মরুভূমির মানুষ

মরুভূমির মানুষ মানব সেবার শপথ নিন মুমূর্ষুকে রক্ত দিন
(1)

সমাজে ঘটে যাওয়া অসংগতি ও অনাচারগুলো তুলে ধরার চেষ্টা! কাউকে ছোট নয় ভুলগুলো তুলে ধরে সমাজ, রাষ্ট্রের, জনগণকে দেখিয়ে দেওয়া এবং অপরাধীদের চিনিয়ে দেওয়ার সামান্য চেষ্টা। ভুলবশত মিথ্যা তথ্য দিলে সংশোধন করার জন্য পরামর্শ দিবেন🙏 অগ্রীম শুভেচ্ছা ও ধন্যবাদ।

26/07/2025
22/07/2025

শিক্ষা সচিবরে সরাইয়া দেওয়া হইসে।

আহত নিহতের নাম পরিচয় আজ কালের মধ্যেই পেয়ে যাবেন।

৬ দফা মাইনা নেওয়া হইসে।

পরীক্ষা ২৪ তারিখেরটাও স্থগিত।

যা যা দাবি ছিল, সবই মানা শেষ।

এবার পড়ার টেবিলে ফেরত যান।

সচিবালয়সহ সবগুলো বোর্ডে আওয়ামীলীগ ছাত্রলীগ ঢুকতেছে ।

এদেরকে এই মুহূর্তে পুলিশ দিয়ে ডলা দিতে হবে।

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন শেষ। দাবি মানা শেষ।

সিএমএইচে ৬ টা বেওয়ারিশ লা'শ আছে।কেউ যদি কোন লা'শ খুঁজে না পান যোগাযোগ করুন - ০১৭১১-১২৭০০৫
21/07/2025

সিএমএইচে ৬ টা বেওয়ারিশ লা'শ আছে।
কেউ যদি কোন লা'শ খুঁজে না পান যোগাযোগ করুন - ০১৭১১-১২৭০০৫

নব্বই দশকের অচল বিমান কেন আকাশে?এই বিমানটি নব্বই দশকের প্রযুক্তিতে তৈরি—প্রায় তিন দশক পুরোনো। বলতে গেলে, আন্তর্জাতিক বাজ...
21/07/2025

নব্বই দশকের অচল বিমান কেন আকাশে?

এই বিমানটি নব্বই দশকের প্রযুক্তিতে তৈরি—প্রায় তিন দশক পুরোনো। বলতে গেলে, আন্তর্জাতিক বাজারে এটি অনেক আগেই অচল হয়ে গেছে। অথচ ২০১৩ সালে বাংলাদেশ এই অচল বিমানটি চীনের কাছ থেকে কেনে, একটি বিতর্কিত চুক্তির মাধ্যমে। এটিই ছিলো চীনের শেষ রপ্তানি—শেষ কাস্টমার বাংলাদেশ। চিন্তা করুন, একটা দেশ কতটা দুর্নীতিগ্রস্ত হলে এমন পুরোনো, ব্যবহারের অযোগ্য যুদ্ধবিমান কিনে।

তবুও মূল প্রশ্নটা এখানে নয়। এই দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে—তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও অস্বীকার করা যায় না, কারণ দীর্ঘদিনের পুরনো ও রক্ষণাবেক্ষণহীন একটি বিমান উড়ালে এমন দুর্ঘটনা হতেই পারে।

তবে প্রশ্নটা বড়, গভীরতর—এইসব বিমান আকাশে উড়ানো হলো কেন?
ইস্যু তৈরি করার জন্য? জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য?

বিশ্বাস করুন আর না করুন, দক্ষিণ এশিয়ায় ভারতের যে প্রভাব বলয়, তাতে সবচেয়ে বেশি ঘাপটি মেরে আছে বাংলাদেশ বিমান বাহিনীতে। ভারতের ছায়া থেকে বেরোতে না পারার কারণে বাংলাদেশ আজ পর্যন্ত চতুর্থ প্রজন্মের স্টিলথ ফাইটার জেট কিনতে পারেনি। এমনকি একটি কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলতে পারেনি।

প্রশ্ন তুলতে হবে—কেন বাংলাদেশ বিমান বাহিনীকে এইভাবে পঙ্গু করে রাখা হয়েছে?
কাদের স্বার্থে?
কে এই দালালরা যারা ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের আকাশকে অনিরাপদ করে রেখেছে?

