Advocate Md. Hasan Alam

Advocate Md. Hasan Alam "Lex. Libri. Loci. – With Hasan" Adv Md. Hasan Alam
District & Session Judge Court, Dhaka
Phone: +8801723355318

01/06/2025

আলহামদুলিল্লাহ, নতুন পরিচয় 🥰
এ্যাডভোকেট, [হাইকোর্ট ডিভিশন]
বাংলাদেশ সুপ্রীমকোর্ট ❤️

২০২০ সালের বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতের ফাঁসি ২৩ মে ২০২৫, রাত ১২:১ মিনিটে কার্যক...
23/05/2025

২০২০ সালের বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতের ফাঁসি ২৩ মে ২০২৫, রাত ১২:১ মিনিটে কার্যকর করা হয়।

(অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হ* ত্যা মামলায় মৃ*ত্যুদ*ণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকত আলীর ফাঁ*সি কার্যকর করা হয়েছে।

আজ রাত ২৩ মে ২০২৫ ইং ১২টা ১ মিনিটে, কক্সবাজার কেন্দ্রীয় কারাগারে কঠোর নিরাপত্তার মধ্যে এই দণ্ড কার্যকর করা হয়। এর আগে, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে জেলা ও দায়রা জজ আদালত, হাইকোর্ট বিভাগ, এবং সর্বশেষ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দণ্ডাদেশ বহাল রাখে।

কাজেই যারা এখনো সন্দেহের মাঝে আছেন যে, পরীক্ষা হবে নায়াকি হবে না, তারা আটঘাট বেধে পড়াশোনায় মনোনিবেশ করুন।
06/04/2025

কাজেই যারা এখনো সন্দেহের মাঝে আছেন যে, পরীক্ষা হবে নায়াকি হবে না, তারা আটঘাট বেধে পড়াশোনায় মনোনিবেশ করুন।

HCD Viva Voce Exam Schedule 👉
16/02/2025

HCD Viva Voce Exam Schedule 👉

A biographical film titled Bhasani, based on the life of legendary Bangladeshi political leader Maulana Abdul Hamid Khan...
27/12/2024

A biographical film titled Bhasani, based on the life of legendary Bangladeshi political leader Maulana Abdul Hamid Khan Bhasani, popularly known as Maulana Bhasani, is set to grace the big screen. The film will be directed by Syed Ohiduzzaman Diamond, who recently announced that shooting is tentatively slated to begin on May 16 next year. The date commemorates Maulana Bhasani's historic march towards the Farakka Barrage in 1976. Currently, the film is in its pre-production phase.

“Maulana Bhasani was a towering political figure in this region, starting from the British colonial era. However, many of his achievements and contributions are still unknown to the younger generation. That’s what inspired me to make this film,” shared Diamond.

The story will chronicle Bhasani's life from the age of 13, with three different actors portraying him at various stages. Although the casting process is ongoing and no actors have been finalized, auditions will soon be held to discover fresh talent. “Once the cast is confirmed, we will make an official announcement,” said the director. Diamond also expressed optimism that this project, a dream he has nurtured since 2006, will finally come to fruition.

Read more- https://tezzfeed.com/latest-news/maulana-bhasanis-biopic-announced-filming-likely-to-begin-next-year-1734501113291

আল্লাহ তায়ালা আমাদের লার্নেড ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
27/11/2024

আল্লাহ তায়ালা আমাদের লার্নেড ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

Concerned about our future 😔
26/11/2024

Concerned about our future 😔

04/11/2024

অনেকদিন হলো সমুদ্র আমাকে দেখে না 🥸

 #সংগৃহীত জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পা...
26/10/2024

#সংগৃহীত জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভাবে খাবেন; আগুনে ঝলসে; নাকি তরকারি রান্না করে!

এমন সময় পাখিটি বলে ওঠে— ‘রুমী তুমি তোমার এই জীবনে এতো গোশত খেয়েছো; অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয়না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও; আমি তোমাকে তিনটি পরামর্শ দেবো; যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে।’

রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন— “আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও; যদি পছন্দ না হয়; সঙ্গে সঙ্গে হত্যা করবো তোমাকে।”

পাখিটি রাজি হয়ে বলল— ‘তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও। তাতে তোমার জীবন শ্রেয়তর হবে।’

রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন; পাখিটার কথায় বোধ আছে। সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন।

পাখি বলে— ‘তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেবো।’

রুমি তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন; আর পাখি গিয়ে কাছেই একটি গাছের ডালে বসে।
পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে— ‘রুমী অতীতকে কখনো পালটানো যায় না। সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো। আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে। তুমি এটা পেলে তোমার তিনপুরুষ বসে খেতে পারতে।’

সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন; তাকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বলে— ‘রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয়; আমার পেটে কী করে তিন কেজি হীরা থাকবে! তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছো! দ্বিতীয়ত আমি এরিমাঝে তোমাকে ছেড়ে গেছি; তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়।’

পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন।

তিতির পাখিটি বলে— ‘রুমি শোনো; সবাইকে উপদেশ দিতে যেওনা। শুধু তাদের উপদেশ দাও; যারা সেটা শুনবে-মনে রাখবে। মনে রেখো কিছু কাপড় এতো জীর্ণ হয়ে যায়; যা আর কখনো সেলাই করা যায় না।’

15/10/2024

আলহামদুলিল্লাহ 😇 হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় পাশ করেছি 🥰

প্রকৃতি কোন কিছুই বকেয়া রাখে না। সবার পাওনা মিটিয়ে দেয় বড় যত্ন করে!ন্যাচারাল জাস্টিস খুবই সূক্ষ্ম, ছোট জ্ঞানে বুঝা যায় ন...
27/08/2024

প্রকৃতি কোন কিছুই বকেয়া রাখে না। সবার পাওনা মিটিয়ে দেয় বড় যত্ন করে!

ন্যাচারাল জাস্টিস খুবই সূক্ষ্ম, ছোট জ্ঞানে বুঝা যায় না 🙂 😈

দেশে বন্যা হোক, রোজা বা ইদ কিংবা কোন প্রাকৃতিক দূর্যোগ - কার্টুনে প্রদর্শিত কাল্পনিক মাঝির মত ডেসপিকেবল নিচু মানুষের অভা...
23/08/2024

দেশে বন্যা হোক, রোজা বা ইদ কিংবা কোন প্রাকৃতিক দূর্যোগ - কার্টুনে প্রদর্শিত কাল্পনিক মাঝির মত ডেসপিকেবল নিচু মানুষের অভাব নেই এই দেশে!

এমন সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের উচিত নিজেদের সবটুকু দিয়ে অসহায় ও ভুক্তভোগী মানুষের পাশে থাকা। কিন্তু সেটা না করে আমরা নিজেদের ফায়দা লুটে নিতে সদা জাগ্রত!

আল্লাহ সকল বন্যার্তদের হেফাজত করুন, আমিন।

Address

District And Session Judge Court, Mymensingh
Dhaka
2200

Telephone

+8801723355318

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Md. Hasan Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Md. Hasan Alam:

Share