Shurov

Shurov বিষাদ গ্রস্ত এই নগরীতে☺️
"ফুল হয়ে এসো আমার শহরে".! 🍃🥀

আসসালামু আলাইকুম 😇
ভাইয়া/আপু 🖤
আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন 🥰
ধন্যবাদ 🖤

Tahaxan Ahnaf Antur Vaya🖤🫂
01/08/2025

Tahaxan Ahnaf Antur Vaya🖤🫂

Rajbari Govt High School ( রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ) 🖤🫶
01/08/2025

Rajbari Govt High School ( রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ) 🖤🫶

কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির...
31/07/2025

কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।
"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাদ বিত্বসম্পদ উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি।

শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে।

কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।

এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।

যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।
জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিস্র।


😎
31/07/2025

😎

কে গো তুমি মনা, এটা হ্যা'ক করে তোমার লাভ কি 🙄যা ভেবে হ্যা'ক করতে চাচ্ছো তেমন কিছুই নেই 🥴
30/07/2025

কে গো তুমি মনা,
এটা হ্যা'ক করে তোমার লাভ কি 🙄
যা ভেবে হ্যা'ক করতে চাচ্ছো তেমন কিছুই নেই 🥴

🖤
30/07/2025

🖤

মেঘাচ্ছন্ন রাজবাড়ী 🌫️
29/07/2025

মেঘাচ্ছন্ন রাজবাড়ী 🌫️

🖤
28/07/2025

🖤

শৈশব একবার যায় আর আসে না…
26/07/2025

শৈশব একবার যায় আর আসে না…

Address

Rajbari
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shurov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share