হাসিনা পতনের পরও এদের কেউ বিচারের মুখোমুখি হয়নি। আজো কেন এই জাতি প্রশ্ন করে না, কেন বাংলাদেশ এখনো আধুনিক যুদ্ধবিমান কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারছে না?

একটা জাতি যদি লাশ দেখেই শুধু আবেগে ভেসে যায়, কিন্তু মূল সমস্যার গোড়ায় হাত না দেয়—তাহলে সেই জাতির লাশের সারি একদিন হয়তো অসীম হবে।

জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই:
• যদি শত্রু রাষ্ট্র এক রাতেই ঢাকার আকাশে মিসাইল ছুড়ে দেয়, আমরা কী প্রতিরোধ করতে পারবো?
• আকাশ প্রতিরক্ষা নিয়ে কেউ কেন কথা বলছে না?
• কেন আজও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরব?

এটা শুধু একটি দুর্ঘটনা নয়। এটা একটি জাতীয় ব্যর্থতার প্রতিচ্ছবি।

যদি আজ প্রশ্ন না ওঠে, কাল হয়তো আর প্রশ্ন করার মতো কেউ থাকবে না।
-মুহাম্মদ জুবায়ের

12/07/2025

ওকে ঠিক আছে......!

10/07/2025

তালা ভেঙে মোবাইল ও টাকা পয়সা চুরি করে পালানোর সময় জনতার হাতে ২ চোর আটক 🤣🤣
#মরুভূমিরমানুষ

গা*জায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি নিপীড়নের নথিপত্র প্রস্তুত এবং গণহত্যা ইস্যুতে সরব ভূমিকার কারণে জাতিসংঘের ব...
10/07/2025

গা*জায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি নিপীড়নের নথিপত্র প্রস্তুত এবং গণহত্যা ইস্যুতে সরব ভূমিকার কারণে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

10/07/2025

সম্পত্তির জন্যই কি সুদীপকে হ*ত্যা করে আ*ত্ম*হ*ত্যা বলে চালিয়ে দেওয়া হলো!!!

10/07/2025

পরকীয়ার বিষয়ে ময়ণা জেনে যাওয়ায় নিজ সন্তানকে(ময়ণা) হ**ত্যা করে কি অসাধারণ অভিনয় ⁉️
ঘটনার বিস্তারিত কমেন্টে দেওয়া হলো।

ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িত ছিলো।ময়নার চাচার সাথে গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর ব...
10/07/2025

ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িত ছিলো।ময়নার চাচার সাথে গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর বেলা মা ও ময়নার চাচা অপ্রীতিকর অবস্থায় দেখতে পান ময়না।

ময়না তাদের অপ্রীতিকর অবস্থা প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপর দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন। দেখা গেলো ময়না মরে না!তাই চাচা ময়নার লজ্জাস্হানের ভিতরে রট ঢুকিয়ে দেন তখন ময়না মুহূর্তে মৃত্যু বরণ করেন😭

তারপর তার চাচা মসজিদের হুজুরকে পাশানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসেন।মসজিদের ছাঁদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের ইমাম - মুয়াজ্জিন কে।ডিএনএ টেস্ট করে দেখা গেলো ইমাম - মুয়াজ্জিন দু'জনই নির্দোষ। কিন্তু আদালত স্বসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে।দাঁড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাস্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদের কে।

এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে ময়নার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে। বাবা সংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন,আমার মেয়ে কোন একটা বিষয় জেনে গেছে,যারফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো।এবং বাবা নিজেও চাচা সহ বেশ কয়েকজন মেয়ের hoত্যার সাথে জড়িত আছে বলে ধারণা করেছেন।

শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে বিষয়গুলো জানতে পারলাম। এই নিষ্ঠুর মা কারো যেন না হয় !!

09/07/2025

১০০০% এটাই সঠিক।
বিএনপি আওয়ামিলীগের ভোট কালেকশনের জন্য ফজু ও ১০কাঠা আপাকে দিয়ে কাজ করাচ্ছে।
#ফজু #১০কাঠাআপা

Address

Dhaka

Telephone

0578100625

Alerts

Be the first to know and let us send you an email when মরুভূমির মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মরুভূমির মানুষ:

Share