
13/08/2025
মহাসড়কে নিষেধাজ্ঞা না থাকলেও হাইওয়েতে মানতে হবে “6N”-
👉 𝟭𝘀𝘁 “𝗡” : 𝗡𝗲𝘃𝗲𝗿 𝘂𝘀𝗲 𝗵𝗮𝗿𝗱 𝗯𝗿𝗲𝗮𝗸 𝗼𝗻 𝘀𝗮𝗻𝗱, 𝘀𝘁𝗲𝗲𝗹 𝗰𝘂𝗹𝘃𝗲𝗿𝘁 𝗼𝗿 𝘄𝗲𝘁 𝗿𝗼𝗮𝗱.
কখনো বালু, স্টিলের ব্রিজ কিংবা ভেজা রাস্তায় হার্ড ব্রেক করা উচিৎ নয়। এতে বাইক স্লিপ করে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে!
👉 𝟮𝗻𝗱 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗦𝘁𝗼𝗽 𝗡𝗲𝗰𝗸 𝘁𝗼 𝗡𝗲𝗰𝗸:
সড়কে চলাকালে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। খুব কাছাকাছি দূরত্বে চললে দুর্ঘটনা ঘটতে পারে।
👉 𝟯𝗿𝗱 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗿𝘂𝗻 𝘆𝗼𝘂𝗿 𝗯𝗶𝗸𝗲 𝗺𝗶𝗱𝗱𝗹𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗹𝗶𝗻𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗶𝗻-𝗳𝗿𝗼𝗻𝘁 𝗿𝗲𝗮𝗿 𝘄𝗵𝗲𝗲𝗹:
বাইক চলাকালীন সময়ে অন্যান্য যানবাহনের পিছনে মাঝ বরাবর না থাকাই উত্তম। এতে করে রাস্তা ভাঙ্গা থাকলে হঠাৎ করে বুঝে ওঠা কষ্টকর। আর হঠাৎ ভাঙ্গা রাস্তায় ব্যালেন্স না রাখতে পেড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
👉 𝟰𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗸𝗲𝗲𝗽 𝘀𝗵𝗶𝗳𝘁𝗶𝗻𝗴 𝗹𝗮𝗻𝗲 𝗼𝗻 𝗵𝗶𝗴𝗵𝘄𝗮𝘆:
মহাসড়কে ঘনঘন লেন পরিবর্তন করবেন না। এটি অন্যান্য যানবাহন শুধু বিরক্তের কারণই নয়, বরং আপনার বাইকের সাথে অন্যান্য যানবাহনের দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।
👉 𝟱𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝘁𝗿𝘆 𝘁𝗼 𝗼𝘃𝗲𝗿𝘁𝗮𝗸𝗲 𝗼𝘃𝗲𝗿 𝟭𝟬𝟬 𝗞𝗺𝗽𝗵:
মহাসড়কে সবাই দ্রুতগতিতে ছোটে। তবে ১০০কিমি চেয়ে বেশি গতিতে ওভারটেক না করাই ভালো। এটা দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে!
👉 𝟲𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗔𝗰𝗰𝗲𝗹𝗲𝗿𝗮𝘁𝗲 𝗼𝗿 𝗯𝗿𝗮𝗸𝗲 𝗵𝗮𝗿𝗱 𝘄𝗵𝗲𝗻 𝗰𝗼𝗿𝗻𝗲𝗿𝗶𝗻𝗴.
কর্ণারিং এর সময় ব্রেক করা বা স্পিড উঠানোর চেষ্টা করবেন না। এতে করে বাইক স্লিপ করার সম্ভাবনা থাকে।
আশা করি, এই বিষয়গুলো মেনে চললে দুর্ঘটনার সম্ভাবনা কমে যাবে। তবে মহাসড়কে Riding gears এবং Certified Helmet অবশ্যই পরিধান করতে হবে এবং সর্বদা আশপাশ নিয়ে সতর্ক থাকতে হবে।
MSA Vlogs
(Collected)