যায়, তখন তদ...
13/06/2025

ব্ল্যাক বক্স: বিমান দুর্ঘটনার আসল কারণ জানা যায় ছোট্ট এই যন্ত্রে

বিমান দুর্ঘটনার পর যখন গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যায়, তখন তদন্তকারীরা নজর দেন একটি বিশেষ যন্ত্রের দিকে— ব্ল্যাক বক্স। এটি যেন বিমানের ‘স্মৃতির খাতা’, যার ভেতর লুকিয়ে থাকে ঘটনার প্রকৃত চিত্র। কিন্তু এই ব্ল্যাক বক্স কী? কেন এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক।

ব্ল্যাক বক্স কী?
ব্ল্যাক বক্স হলো একটি উচ্চ প্রযুক্তির রেকর্ডিং যন্ত্র, যা মূলত দুটি অংশে বিভক্ত-

Cockpit Voice Recorder (CVR) – এটি পাইলটদের ককপিটে হওয়া সব কথোপকথন রেকর্ড করে।

Flight Data Recorder (FDR) – এটি বিমানের প্রযুক্তিগত তথ্য, যেমন—উচ্চতা, গতি, ইঞ্জিনের কার্যক্রম, দিকনির্দেশ, অটোপাইলটের অবস্থা ইত্যাদি রেকর্ড করে।

এই দুটি যন্ত্রই একত্রে ব্ল্যাক বক্স নামে পরিচিত।

কেন একে ব্ল্যাক বক্স বলা হয়?
আসলে ব্ল্যাক বক্সের রঙ কালো নয়, বরং এটি উজ্জ্বল কমলা বা লাল রঙের হয়ে থাকে, যাতে দুর্ঘটনাস্থলে সহজে খুঁজে পাওয়া যায়। ‘ব্ল্যাক বক্স’ নামটি এসেছে একটি রূপক অর্থে— দুর্ঘটনার অন্ধকার রহস্য উন্মোচন করার ক্ষমতা আছে বলেই একে এমন বলা হয়।

কীভাবে কাজ করে ব্ল্যাক বক্স?
বিমানে উড্ডয়নের শুরু থেকেই ব্ল্যাক বক্স কাজ শুরু করে। এটি প্রতি সেকেন্ডে শত শত তথ্য রেকর্ড করে এবং সর্বশেষ ২৫-৩০ ঘণ্টার ডেটা সংরক্ষণ করতে পারে। ব্ল্যাক বক্স সাধারণত বিমানের লেজের অংশে স্থাপন করা হয়, কারণ দুর্ঘটনার সময় এ অংশটি তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকে।

দুর্ঘটনার তদন্তে ব্ল্যাক বক্সের ভূমিকা
যখন কোনো বিমান দুর্ঘটনা ঘটে, তখন ব্ল্যাক বক্স উদ্ধার করা হয় এবং বিশেষ পরীক্ষাগারে নিয়ে গিয়ে এর ডেটা বিশ্লেষণ করা হয়। ককপিটের রেকর্ডিং থেকে বোঝা যায় পাইলট কী বলছিলেন, কী সিদ্ধান্ত নিচ্ছিলেন। অপরদিকে, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বিমানের কোন যন্ত্রাংশে সমস্যা হয়েছিল বা না হয়েছিল।

এভাবেই ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয়।

প্রযুক্তিগত সুরক্ষা
ব্ল্যাক বক্স অত্যন্ত মজবুত ধাতু দিয়ে তৈরি এবং এটি-

১১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে।

গভীর সমুদ্রের চাপে অক্ষত থাকতে পারে।

প্রায় ৩০ দিন পর্যন্ত একটি লোকেশন ট্রান্সমিটার দিয়ে সিগন্যাল পাঠাতে থাকে।

ব্ল্যাক বক্স নিছক একটি যন্ত্র নয়— এটি একটি মূক সাক্ষী, যা কথা বলে, তথ্য দেয়, এবং প্রমাণ হাজির করে। আধুনিক বিমানে এর উপস্থিতি শুধু নিরাপত্তার দিক থেকেই নয়, বরং ভবিষ্যতের দুর্ঘটনা রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা চলে, আকাশপথের যেকোনো বিপর্যয়ের পরে সত্য উদঘাটনের চাবিকাঠি এই ব্ল্যাক বক্সই।

