Aa Aa Media

Aa Aa Media সংস্কৃতি ও বর্তমান

23/04/2024
সত্যজিৎ রায় :গোয়েন্দা ফেলুদা, বিজ্ঞানী প্রফেসর শঙ্কু কিংবা গল্পবাজ তাড়িনী খুড়ো বাংলা ভাষার ছোট-বড় সব পাঠকের কাছেই...
23/04/2024

সত্যজিৎ রায় :

গোয়েন্দা ফেলুদা, বিজ্ঞানী প্রফেসর শঙ্কু কিংবা গল্পবাজ তাড়িনী খুড়ো বাংলা ভাষার ছোট-বড় সব পাঠকের কাছেই অতিপরিচিত নাম।

এই জনপ্রিয় চরিত্রগুলোর স্রষ্টা সত্যজিৎ রায়। কাছের মানুষেরা তাকে ডাকতেন মানিক নামে। তিনি শুধু লেখকই ছিলেন না, একাধারে তিনি ছিলেন চিত্রশিল্পী, চলচ্চিত্রনির্মাতা।

এ ছাড়া ছোটগল্পও লিখেছেন তিনি প্রচুর। আর তার বেশির ভাগই শিশু-কিশোরদের জন্য লেখা। মৌলিক গল্পের পাশাপাশি বেশ কিছু অনুবাদও করেছেন সত্যজিৎ ওরফে মানিকদা। এর মধ্যে তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বইটি উল্লেখযোগ্য।

আজকের এই দিনে ১৯৯২ সালে সত্যজিৎ রায় কলকাতায় মারা যান।

ম্যাক্স প্ল্যাঙ্কের জন্মজার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক জোহান জুলিয়াস উইলহেম প্ল্যাঙ্ক ও এমা প্যাটজিগ...
23/04/2024

ম্যাক্স প্ল্যাঙ্কের জন্ম

জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক জোহান জুলিয়াস উইলহেম প্ল্যাঙ্ক ও এমা প্যাটজিগের দম্পতির ঘরে ১৮৫৮ সালের ২৩ এপ্রিল জন্ম নেয় এক শিশু। যার নাম রাখা হয় কার্ল আর্নেস্ট লুডভিগ মার্ক্স প্ল্যাঙ্ক। ১০ বছর বয়েসে ছেলেটি নিজের নাম মার্ক্স (Marx) একটু ছেঁটে ম্যাক্স (Max) লিখতে শুরু করে। কারণ এ বানানটি তাঁর কাছে সহজ মনে হয়েছিল। বাকী জীবন এই নামটিই ব্যবহার করেছেন তিনি: ম্যাক্স প্ল্যাঙ্ক।

স্কুলে থাকতে বিজ্ঞান ছাড়াও প্ল্যাঙ্কের প্রিয় বিষয় ছিল সঙ্গীত ও ভাষাবিদ্যা। ১৬ বছর বয়েসে অন্য সবার মতো মিউনিখের কোন সরাইখানায় আড্ডায় নয়, বরং অপেরা হাউজ আর কনসার্ট হলগুলো আকর্ষণ করত তরুণ প্ল্যাঙ্ককে। কারণ তিনি পিয়ানো, অর্গান ও সেলো বাজাতে বেশ পারদর্শী হয়ে ওঠেন।

মিউনিখ বিশ্ববিদ্যালয়ের প্রথম তিন বছর গণিত আর গবেষণাগারে পদার্থবিদ্যা হাতকলমে শেখেন। কারণ তখনও তাত্ত্বিক পদার্থবিদ্যার ক্লাস হতো না। মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই জলির তত্ত্বাবধানে জীবনের প্রথম এবং শেষবারের মত পরীক্ষামূলক গবেষণা করেন তিনি। উত্তপ্ত প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের প্রকৃতির পরীক্ষা ছিল সেটি। এরপর আর পরীক্ষামূলক কোন পরীক্ষার ধারে কাছেও আসেননি, তাত্ত্বিক গবেষণাতেই জীবন উত্সর্গ করেন তিনি।

