J-TEX News

J-TEX News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from J-TEX News, Media/News Company, UTTARA, DHAKA, Dhaka.

18/10/2023

পরিচ্ছন্ন রাজনীতির এক অনন্য উদাহরণ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান (জেমি)

প্রমাণ করে মেহেদী হাসান জেমি-ই ছাত্রলীগের একজন সুযোগ্য কান্ডারী। তাঁর নেতৃত্বে এগিয়ে যাবে পাবনা জেলা ছাত্রলীগ। মূল্যায়িত হবে ত্যাগী, মেধাবী ছাত্রলীগ কর্মীরা।

রাজনীতির পাশাপাশি মেহেদী হাসান জেমি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত থাকেন সবসময়। আওয়ামী লীগের রাজনীতিকে ভালোবেসে তাঁর পরিবার অনেক ক্ষতির শিকার হয়েছে। তার বাবা, বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। দলের জন্য নিবেদিত প্রাণ হয়েও সবসময় অবমূল্যায়িত হয়েছেন। তবুও হাল ছাড়েননি। নিজেদের মান-অভিমানকে উপেক্ষা করে রাজপথে লড়ে গেছেন সর্বদা। জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করেছেন। তাঁদের সুদক্ষ নেতৃত্বের কারণে অতীতের অনেক সময়ের চেয়ে অধিক চাঙ্গা হয়ে উঠেছে আওয়ামী পরিবারের রাজনীতি। মেহেদী হাসান জেমির নেতৃত্বেও পাবনা জেলা ছাত্রলীগ শক্তিশালী অবস্থানে দাঁড়াতে পারবে। যেকোন অপশক্তি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। তৃণমূলের প্রাণ মেহেদী হাসান (জেমি) পেছনে রয়েছে হাজার হাজার ছাত্রলীগ কর্মী।

আমি মেহেদী হাসান (জেমি) ছাত্রলীগ কর্মীদের বিশ্বাস, বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। ছাত্রলীগে মেহেদী হাসান (জেমি)-র মতো কর্মীদেরকে মূল্যায়ন করার দাবী বহু পুরনো। যোগ্যদের হাতেই এসেছে পূণ্যভূমি পাবনার নেতৃত্ব। এই পূণ্যভূমিতে মেহেদী হাসান (জেমি) রাজনৈতিক দক্ষতায় আগামীর সঠিক নেতৃত্ব সৃষ্টির সুযোগ হয়েছে। এ জন্য পাবনা জেলা শাখার আওতাধীন ছাত্রলীগ কর্মীরা কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছে। এগিয়ে যাক প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এগিয়ে যাক পাবনা জেলা শাখা। জননেত্রীর সকল উন্নয়নে আমি মেহেদী হাসান (জেমি) সবসময় সোচ্চার রয়েছি-থাকবো। এই পাবনার মাটিতে কোন অপশক্তির স্থান নেই। রাজপথে সকল অপশক্তি মোকাবেলা করেই এগিয়ে যাবে প্রাণের সংগঠন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধ, জয় বাংলাদেশ ছাত্রলীগ।

17/10/2023

BSTI কর্তৃক অনুমোদিত যে-টেক্স কনজ্যুমারস এর ডিটারজেন্ট পাউডার সহ সকল ক্লিনিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে আগ্রহী প্রকৃত ব্যবসায়ী ভাইদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে আহ্বান করছি। আগে এলে আগে পাবেন ভিত্তিতে ডিপো-ডিলার নিয়োগ চলছে।
হটলাইন: 01955551117
Email: [email protected]
What app: 01955551117
Website: www.jtexsolution.com

Address

UTTARA, DHAKA
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when J-TEX News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share