মানাটিকে মিষ্টি আলু খাওয়ানো হচ্ছে, যদিও এটা দেখতে সাধারণ সবজির মতো।মানাটি হলো এক ধরনের বড়, শান্ত স্বভাবের জলজ প্রাণী। ...
12/06/2025

মানাটিকে মিষ্টি আলু খাওয়ানো হচ্ছে, যদিও এটা দেখতে সাধারণ সবজির মতো।

মানাটি হলো এক ধরনের বড়, শান্ত স্বভাবের জলজ প্রাণী। এদের অনেকেই "সমুদ্রের গরু" নামে চেনে। এরা সাধারণত অগভীর সমুদ্র, নদী আর উপকূলের কাছে থাকে। একটি মানাটির গড় দৈর্ঘ্য ৯-১০ ফুট আর ওজন প্রায় ১,০০০ পাউন্ডের মতো হতে পারে।

মানাটি শুধু গাছপালা খায়। এরা মূলত সমুদ্র ঘাস, ম্যানগ্রোভ গাছের পাতা আর শৈবাল খেয়ে বাঁচে। এই খাবারগুলো খেয়ে তারা সমুদ্রের পরিবেশ ঠিক রাখতে সাহায্য করে।

মানাটি খুবই শান্ত স্বভাবের। তারা কারও ক্ষতি করে না, এমনকি কুমিররাও তাদের রাস্তা ছেড়ে দেয়। তবে মানুষই এখন তাদের সবচেয়ে বড় বিপদ—মানুষের কাজকর্মে তাদের বাসস্থান নষ্ট হচ্ছে, আর নৌকার সঙ্গে ধাক্কাও বড় সমস্যা।

তারা ঠান্ডা পানি সহ্য করতে পারে না, তাই ঋতু বদল হলে তারা বাসা বদলায়। বিশেষ করে ফ্লোরিডায় অনেক মানাটি থাকে।

মোংলার পশুর নদীতে কুমিরের আনাগোনা বেড়েছে অনেক- স্থানীয় জেলে এবং জাহাজের নাবিকদের মনে বেড়েছে আতংক।
12/06/2025

মোংলার পশুর নদীতে কুমিরের আনাগোনা বেড়েছে অনেক- স্থানীয় জেলে এবং জাহাজের নাবিকদের মনে বেড়েছে আতংক।

চেষ্টার কোনো কমতি ছিলো না হামজার এবং পুরো দলের, তবে ভাগ্য সহায় হয়নি 🥹💔🇧🇩ফুল টাইম,,,, বাংলাদেশ ১-২ সিঙ্গাপুর।
10/06/2025

চেষ্টার কোনো কমতি ছিলো না হামজার এবং পুরো দলের, তবে ভাগ্য সহায় হয়নি 🥹💔🇧🇩

ফুল টাইম,,,, বাংলাদেশ ১-২ সিঙ্গাপুর।

শুভ সকাল ☀️পাখির নাম : সাহেব বুলবুল/ দুধ রাজ English Name: Asian Paradise flycatcher আল্লাহ তায়ালার এক অপূর্ব সৃষ্টি © ...
12/05/2023

শুভ সকাল ☀️
পাখির নাম : সাহেব বুলবুল/ দুধ রাজ
English Name: Asian Paradise flycatcher

আল্লাহ তায়ালার এক অপূর্ব সৃষ্টি

© Birds Bangladesh

সৎ চিন্তাধারা এবং ভালো কাজ করার মনমানসিকতা থাকলে,সীমিত পরিসরে ও ভালো কাজ করা সম্ভব!নিচের ছবিটি তার প্রমান!
11/05/2023

সৎ চিন্তাধারা এবং ভালো কাজ করার মনমানসিকতা থাকলে,সীমিত পরিসরে ও ভালো কাজ করা সম্ভব!
নিচের ছবিটি তার প্রমান!

Address

Dhaka
1229

Telephone

+8801717626522

Website

Alerts

Be the first to know and let us send you an email when রহস্যময় পৃথিবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রহস্যময় পৃথিবী:

Share