তাত্ত্বিক গবেষণা করতে গিয়েই ১৯০০ সালের আকস্মিকভাবে তিনি জন্ম দেন নতুন এক পদার্থবিজ্ঞান। সেটিই কোয়ান্টাম তত্ত্ব। চিরায়ত পদার্থবিজ্ঞান ছেড়ে বিজ্ঞানের নতুন এই রাজ্যের জন্ম দেওয়ার কোন ইচ্ছাই ছিল না তাঁর। কিন্তু কৃষ্ণবস্তুর বিকিরণ সংক্রান্ত সমস্যার সমাধানে এ ছাড়া আর তাঁর আর করার কিছুই ছিল না। ইচ্ছের বিরুদ্ধে বিপ্লব করার কারণেই তাঁকে বলা হয় অনিচ্ছুক বিপ্লবী।

22/04/2024

আজ ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘এই গ্রহ বনাম মাইক্রোপ্লাস্টিক।’

22/04/2024

চলে গেলেন অভিনেত রুমী ভাই। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।।

২২ মার্চ বিশ্ব পানি দিবস জাতিসংঘের উদ্যোগে ২২ মার্চ ১৯৯৩ সাল থেকে বিশ্বব্যাপী পানি ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্...
22/03/2024

২২ মার্চ

বিশ্ব পানি দিবস

জাতিসংঘের উদ্যোগে ২২ মার্চ ১৯৯৩ সাল থেকে বিশ্বব্যাপী পানি ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব পানি দিবস পালিত হয়ে আসছে।

এবারের বিশ্ব পানি দিবস ২০২৪ এর প্রতিপাদ্য “WATER FOR PEACE” বা “শান্তি প্রতিষ্ঠায় পানি”। মানুষের জীবন ও জীবিকা নির্বাহে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলোর অন্যতম। বৈশ্বিক পানির প্রায় ৯৭.৫% লবণাক্ত এবং মাত্র ২.৫% মিঠা পানি। এ সুপেয় পানির যথাযথ মূল্যায়ন, অপচয়রোধ ও ন্যায়সংগত বন্টন নিশ্চিত, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, সহযোগিতামূলক আন্তঃসীমান্ত পানি ব্যবস্হাপনা এবং সাম্যতার ভিত্তিতে বিশ্ব পরিমন্ডলে শান্তি প্রতিষ্ঠা এ বছরের বিশ্ব পানি দিবস উদযাপনের অন্যতম উদ্দেশ্য।


পানির অপচয় রোধ ও সুষম বণ্টন নিশ্চিতকল্পে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পানির অপচয় রোধ করতে সকলের সম্মিলিত প্রয়াস ও ব্যাপক প্রচারণা প্রয়োজন। পানির ব্যবহার আরও টেকসই করার জন্য বর্তমানে ব্যবহৃত নীতি ও কৌশল যুগোপযোগী করা; পানিকে দূষণমুক্ত রাখা এবং বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার ভারসাম্য বজায় রেখে ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানির সমন্বিত ও টেকসই ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

আসুন নিজের প্রয়োজনেই পানি ব্যবহারে সচেষ্ট হই। দেশের নদ-নদীগুলোর প্রবাহ পথে প্রতিবন্ধকতা দূর করি। নদীকে দূষন মুক্ত রাখি। তাহলেই দিবসের সফলতা আসবে।

আতিক বিন আলী
শিশু সংগঠক ও স্বত্বাধীকারী
আ আ মিডিয়া

21/03/2024

বিশ্ব কবিতা দিবস ২০২৪
....... World Poetry Day 2024

সূর্যের আভা যাচ্ছে ডুবে
দেখছি, শুধু তাকিয়ে।।

দেখছিনা, নিজের দিকে
শুধু দেখি সূর্য ডুবে।।

রঙ্গীন আভা ছড়িয়ে
তলিয়ে য়ায় অপর পারে
দেখছি শুধু তাকিয়ে

দেখছিনা নিজেকে।।

কবিতা ও কলমের সাথে সম্পর্ক সকলকেই জানাই বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা।

আতিক বিন আলী
শিশু সংগঠক।।

Address

Dhaka, Bangladesh
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aa Aa Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share