Mohammad Sujan

Mohammad Sujan I’m Mohammad Sujan, A Social media expert specializing in Facebook & Digital Marketing. Let’s work together to take your page to the next level!
(1)

I help Company to grow their business, solve technical issues, & boost their online presence. Hi, I'm Mohammad Sujan, a social media expert with a focus on Facebook and digital marketing. With extensive experience, I specialize in providing technical support and strategic guidance to page owners, helping them grow their online presence and engage with their audience effectively. Whether

you're looking to optimize your content, protect your brand, or run successful advertising campaigns, I'm here to help you achieve your goals in the digital space.

বেশি না মাত্র ৭-১০ দিন চলবে রিপন মিয়ার ইস্যু তারপর মানুষ আবার সব ভুলে যাবে ।এটাই বাস্তব
14/10/2025

বেশি না মাত্র ৭-১০ দিন চলবে রিপন মিয়ার ইস্যু তারপর মানুষ আবার সব ভুলে যাবে ।
এটাই বাস্তব

অফিসের পরিবেশে আমরা প্রায়ই দেখি, যারা অদক্ষ এবং অযোগ্য, তারা নিজেদের স্থান ধরে রাখার জন্য চাটুকারিতার আর চাপাবাজির আশ্র...
14/10/2025

অফিসের পরিবেশে আমরা প্রায়ই দেখি, যারা অদক্ষ এবং অযোগ্য, তারা নিজেদের স্থান ধরে রাখার জন্য চাটুকারিতার আর চাপাবাজির আশ্রয় নেয়। কারন তারা ভালো করেই জানে অন্য কোথাও তাদের সুযোগ নেই, সুযোগ পেলেও ২ দিন পর পা ছায় লা'থি মেরে বের করে দিবে :D

মূলত এই চাটুকারিতা তাদের অযোগ্যতাকে আড়াল করে, আর দক্ষ কর্মীরা , যারা সত্যি কাজে প্রতিভাবান তাদের প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত হয়।

দক্ষ কর্মীরা সাধারণত সরল, সৎ, এবং কাজকেন্দ্রিক হয়।
তারা চাটুকারিতার ভাষা জানে না, তারা জানেনা কিভাবে টাকা মারতে হয় । কিন্তু জানে কিভাবে কাজ করতে হয়।

আর এই সরলতাই অনেক সময় তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়
অফিসের রাজনীতিতে তারা হয়ে যায় “সহজ টার্গেট”। এর , এর মূল কারণ যারা সৎ এবং দক্ষ তারা সব সময় ঠোঁটকাটা স্বভাবের হয় যা বলে সামনে বলে ফেলে এবং অন্যায় দেখলে টা নিয়ে প্রতিবাদ করে ।

অন্যদিকে, যারা ফাঁকিবাজ কিন্তু চাটুকারিতায় পারদর্শী, তারা উপরে উঠতে থাকে।
তাদের হাসি, তাদের প্রশংসা, আর চাপাবাজি সবই এক ধরনের বিনিয়োগ, যা একদিন পদোন্নতিতে মুনাফা দেয় ।

কিন্তু সত্যি কথা হলো
চাটুকারিতা সাময়িক, আর দক্ষতা চিরস্থায়ী :D
চাটুকারিতায় চাকরি টিকে, সম্মান না

কুমিল্লার নামেই বিভাগ চুড়ান্ত হল
13/10/2025

কুমিল্লার নামেই বিভাগ চুড়ান্ত হল

12/10/2025

আজকাল আমরা অনেক কিছুতেই দ্রুত রিয়্যাক্ট করি, কে কী বললো, কে কী করলো, কে আমার সাথে একমত না । কিন্তু কেউ কষ্টে আছে কিনা, কেউ অন্যায়ের শিকার হচ্ছে কিনা, সেটা দেখি না।

মানবতা হারিয়ে যাচ্ছে না, বরং আমরা সময় দিচ্ছি না সেটা বাঁচিয়ে রাখার জন্য।

ইসলাম আমাদের শিখিয়েছে, মানুষের প্রতি দয়া আল্লাহর কাছে ইবাদতের চেয়ে বড় হতে পারে।
রাসুল (সা.) বলেছেন —
"যে দুনিয়ায় মানুষের প্রতি দয়া দেখায় না, আল্লাহও কিয়ামতের দিন তার প্রতি দয়া করবেন না।"

তাই আসুন, আজ থেকে অন্তত একজন মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করি ,
সেটা হয়তো একটি সদয় কথা, একটি খাবারের প্লেট, অথবা কারও পাশে দাঁড়ানোর সাহস হতে পারে।

11/10/2025

রাত সাড়ে দশটা । শহরের ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে।
রাস্তার পাশে এক বৃদ্ধ বসে আছেন, হাতে ছোট একটা থালা।
একটা শব্দও নেই তার মুখে শুধু চোখে ক্লান্তি আর ক্ষুধা।

আমি থামলাম। জিজ্ঞেস করলাম,
“চাচা, খেয়েছেন?”
বৃদ্ধ একটু হেসে বললেন,
“না বাবা । কিন্তু চিন্তা কইরেন না বাবা, আল্লাহ সব দেখেন।”

আমি দোকান থেকে এক প্লেট ভাত, ডাল আর ডিম কিনে দিলাম।
তিনি খেতে খেতে চোখে পানি নিয়ে বললেন,
“এই এক প্লেট ভাতের দাম জানেন? এক প্লেট ভাত না, এটা দোয়া।”

আমি স্তব্ধ হয়ে গেলাম। আমরা প্রতিদিন অনেক টাকায় অনেক কিছু কিনি ; কফি, পোশাক, বিলাসিতা…
কিন্তু কেউ একজন শুধু এক প্লেট ভাত পেলেই আল্লাহর শুকরিয়া আদায় করে।

সেই রাতে আমি বুঝলাম,
মানবতা শুধু বড় বড় কাজে না, ছোট একটা সহানুভূতিতেও বাস করে।
আর হয়তো, আল্লাহ সেই ছোট কাজকেই সবচেয়ে বড় করে লিখে রাখেন।

মানুষের প্রতি দয়া করা শুধু সামাজিক দায়িত্ব না, এটি ঈমানের অংশ।
আজ আপনি কারও ক্ষুধা মিটাতে না পারলেও, অন্তত তার কষ্টটা অনুভব করুন।
( কাল্পনিক জগত থেকে )

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর!! এখন কিছু কিছু পেইজেয ভালো ইনকাম দিচ্ছে। তবে আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই ভাল হতে হবে এ...
07/10/2025

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর!!
এখন কিছু কিছু পেইজেয ভালো ইনকাম দিচ্ছে।
তবে আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই ভাল হতে হবে
এবং নিজের হতে হবে।
নিয়মিত ভালো কন্টেন্ট বানালে অবশ্যই ভালো কিছু করা সম্ভব

02/10/2025
20/09/2025
আমি
27/08/2025

আমি

আমার প্ল্যান সব ঠিক থাকে, সমস্যা শুধু আমি তা ফলো করি না
27/08/2025

আমার প্ল্যান সব ঠিক থাকে, সমস্যা শুধু আমি তা ফলো করি না

প্রেমিকা রাগ করলে শান্ত করতে NASA’র থেকেও বেশি টেকনোলজি লাগে!
20/08/2025

প্রেমিকা রাগ করলে শান্ত করতে NASA’র থেকেও বেশি টেকনোলজি লাগে!

এটাই বাস্তব
20/08/2025

এটাই বাস্তব

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Sujan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share